আন্তর্জাতিক

Elon Musk: টুইটারের পর এবার মাস্কের নজর কোকা কোলার ওপর !

Elon Musk: টুইটারের পর এবার মাস্কের নজর কোকা কোলার ওপর !
Key Highlights

‘এর পর কিনব কোকা কোলা, ফের ঢালব কোকেন’, ইলন মাস্কের নয়া টুইট ঘিরে জল্পনা তুঙ্গে। এটা কি ঠাট্টা নাকি সত্যিই কোকা কোলা কিনবে টুইটারের নতুন মালিক!

সদ্য ৪৪০০ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কিনে নিয়েছেন আমেরিকার ধনকুবের ইলন মাস্ক। টুইটারের পর কি এ বার ঠান্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থা কোকা কোলার দিকে নজর দিলেন তিনি? সদ্য একটি টুইট করে তেমনই শোরগোল ফেলে দিলেন টেসলা মহাকর্তা মাস্ক। আজ ভোরে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে মাস্ক লেখেন এর পর ‘কোকা কোলা কিনতে চলেছেন’ তিনি। শুধু তাই নয়, কোকা কোলা ক্রয় করে তাতে ‘ফের কোকেন মিশিয়ে দেবেন’ বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সাথে সাথেই ভাইরাল হয়ে যায় খবরটি। ইতিমধ্যেই প্রায় ১৫ লক্ষ মানুষ পছন্দ করেছেন টুইটটি, রিটুইট হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ বার। জল্পনা শুরু হওয়ার কিছুক্ষণ বাদেই ফের টুইট করে টুইটারকে মজার জায়গা করে তোলার আহ্বান জানান মাস্ক। তবে মাস্ক যে সব সময় ঠাট্টা করেন না, সদ্য টুইটারের মালিকানা দখলই তার প্রমাণ। 

মাস্ক অনুগামীরা মনে করিয়ে দিচ্ছেন, ২০১৭ সালে একই ভাবে টুইটারের দাম জিজ্ঞেস করেছিলেন তিনি। তখন ঠাট্টা মনে হলেও ৫ বছর পর ৪৪০০ বিলিয়ন ডলারে টুইটার কিনে মাস্ক প্রমাণ করেন যে, তিনি আদৌ ঠাট্টা করছিলেন না। তবে কেউ কেউ বলছেন টুইটার কিনতে পারলেও কোকা কোলা কেনা সম্ভব নয় মাস্কের পক্ষে, কারণ বর্তমানে কোকা কোলার মোট বাজারমূল্য ২৮৪০০ কোটি ডলার। যা মাস্কের মোট সম্পত্তির থেকেও অনেকটাই বেশি।

এখন মাস্ক ঠিক কি করতে চলেছেন সকলের নজর সেই দিকেই। 


Chhattisgarh | ছত্তিশগড়ে আত্মসমর্পন ১৩ মহিলা সহ ২১ জন মাওবাদীর! শান্ত কাঁকের
Pakistan-Salman Khan | বালোচিস্তান নিয়ে কথা বলায় সলমান খানকে 'জঙ্গি' ঘোষণা করল পাক-সরকার!
HIV Infection | থ্যালাসেমিয়ার চিকিৎসায় রক্ত নিতে এসে HIV সংক্রমিত হলো পাঁচ শিশু! ঝাড়খণ্ডের সরকারি হাসপাতালে তোলপাড়
Railway Station | স্টেশনে স্টেশনে বাজছে 'ভোজপুরি গান', চাপা পড়ে যাচ্ছে রেলের ঘোষণা, ক্ষুদ্ধ যাত্রীরা
Breaking News | ওডিশা উপকূলে ঘূর্ণিঝড় ‘মান্থা’ আছড়ে পড়ার আশঙ্কা, পুরীর সমুদ্রে নিষেধাজ্ঞা জারি প্রশাসনের
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে আগ্রহী ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী লিজ ট্রাস, শুভেচ্ছা বার্তা জানালেন মোদী
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali