সেলিব্রিটি

হিনা খানের পোশাক দেখে তাজ্জব সকলে! অভিনেত্রী কী এমন পরেছিলেন ইংল্যান্ডের চলচ্চিত্র উৎসবে

হিনা খানের পোশাক দেখে তাজ্জব সকলে! অভিনেত্রী কী এমন পরেছিলেন ইংল্যান্ডের চলচ্চিত্র উৎসবে
Key Highlights

UK Asian Film Festival-এ পুরস্কৃত হলেন অভিনেত্রী হিনা খান। পুরস্কার পেয়েছেন বলে তো বটেই, তার সাজসজ্জা নিয়েও শুরু হয়ে গেল বিরাট চর্চা।

কানের রেড কার্পেটে হাঁটার আগে UK Asian Film Festival-এর মঞ্চে পুরস্কৃত হলে অভিনেত্রী হিনা খান। ‘লাইনস’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পেলেন। সকলেই এই ছবিতে হিনার কাজের জন্য প্রশংসা করেছেন।

UK Asian Film Festival-এর মঞ্চে নজর কাড়ল হিনা খানের পোশাক, জানেন এদিন কী পরেছিলেন তিনি?

UK Asian Film Festival-এর সমাপ্তি অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী। সেখানেই তাঁর পোশাক নজর কাড়ে সকলের। সোশ্যাল মিডিয়ায় নিজের বহু ছবি পোস্ট করেছেন হিনা খান নিজেই। টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেত্রীর পোশাক নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে গিয়েছে ইংল্যান্ডে। 

অনেকের মতে এদিন, হিনা গোটা উৎসবের সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁর এই পোশাকের দ্বারা। বন্ধুবান্ধব ছাড়াও অনেকেই অভিনেত্রীর এই পোশাকের প্রশংসা করেছেন। এবং রীতিমতো চর্চা শুরু হয়েছে।