খেলাধুলা

ODI Cricket World Cup 2023 | ভারতের কাছে হারের পর বরখাস্ত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডই ফিরলো দায়িত্বে! ২০২৫-এ চ্যাম্পিয়ন্স খেলবে আফগানিস্তান!

ODI Cricket World Cup 2023 | ভারতের কাছে হারের পর বরখাস্ত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডই ফিরলো দায়িত্বে! ২০২৫-এ চ্যাম্পিয়ন্স খেলবে আফগানিস্তান!
Key Highlights

ভারত শ্রীলঙ্কা ম্যাচে ৩০২ ব্যবধানে পরাজয়ের পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করেছিল সে দেশের সরকার। তবে আপাতত সেই বোর্ডই ফিরে পেল দায়িত্ব। বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিলে ক্রমেই ওপরে উঠছে আফগানিস্তান। ব্যাপক ছন্দে বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দল।

গতকাল, ৬ই নভেম্বর, মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023) এর ম্যাচে 'টাইমড আউট' হন অ্যাঞ্জেলো ম্যাথিউজ় (Angelo Mathews)। এরপরই ক্রিকেট মঞ্চে শুরু হয় বেশ তর্ক-বিতর্ক। তবে এই আবহেই কিছুটা স্বস্তি পেলেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সদস্য। বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দল (World Cup 2023 Indian Team) এর কাছে হারের ধাক্কার পরে  শ্রীলঙ্কার গোটা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করে দিয়েছিল সে দেশের সরকার। তবে পুরোনো বোর্ডকেই দায়িত্বে ফিরিয়ে আনতে চলেছে শ্রীলঙ্কার আদালত।

বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দল (World Cup 2023 Indian Team) এর কাছে ৩০২ রানে পরাজিত হয় শ্রীলঙ্কা। এরপরই শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রনসিংহে গোটা বোর্ডকে বরখাস্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সেদেশের সরকার। তবে এই বিষয়ে সেই বোর্ডের প্রধান শাম্মি সিলভা আদালতে আবেদন করেন। তাঁর অভিযোগ, নিয়মের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিয়েছেন ক্রীড়ামন্ত্রী। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগও অস্বীকার করেছেন তিনি। সেই মামলার শুনানিতেই আপাতত দু’সপ্তাহ পুরনো বোর্ডকেই দায়িত্বে থাকার নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কার আদালত। কোর্টের পক্ষ থেকে জানানো হয়, এই মামলা নিয়ে ফের শুনানি হবে আদালতে। ততদিন পর্যন্ত বোর্ডের সমস্ত কাজকর্ম পরিচালনা করবেন প্রাক্তন কর্তারাই।

প্রসঙ্গত, ভারত শ্রীলঙ্কা ম্যাচ (India Sri Lanka Match) এ মাত্র ৫৫ রানে অলআউট হয়ে গোহারান হারে শ্রীলঙ্কা। ৩০২ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করে বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দল (World Cup 2023 Indian Team)। এতো বিরাট ব্যবধানে হারার পরেই দ্বীপরাষ্ট্র জুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। যার ফলে দেশের ক্রীড়ামন্ত্রী দেশজ ক্রিকেট বোর্ডের সমস্ত সদস্যদের পদত্যাগ করার নিদান দিয়েছিলেন। তার পরে নিজেই বোর্ড সদস্যদের ছাঁটাই করে দেন। তবে ভারত শ্রীলঙ্কা ম্যাচ (India Sri Lanka Match) এর আগেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির একের পর এক অভিযোগ উঠেছিল।  তবে তারপরেও বিশ্বকাপের কথা মাথায় রেখে সেই কমিটিকে দায়িত্বে রেখে দেওয়া হয়েছিল। কিন্তু ভারতের কাছে বিশাল ব্যবধানে হারের পরেই ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী।

একদিকে বিশ্বকাপে যেখানে ক্রিকেট বোর্ডকেই সাসপেন্ড করে দেওয়ার ঘটনা ঘটছে, সেখানে অন্যদিকে আগামী সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করছে আরেক দেশ। বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কা বেরিয়ে যাওয়ার পরই ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স খেলার নিশ্চয়তা এসেছে আফগানিস্তানের (Afghanistan)কাছে।  ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মাত্র একটি ম্যাচ জেতা আফগানিস্তান এবারের বিশ্বকাপে হারিয়েছে ইংল্যান্ড, পাকিস্তান, নেদারল্যান্ডকে। আফগানিস্তান দল ব্যাটিংয়ে শক্তিশালী না হলেও বোলিংয়ে তারা শক্তিশালী। বিপক্ষকে রানের দিক থেকে আটকে দিচ্ছে তারা। ফলে কম রানের টার্গেট দিলেও বোলিংয়ে তারা আটকে রাখতে পারছে। এভাবেই ক্রমে বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিল (World Cup 2023 Points Table)এ ওপরে উঠছে আফগানিস্তান। এরপর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলেই সেমিফাইনালের টিকিট পাকা করবে। ক্রিকেট বিশ্বকাপ স্কোর টেবিল (Cricket World Cup Score Table) এ শেষ চারে উঠে যাবে দল।

উল্লেখ্য, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পাকিস্তান (Pakistan)। মোট ৮টা দল অংশগ্রহণ করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। পাকিস্তান আয়োজক দেশ হিসেবে চ্যাম্পিয়ন্সে সুযোগ পেয়েছে। পাএছাড়া কিস্তান ও আফগানিস্তান বাদে সুযোগ পেয়েছে, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্য়ান্ড ও অস্ট্রেলিয়া। বাকি দুটো স্পটের জন্য লড়াই চলছে ইংল্য়ান্ড, নেদারল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে। বিশ্বকাপের শেষ পর্যন্ত শীর্ষ স্থানে থাকা আটটা দলই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাবে।

অন্যদিকে, পর পর ম্যাচ জিতে বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিল (World Cup 2023 Points Table) এর শীর্ষে রয়েছে ভারত। গ্রুপপর্বের ৮ ম্যাচের সবকটিতেই জিতেছে টিম ইন্ডিয়া। ১৬ পয়েন্ট নিয়ে ক্রিকেট বিশ্বকাপ স্কোর টেবিল (Cricket World Cup Score Table) এ প্রথমে থাকা টিম ইন্ডিয়াই বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে সবার আগে। দলের প্রত্যেকেই রয়েছেন দুর্দান্ত ছন্দে। ৮ ইনিংসে ভারতীয় অধিনায়কের ঝুলিতে ৪৪২ রান করেছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), ৬ ইনিংসে ২১৯ রান করেছেন শুভমান গিল (Shubman Gill),৮ ইনিংসে ৫৪৩ রান করেছেন বিরাট কোহলি (Virat Kohli),৮ ইনিংসের শেষে ২৯৩ রান করেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), ৭ ইনিংসে ২৪৫ রান রয়েছে কেএল রাহুলের (KL Rahul),৪ ইনিংসে ৮৫ রান করেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।


IPL 2024 | বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে ইডেনের মুম্বই-কলকাতার ম্যাচ! খেলা না হলে প্রথম দল হিসাবে প্লে-অফ পাকা করতে পারবে কেকেআর?
IPL 2024 | আইপিএল লিগ পর্বের প্রায় শেষে প্লে-অফের লড়াইয়ে টিকে ৬টি দল! স্থান পাকা করতে কোন দলকে কোন সমীকরণে খেলতে হবে?
HS Result | উচ্চ মাধ্যমিক ২০২৪-এ সার্বিক পাশের হার ৯০ শতাংশ! ৪৯৬ নম্বর পেয়ে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস! দেখুন প্রথম দশে কারা?
World Asthma Day | অ্যাজমা বা হাঁপানি হলে কি সারাজীবন নিয়ে যেতে হবে ইনহেলার? সুস্থ্য থাকতে কী কী করবেন? জানুন হাঁপানি রোগ সম্পর্কে খুঁটিনাটি!
S Somnath | একটা সময় ছিল না হস্টেলের টাকা দেওয়ার মত সামর্থ্য, আজ তিনি ইসরো প্রধান! জানুন এস সোমনাথের সাফল্যের কাহিনী!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali