আন্তর্জাতিক

Titan | 'টাইটান' দুর্ঘটনার পর সমালোচনায় শিক্ষা! সমস্ত টাইটানিক যাত্রা বাতিল করলো বিতর্কিত সংস্থা ওশেন গেট!

Titan | 'টাইটান' দুর্ঘটনার পর সমালোচনায় শিক্ষা! সমস্ত টাইটানিক যাত্রা বাতিল করলো বিতর্কিত সংস্থা ওশেন গেট!
Key Highlights

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে দুর্ঘটনার কবলে পরে জলের তলাতেই ধ্বংস হয় টাইটান। নিমেষের মধ্যে মৃত্যু হয় ৫ যাত্রীরও। পরে আবারও টাইটানিক যাত্রার বিজ্ঞাপন দিলেও অবশেষে সমস্ত টাইটানিক যাত্রা বাতিল করলো ওশেন গেট।

টাইটানিকের (Titanic) ধংসাবশেষ দেখতে গিয়ে মুহূর্তের মধ্যে আটলান্টিক মহাসাগরেই (Atlantic Ocean) তুবড়ে মুচড়ে যায় ছোট্ট সাবমেরিন টাইটান (Titan)। দুর্ঘটনায় সেকেন্ডের মধ্যে মৃত্যু হয় টাইটানে থাকা ৫ জন যাত্রীরও। দুর্ঘটনার দিন কয়েক পরে মেলে সাবমেরিনের ধ্বংসাবশেষ। এই ঘটনায় নড়ে যায় গোটা বিশ্ব। প্রশ্ন ওঠে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে নিয়ে যাওয়া সংস্থা ওশেন গেটের (Ocean Gate) সম্পর্কে। তবে টাইটান দুর্ঘটনার পরপরই এই সংস্থার তরফ থেকে আবারও টাইটানিক যাত্রার বিজ্ঞাপন দেওয়া হয়, যা নিয়ে রীতিমতো ওঠে সমালোচনার ঝড়। তবে এবার পুরপুরি বন্ধ হতে চলেছে ওশেন গেটের টাইটানিক যাত্রা।

সম্প্রতি টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে নিয়ে যাওয়ার জন্য ফের বিজ্ঞাপন দেয় ওশেন গেট। এরপরই নানা সমালোচনা ওঠে। তগবে এবার সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়, সংস্থার তরফ থেকে সমস্ত অনুসন্ধানমূলক ও বাণিজ্যিক অভিযান বন্ধ রাখা হচ্ছে। এই খবর দেওয়া হয় ওশানগেটের ওয়েবসাইটেই। তবে এই নিয়ে কিছু বিস্তারিত জানানো হয়নি। ওয়েবসাইটটিতে একটি লাল ব্যানারে কেবল জানিয়ে দেওয়া হয়েছে, ওশানগেট সমস্ত অনুসন্ধানমূলক ও বাণিজ্যিক যাত্রা রাখছে।

গত ১৮ই জুন টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য ৫ জন যাত্রীকে নিয়ে যাত্রা শুরু করে টাইটান। আটলান্টিক মহাসাগরে গিয়ে ৭ ঘন্টার মধ্যেই ফায়ার আসার কথা ছিল সাবমেরিনের। তবে মহাসাগরে কিছুটা গভীরে যেতেই যোগাযোগ বিচ্ছিন্ন হয় টাইটানের সঙ্গে। তখনই শোনা যায় এক ধ্বংসের আওয়াজ। দুর্ঘটনার আশঙ্কা করে উদ্ধারকার্যে নামা হয়। তবে কোনও খোঁজ পাওয়া যায়না টাইটানের। দিন কয়েক পরে টাইটানের এক ভাসমান ধ্বংসাবশেষ মেলে। এরপরই ঘোষণা করা হয় টাইটানে থাকা যাত্রীদের মৃত্যু হয়েছে।

এরপর দুর্ঘটনার প্রায় দু সপ্তাহ পর নিউফাউন্ডল্যান্ডের সেন্ট জন (Saint John  Port) বন্দরের কাছে ডুবোযান 'টাইটান'-র ধ্বংসাবশেষ পাওয়া যায়। জানা যায়, 'হরাইজন আর্টিক' (Surveillance Vessel 'Horizon Arctic) নামের নজরদারি ভেসেল কানাডার কোস্ট গার্ডকে  (Canadian Coast Guard) ওই ধ্বংসাবশেষ তুলে দেয়। টাইটানের ওই ধ্বংসাবশেষ থেকে পাওয়া যায় যাত্রীদের দেহাংশও। যদিও সেই দেহাবশেষ পরীক্ষা করে নিশ্চিত হওয়ার জন্য পাঠানো হয়  ফরেনসিক (Forensics)।

মার্কিন প্রশাসনের তরফ থেকে জানানো হয়, টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে পাওয়া দেহাংশ পরীক্ষা করা হবে এবং সেটি ওই সাবমেরিনে থকাকা ৫ যাত্রীর দেহের অংশই কিনা নিশ্চিত হলে তা তুলে দেওয়া হবে তাদের পরিবারের কাছে। কেবল যাত্রীদের দেহাংশ নিয়ে নিশ্চিত হওয়াই নয়, ঠিক কীভাবে টাইটান দুর্ঘটনা ঘটলো সে সম্পর্কেও জানা যাবে বলে আশা বিশেষজ্ঞদের। তবে সম্প্রতি 'নিউ ইয়র্ক টাইমসে' (New York Times) প্রকাশিত খবর অনুযায়ী, টাইটানের শেষ মুহূর্তে যাত্রীরা অন্ধকারে কাটিয়েছিলেন। সেই সময় যাত্রীরা শুনছিলেন তাঁদের প্রিয় গান।

তবে টাইটান নিয়ে দুর্ঘটনার পর সমালোচনা, তর্ক-বিতর্ক হলেও ওশেন গেট তাদের টাইটানিক যাত্রার বিজ্ঞাপন দিতে থাকে। উল্লেখ্য, ২০২৪ সালের জুনেই টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার উদ্দেশে দু’টি অভিযানের কথা ঘোষণা করেছিল তারা। কিন্তু এবার সমস্ত টাইটানিক যাত্রায় বাতিল হল। ওশেন গেটের তরফ থেকে কোনও নিশ্চিত কারণ উল্লেখ না করা হলেও অনেকেরই ধারণা, সমালোচনার মুখে পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Tech Neck Syndrome | সর্বক্ষণ ঘাড় গুঁজে মোবাইলের পর্দায় তাঁকিয়ে? এক্ষুণি অভ্যাস না বদলালে হতে পারে 'টেক-নেকে'র সমস্যা!
Dust Allergy | ধুলোর সংস্পর্শে আসতেই শুরু হাঁচি? ডাস্ট অ্যালার্জি থেকে মুক্তি পেতে মেনে চলুন এই কয়েকটি বিষয়!
Cyclone Remal | মে-মাসের শেষে বঙ্গে ঘূর্ণিঝড়ের আতঙ্ক! আমফান-আয়লার থেকেও কি বেশি তান্ডব চালাবে সাইক্লোন রেমাল?
Electronics | বাজ পড়ে নষ্ট হয়ে যেতে পারে এসি, টিভি, ফ্রিজ এমনকি মোবাইলও! জানুন কীভাবে বিপদ এড়িয়ে সুরক্ষিত রাখবেন বৈদ্যুতিন যন্ত্রপাতি!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla