রাশি ফল

রবিবার ১৩ই ফেব্রুয়ারি ২০২২, দিনটি আপনার জন্য কেমন যাবে, দেখুন আজকের রাশিফল | Horoscope update in Bengali ( 13th february, 2022)

রবিবার ১৩ই ফেব্রুয়ারি ২০২২, দিনটি আপনার জন্য কেমন যাবে, দেখুন আজকের রাশিফল | Horoscope update in Bengali ( 13th february, 2022)
Key Highlights

চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, সবক্ষেত্রেই আপনার আজকের দিনটি কেমন যাবে? জানুন রবিবারের রাশিফল।

রাশিচক্র যেমন ক্রমবর্ধমান পরিবর্তিত হয় ঠিক আমাদের ভাগ্যের চাকাও একইভাবে প্রতিনিয়ত ঘূর্ণায়মান ; কখনো যা দেয় সদর্থক ফল আবার কখনো বা নেতিবাচক । তবে ভাগ্য যা ই নির্ধারণ করুক না কেন আসল সত্যটি হলো কর্ম + ভাগ্য= ফল । তাই সঠিক কর্ম করে গেলে ভাগ্য ও হবে সুপ্রসন্ন ।

একনজরে জেনে নিন রবিবারের রাশিফল

মেষ রাশি

আজ কোনো ধর্মীয় কাজের ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে পারেন। আপনার মানসিক শান্তি বজায় থাকবে। অন্য ব্যক্তির দেওয়া উপদেশ শুনতে পারেন তাতে উপকৃত হবেন। নিজের মন কে আগের থেকে বেশি উৎফুল্ল রাখুন।

বৃষ রাশি

আপনার জীবনে আজ সমৃদ্ধি বজায় থাকবে। কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনকার সময়টি আপনার জন্য সঠিক। কোনো রকম দুশ্চিন্তা থাকলে তা মাথা থেকে সরিয়ে দিন। কারোর থেকে ঋণ নেবেন না, নিজের অর্থ নিজের কাছেই রাখুন।

মিথুন রাশি

কর্মক্ষেত্রে বরিষ্ঠদের থেকে চাপ আসতে পারে। নিজের কাজে মনোনিবেশ করুন। আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত ভালো তাই সময়ের সদ্ব্যবহার করুন। আজ আকস্মিক কিছু ঘটনায় আপনি অবাক হতে পারেন।

কর্কট রাশি

কোনো কারণে মতভেদ তৈরি হলেও শেষপর্যন্ত জয় আপনারই হবে। আজ দীর্ঘস্থায়ী লাভ পেতে পারেন। কোনো ক্ষেত্রে বিনিয়োগ করতে চাইলে আজ তা করতে পারেন। পরিবারের সদস্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।

সিংহ রাশি

আজ মানসিক শান্তি বজায় থাকবে। আপনার সৃজনশীল প্রতিভার প্রকাশ ঘটতে পারে। নতুন কোনো পরিকল্পনা করার আগে বাবা মায়ের থেকে পরামর্শ নিন।

কন্যা রাশি

আজ আপনার জীবনের বেশ কিছু জরুরি ঘটনা ঘটবে। বুঝে শুনে খরচ করুন। কোনো কর্ম সম্পাদনের ক্ষেত্রে নিজের সর্বোত্তম প্রচেষ্টা প্রয়োগ করুন। ব্যস্ততার মাঝে নিজেকে সামলে রাখুন।

তুলা রাশি

আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। অযথা অর্থ বিনিয়োগ করা উচিত নয়। পরিবারের কল্যাণের জন্য পরিশ্রম করুন। আজকে ইতিবাচক নির্দেশ মেনে চলার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি

আজ আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। কাজ কমালে চলবে না। অর্থ ব্যয় হবার সম্ভাবনা রয়েছে। আপনার মন যে কাজ করতে চাইবে সেই কাজই করুন।

ধনু রাশি

আপনার খুশির মুহূর্ত অন্যদের সঙ্গে ভাগ করে নিন। আজকে ঋণ ফেরত পাবার সম্ভাবনা রয়েছে। আপনার জন্যই পরিবারে শান্তি ফিরে আসবে। প্রেম নিবেদনের সম্ভাবনা রয়েছে।

মকর রাশি

চিকিৎসার কাজে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। শারীরিক সমস্যার কারণে ভ্রমণ বাতিল হয়ে যেতে পারে। আপনার খুব প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হবার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি 

আজ এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ‍্য ভালো থাকবে। দাম্পত্য জীবনে ভাল সময়ের আনন্দ উপভোগ করুন। আজ আপনার ব্যবসার ক্ষেত্রে খুব ভাল যোগ রয়েছে।

মীন রাশি

নিজের যত্ন নিন। আজকে আপনি সাময়িক ঋণ থেকে মুক্তি পাবেন। দলীয় সূত্রে অনেক কিছু লাভ করবেন। আপনার কর্ম আপনার সৌভাগ্য এনে দেবে।


Uttar Kashi | উত্তরকাশীতে ফের হড়পা বান! নিখোঁজ অন্তত ৬০ জন! রয়েছে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা!
Anil Ambani | ইডির অফিসে হাজিরা অনিল আম্বানির! আর্থিক তছরুপ মামলায় জিজ্ঞাসাবাদ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট!
Kolkata Metro | মেট্রো ঘুরবে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকেই, চালু কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে বিশেষ বাসও!
RG Kar Case | আরজিকর কাণ্ডের এক বছর, ৯ই অগাস্ট নবান্ন অভিযানের ডাক তিলোত্তমার মা-বাবার
Operation Akhal | চলছে ‘অপারেশন আখাল’, তিনদিনের মাথায় নিকেশ ২ জঙ্গি, আহত ১ জওয়ান
Local Train | রেল যাত্রীদের জন্য সুখবর,শিয়ালদহ ডিভিশনের একাধিক রুটে চলবে অতিরিক্ত ১০টি লোকাল ট্রেন!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo