Ind vs SA T20I | ১১৭ রানেই গুটিয়ে গেলো প্রোটিয়া বাহিনী! ধরমশালায় দাপুটে বোলিং হর্ষিত-অর্শদীপের
Sunday, December 14 2025, 4:39 pm
Key Highlightsমোহালিতে তৃতীয় এক দিনের ম্যাচে ছন্দে ফিরলেন ভারতীয় বোলাররা। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হল ১১৭ রানে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি টোয়েন্টিতে নাস্তানাবুদ হয়েছিল মেন্ ইন ব্লু। তৃতীয় টি টোয়েন্টিতে দাপুটে বোলিংয়ে ম্যাচ নিজেদের হাতে রাখলো টিম ইন্ডিয়া। রবিবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক। প্রথম ওভারেই হেনড্রিক্সকে (০) ফেরান অর্শদীপ। ডি কক (১) এবং ব্রেভিসকে প্যাভিলিয়নে ফেরান হর্ষিত রানা। একে একে স্টাবস (৯), বশ (৯), দোনোভান (২০), জানসেনের (২) উইকেট পান বরুণ চক্রবর্তী, পাণ্ডিয়া, শিবম দুবেরা। শেষ ওভারে দু’টি উইকেট নিলেন কুলদীপ যাদব। ১১৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
- Related topics -
- খেলাধুলা
- দক্ষিণ আফ্রিকা
- ভারত
- টি২০
- ক্রিকেট
- ক্রিকেটার
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- ভারতীয় ক্রিকেটদল
- টি টোয়েন্টি

