Saraighat Express | ট্রেনের চাকা থেকে বেরোচ্ছে ধোঁয়া, সরাইঘাট এক্সপ্রেসে আগুন আতঙ্ক, একঘন্টা থমকে গেল গাড়ি
Thursday, January 15 2026, 5:12 pm

Key Highlightsচলন্ত ট্রেনের চাকা থেকে গলগল করে বের হচ্ছে ধোঁয়া। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক যাত্রীদের মধ্যে।
বৃহস্পতিবার বিকেলে রেল বিভ্রাট। রেল সূত্রে খবর, বিকেল ৪টা ৫০ মিনিট নাগাদ ১২৩৪৫ আপ সরাইঘাট এক্সপ্রেস জৌগ্রাম স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের পিছনের দিকের একটি কামরার নিচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে দেন চালক। এক যাত্রীর কথায়, “হঠাৎ দেখি ট্রেনের নিচ থেকে ধোঁয়া বেরোচ্ছে। যাত্রীরাও দেখা মাত্রই খুবই ভয় পেয়ে যান। এরপর রেলকর্মীরা এসে স্প্রে করে ধোঁয়া বন্ধ করেন।”দ্রুত খবর পেয়ে প্রায় এক ঘণ্টা ধরে ট্রেনটিকে খুঁটিয়ে পরীক্ষা করেন রেলের প্রযুক্তিবিদরা। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
- Related topics -
- রাজ্য
- পূর্ব বর্ধমান
- বর্ধমান
- দূরপাল্লার ট্রেন
- ট্রেন
- পশ্চিমবঙ্গ
- রেলওয়ে বোর্ড
- ভারতীয় রেল
- রেলওয়ে অফিসার
- রেল পরিষেবা
- অগ্নিকান্ড
- অগ্নি নির্বাপন ব্যবস্থা


