আজকের দিনটি আপনার কেমন যাবে, দেখুন শুক্রবারের রাশিফল

Friday, November 19 2021, 4:05 am
highlightKey Highlights

চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, সবক্ষেত্রেই আপনার আজকের দিনটি কেমন যাবে? জানুন বিস্তারিত


ভিন্ন ব্যক্তির যেমন হয় ভিন্ন রাশি ; তেমনি প্রতিনিয়তই রাশিচক্রের ও পরিবর্তন হয় । তাই আপনার রাশি অনুযায়ী আজ আপনার ভাগ্যে কী আছে?

একনজরে জেনে নিন  শুক্রবারের রাশিফল

মেষ রাশি

চাকরি জীবনে রয়েছে উন্নতির যোগ। মামলায় জয় নিশ্চিত। সহজেই যে কোনো সমস্যার সমাধান সম্ভব। মানসিক ক্ষোভ বৃদ্ধি। কর্মে সাফল্য আসবে। অবৈধ প্রণয়। কর্মে অনীহা।

মেষ রাশি
মেষ রাশি

বৃষ রাশি

সৌভাগ্য বৃদ্ধি। আজ আপনার কপালে জুটতে পারে মিথ্যা অপবাদ। কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। সামাজিক ক্ষেত্রে আসতে পারে কিছু বাধা। যাত্রায় বিঘ্ন ঘটতে পারে। অভীষ্ট সিদ্ধি হবে। পরিবারের সকলের সাথে ভ্রমণের যোগ রয়েছে।

বৃষ রাশি
বৃষ রাশি

মিথুন রাশি

শিক্ষকদের জন্য আজকের দিনটি খুব শুভ। সঞ্চিত অর্থ ব্যয়ের আশঙ্কা রয়েছে। ঋণ থেকে মুক্তি পেতে পারেন। দাম্পত্য জীবনের দীর্ঘদিনের সমস্যা মিটবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। যানবাহনে বিপদ রয়েছে। 

মিথুন রাশি
মিথুন রাশি

কর্কট রাশি

শত্রু বৃদ্ধি হওয়ার আশঙ্কা এবং ব্যবসায় অগ্রগতির যোগ রয়েছে । হানিযোগ এবং মানসিক ক্ষোভেরও ইঙ্গিতবাহী আজকের দিনটি । পারিবারিক ব্যস্ততা থাকতে পারে। । পুরনো শারীরিক সমস্যায় ফের ভুগতে পারেন।  ক্রীড়ার ক্ষেত্রে সফলতা আসবে। 

কর্কট রাশি
কর্কট রাশি

সিংহ রাশি

আর্থিক উন্নতি লাভ। নৈতিক ক্ষেত্রে অবনতি। আজ আপনার প্রতিভার বিকাশ ঘটবে। চাকরির ক্ষেত্রে পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। জমি নিয়ে বিবাদ। উন্নতির সুযোগ। হঠকারিতার ফলে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশি
সিংহ রাশি

কন্যা রাশি

দ্বিমুখী আয় হবার প্রবল সম্ভাবনা। । শরীরচর্চার প্রতি মনযোগ দিন। অস্থিরতা বৃদ্ধি পাবে। আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। রাস্তাঘাটে সাবধানে চলাচল করুন। আজ আপনার সাহসিকতার প্রদর্শন ঘটতে পারে। কোনো ব্যক্তির কাছ থেকে সহায়তা লাভ করার ইঙ্গিত। 

কন্যা রাশি
কন্যা রাশি

তুলা রাশি

আজ আপনার চাকরির ক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে শুভ সংবাদ আসবে। সম্পত্তি নিয়ে হতে পারে বিরোধ। বহুদিনের বাসনা পূরণ হবে। রক্তচাপে কষ্ট পেতে পারেন। প্রণয় ভঙ্গের সম্ভাবনা রয়েছে। রয়েছে মাতৃ পীড়ার সম্ভাবনা। 

তুলা রাশি
তুলা রাশি

বৃশ্চিক রাশি

চিন্তান্বিত থাকার যোগ। কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। পুলিশি ঝামেলায় জড়িয়ে পরার সম্ভাবনা রয়েছে। চাকুরীতে পদন্নোতি। রমণী প্রীতি লাভ করবেন ।। ব্যবসায় শত্রু বৃদ্ধি। মান -যশ প্রাপ্তি। যারা সম্পদ কেনা বেচা করেন, তাঁদের জন্য আজকের দিনটি খুবই শুভ।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশি

ধনু রাশি

সুনাম বৃদ্ধি। পরোপকারে শান্তি লাভ হবে। মাতৃস্নেহ লাভ। দাম্পত্যে সুখ। আর্থিক ক্ষতি। মামলায় জড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মে বিভ্রান্তি। কোনো শুভ সংবাদ আসতে পারে। 

ধনু রাশি
ধনু রাশি

মকর রাশি

উগ্র ব্যবহার প্রদর্শনে ক্ষতি হতে পারে । । মানসিক দিক দিয়ে কষ্ট পেতে পারেন। রয়েছে পত্নী বিরহের যোগ। বিড়ম্বনা বৃদ্ধি। প্রিয়জনদের শরীরের দিকে নজর রাখুন। আজ বৃথা ব্যয় করবেন না। অস্ত্রোপচারের ক্ষেত্রে সাফল্য লাভ। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিকে নজর রাখুন। 

মকর রাশি
মকর রাশি

কুম্ভ রাশি

আজ আপনার সমস্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখ লাভ করবেন। পারিবারিক সমস্যা বৃদ্ধি হতে পারে। রয়েছে দুর্ঘটনার যোগ। জীবনে নতুন মানুষ আসতে পারে। জমিবাড়ি ক্রয়ের যোগ। যে কোনো পরিকল্পনায় সফল হবেন।

কুম্ভ রাশি
কুম্ভ রাশি

মীন রাশি

চিকিৎসা বিভ্রাটের শিকার হতে পারেন । বিপদের সম্ভাবনা আছে। রমণীপ্রীতি। সাহসিকতা প্রদর্শন। ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই পুরনো ঝামেলা মিটবে। আপনার জীবনের জন্য এটিই সেরা সময়। 

মীন রাশি
মীন রাশি



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File