বাণিজ্য

Aircraft Production | আগামী ৪-৫ বছর সারা বিশ্বে বিমানের ঘাটতির আশঙ্কা প্রকাশ এয়ার ইন্ডিয়ার সিইও-র!

Aircraft Production | আগামী ৪-৫ বছর সারা বিশ্বে বিমানের ঘাটতির আশঙ্কা প্রকাশ এয়ার ইন্ডিয়ার সিইও-র!
Key Highlights

আরও চার থেকে পাঁচ বছ সারা বিশ্বে বিমানের ঘাটতি থাকবে বলে আশঙ্কা।

 আরও চার থেকে পাঁচ বছ সারা বিশ্বে বিমানের ঘাটতি থাকবে বলে আশঙ্কা। এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন জানান, সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে বোয়িং ও এয়ারবাসের উৎপাদন ব্যাহত হওয়ায় এই ঘাটতি থাকবে। ন্যারোবডি বিমানের ইঞ্জিন, বিজ়নেস ও ফার্স্ট ক্লাসের সিট এবং বিমানের কাঠামোর কিছু জিনিসের সরবরাহে সমস্যা রয়েছে। তিন বছর আগে এয়ার ইন্ডিয়ার সম্পূর্ণ মালিকানা টাটা গোষ্ঠীর হাতে আসার পর সংস্থাকে ঘুরে দাঁড় করাতে কৌশল নেওয়া হলেও নতুন বিমান ডেলিভারি পেতে দেরি হওয়ার কারণে তা তেমন একটা সফল হয়নি।