রাশি ফল

সোমবার ২৫শে এপ্রিল ২০২২, দিনটি আপনার জন্য কেমন যাবে, দেখুন আজকের রাশিফল | Horoscope update in Bengali (25th April,2022)

সোমবার ২৫শে এপ্রিল ২০২২, দিনটি আপনার জন্য কেমন যাবে, দেখুন আজকের রাশিফল | Horoscope update in Bengali (25th April,2022)
Key Highlights

চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, সবক্ষেত্রেই আপনার আজকের দিনটি কেমন যাবে? জানুন সোমবারের রাশিফল।

রাশিচক্র যেমন ক্রমবর্ধমান পরিবর্তিত হয় ঠিক আমাদের ভাগ্যের চাকাও একইভাবে প্রতিনিয়ত ঘূর্ণায়মান ; কখনো যা দেয় সদর্থক ফল আবার কখনো বা নেতিবাচক । তবে ভাগ্য যা ই নির্ধারণ করুক না কেন আসল সত্যটি হলো কর্ম + ভাগ্য= ফল । তাই সঠিক কর্ম করে গেলে ভাগ্য ও হবে সুপ্রসন্ন ।

একনজরে জেনে নিন সোমবারের রাশিফল

মেষ রাশি

আজ নিজের মত করেই আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান। শারীরিক দিকে নজর দিন। স্বাস্থ্যের অবনতি হতে পারে। বিবাহিত জীবনের যত্ন প্রয়োজন। অর্থ ব্যয় করতে হবে। দৈনিক সফর ক্লান্তি এনে দেবে। সৃষ্টিশীল কাজে আজকে সাফল্য আসবে।

বৃষ রাশি

শারীরিক মনোবল থাকবে। অর্থ জমা রাখা উচিত। সঞ্চয়ী হবেন। নিজের মনের খেয়াল রাখুন। চারপাশের পরিবেশে অনেক কিছু ঘটবে তাই সতর্ক থাকুন। কোনও অভ্যাস খারাপ হতে পারে তাই সেটিকে দূরে রাখুন।

মিথুন রাশি

আজ নিজের শরীরের যত্ন নিন। এমন কিছু করবেন না যাতে পরে পচতাতে হয়। বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পাবেন। ভুল বার্তায় মুশকিলে পড়তে পারেন। প্রত্যেকের জন্য বেশ সক্রিয় দিন, উপদেশ নিজের মত করেই কাজে লাগান।

কর্কট রাশি

আজ আপনার কর্মব্যস্ত দিন থাকবে। অর্থ সংক্রান্ত মামলায় জড়াবেন। আদালত আপনার পক্ষেই সিদ্ধান্ত নেবে। সতর্ক থাকা জরুরী। অনেক বন্ধুত্বের সাহায্য পাবেন। বন্ধুর সঙ্গে সাক্ষাতের কারণে আজকে অনেক কিছু বাড়িয়ে তুলবে।

সিংহ রাশি

বদ অভ্যাস থেকে দূরে থাকুন। কিছু বিষয়ে জ্ঞান রাখলেই ভাল। অভ্যাসের বশে কিছু করবেন না। ব্যবসায় লাভ। নতুন উচ্চতা পাবেন আজকের দিনে। বন্ধুর থেকে সাহায্য পাবেন, নতুন পরিকল্পনা করুন। প্রিয়জনের উদ্দেশ্যে প্রতিশ্রুতি রাখবেন না।

কন্যা রাশি

শরীরের দিকে নজর দিন। কিছু বিষয়ে অত্যধিক যত্নবান হবেন। ভাল ক্রেতার সঙ্গে সম্পর্ক হলে ব্যবসায় লাভ পাবেন। কিছুক্ষেত্রে ভাল পরিমাণ অর্থ লাভ হবে। নিজের উদ্যোগেই জীবন সাজিয়ে নিন। ভাল দিকে মন পরিবর্তন করুন। যথা সময়ে কাজ শেষ করুন।

তুলা রাশি

আজ আপনার আর আপনার পার্টনারের মধ্যে মতপার্থক্য তৈরি হতে পারে। আপনার এতদিনের কঠিন পরিশ্রম এবার কর্মক্ষেত্রে স্বীকৃত হতে চলেছে।

বৃশ্চিক রাশি

আজ আপনি সাফল্য পেতে পারেন। আপনার সঙ্গীর অদ্ভুত আচরণের কারণ জানতে পারবেন আজ, তাঁকে খানিকটা সময় দিন। দারুন কাজের সুযোগ অপেক্ষা করছে আপনার জন্য, কেরিয়ারে পরিবর্তন আনতে চাইলে এখনই সময়। নিজেকে ফিট রাখতে প্রতিদিন খোলা বাতাসে হাঁটার অভ্যাস করুন।

ধনু রাশি

আপনার চারপাশের মানুষের কাছ থেকে অনেক কিছু শুনবেন। লোকজনের সঙ্গে দেখা না করলেই ভাল। জিনিস দেবেন না। দূর সম্পর্কের কারওর থেকে অনেক কিছুই শুনবেন। কর্মরত হলে ব্যবসায়িক দিকে মন দিন।

মকর রাশি

আর্থিক উন্নতি নিশ্চিত। ব্যস্ত সময়ে ব্যয় ঊর্ধ্বমুখী হবে। বাবা মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। ভালবাসার দিকে নজর দিন। যেদিকে সৃজনশীলতা হারিয়েছেন সেটিকে শক্ত করুন। মনে রাখবেন অনেকেরই আপনাকে প্রয়োজন আছে।

কুম্ভ রাশি 

আজ উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার। যানবাহনে ওঠা-নামায় বিপদের আশঙ্কা। মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কিছু চুরির সম্ভাবনা। মনে উচ্চশা থাকলে তা আজ প্রকাশ না করাই ভাল। মামলা-মোকদ্দমার জন্য খরচ বাড়তে পারে। সাংসারিক শান্তি বজায় থাকবে।

মীন রাশি

প্রেমে কোনও উদ্বেগ থাকলে তা কেটে যেতে পারে। দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। আজ সারাদিন কাজকর্ম বা ব্যবসা নিয়ে কোনও সমস্যা থাকবে না। দুপুরের পরে বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে না। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। আপনি আপনার প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন।


Teacher Recruitment | রাজ্যে ১৩ হাজারের বেশি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ! আবেদন করা যাবে বুধবার থেকেই!
Sheikh Hasina | হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা! দোষী সাবস্ত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী-প্রাক্তন পুলিশকর্তাও!
Sheikh Hasina | ‘এই সমস্ত রায়ের পরোয়া করি না‘! সাজা ঘোষণার আগেই মুখ খুললেন হাসিনা!
Bihar Cabinet | দশমবারের জন্যে মূখ্যমন্ত্রীর কুর্সিতে নীতিশ কুমার, BJP-র হাতে বিহারের মন্ত্রিসভা!
Delhi Blast | দিল্লি বিস্ফোরণের হোতাদের টাকা জোগাচ্ছিল পাকিস্তান? তদন্তে উঠে আসছে জইশ যোগ
Shubman Gill | ইডেনে আর খেলবেন না ক্যাপ্টেন 'গিল', আইসিইউতে চিকিৎসা চলছে তাঁর
Breaking News | ‘ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে শীঘ্রই বাণিজ্য চুক্তি হবে’, ঘোষণা কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের!