ভিন রাজ্যে প্রভাব বিস্তারের লড়াই, মুখ্যমন্ত্রী ঘাস ফুল কে মেলে ধরতে চান জাতীয় স্তরে
Key Highlightsতৃণমূলের সংগঠন বিস্তারের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ত্রিপুরায়। আর এবার এই প্রক্রিয়ায় নবতম সংযোজন হতে চলেছে আরব সাগরের উপকূলবর্তী ছোট্ট রাজ্য গোয়া।
ত্রিপুরার পর মুখ্যমন্ত্রীর পরবর্তী নিশানা গোয়া
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে যোগদানের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তিনি এবার অন্যান্য রাজ্যেও দলের সংগঠন বিস্তারের ক্ষেত্রে জোর দেবেন। ইতিমধ্যেই ত্রিপুরায় সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ম করে সেখানে কর্মসূচি রাখছেন। কেবলমাত্র ত্রিপুরাই নয় উত্তর-পূর্বের আরও দুই রাজ্য অসম ও মেঘালয়তেও সংগঠন বিস্তারে মন দিয়েছে তৃণমূল শিবির।

রাজনীতির দুনিয়ায় নিজেদের মাটি শক্ত করতে মরিয়া তৃণমূল
অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা দেব দীর্ঘ সময়ে কংগ্রেসের ছত্রছায়ায় রাজনীতি করেছেন। ফলস্বরূপ তৃণমূল নেতৃত্ব তার সেই অভিজ্ঞতাকেই অসম ও ত্রিপুরায় সংগঠন গড়ার কাজে লাগাতে চাইছেন। গোয়াতেও সেই ফর্মুলার অন্যথা হচ্ছে না।

বর্তমানে রাজ্য স্তরের বিজেপি নেতৃত্বের অনেকেই দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। তবে কংগ্রেস ছেড়ে আসা নেতা নেত্রীদের মাধ্যমেই এখনও পর্যন্ত জাতীয় স্তরে তৃণমূল শক্তিশালী হচ্ছে। আর এবার তাতেই নবতম সংযোজন হলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো।

- Related topics -
- রাজনৈতিক
- মমতা ব্যানার্জী
- গোয়া
- ত্রিপুরা
- তৃণমূল কংগ্রেস








