SIR | রাত পোহালেই প্রকাশ খসড়া ভোটার তালিকা, কীভাবে দেখবেন আপনার নাম আছে কি না?

Monday, December 15 2025, 10:08 am
highlightKey Highlights

যাঁরা এনিউমারেশন ফর্ম ফিলআপ করে জমা দিয়েছেন, তাঁদের প্রত্যেকের নাম থাকবে এই তালিকায়।


রাত পোহালেই অর্থাৎ ১৬ ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। যাঁরা এনিউমারেশন ফর্ম ফিলআপ করে জমা দিয়েছেন, তাঁদের প্রত্যেকের নাম থাকবে এই তালিকায়। কমিশন জানিয়েছে এই তালিকা দেখা যাবে স্থানীয় বুথ, পঞ্চায়েত অফিস, পুরসভা অফিস, মহকুমা শাসকের দপ্তর, জেলাশাসকের দপ্তরে। অনলাইনে DEO ওয়েবসাইট, CEO ওয়েবসাইট, ECINet ওয়েবসাইটে দেখা যাবে এই তালিকা। কমিশনের তরফে আরও একটি তালিকা প্রকাশ করা হবে। মূলত, কমিশনের স্ক্যানারে যাঁরা মৃত, ভুয়ো, স্থানান্তরিত ও অনুপস্থিত বলে চিহ্নিত, তাঁদের নাম থাকবে সেই তালিকায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File