Narendra Modi | বিশ্বমঞ্চে বাড়ছে ভারতের গুরুত্ব, তিন মহাদেশের তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি!
Monday, December 15 2025, 9:21 am
Key Highlightsসোমবার তিন দেশের সফরে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিশ্বমঞ্চে বাড়ছে ভারতের গুরুত্ব। সোমবার তিন দেশের সফরে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেনের আমন্ত্রণে মোদির প্রথম গন্তব্য জর্ডন। উল্লেখ্য, এবছর ভারত জর্ডন কূটনৈতিক সম্পর্কের ৭৫ তম বর্ষ। এমন সময় সে দেশে ভারতের প্রধানমন্ত্রীর সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এরপর ১৬ ডিসেম্বর মোদি পৌঁছবেন আফ্রিকার দেশ ইথিওপিয়ায়। এই প্রথম ইথিওপিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সবশেষে ‘সুলতান’ হাইথাম বিন তারিকের আমন্ত্রণে ১৭ ডিসেম্বর আরবের ওমানে যাবেন প্রধানমন্ত্রী।
- Related topics -
- দেশ
- ভারত
- নরেন্দ্র মোদি
- প্রধানমন্ত্রী

