দেশ

জ্যাকলিনের পর ৬ ঘণ্টা নোরাকে জেরা করল দিল্লি পুলিশ

জ্যাকলিনের পর ৬ ঘণ্টা নোরাকে জেরা করল দিল্লি পুলিশ
Key Highlights

পুলিশকে নোরা জানিয়েছে, সুকেশের সঙ্গে তাঁর কখনও দেখা হয়নি। পিঙ্কিকেও চেনেন না তিনি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে সুকেশের সঙ্গে যোগাযোগ হয়েছিল।

সুকেশ চন্দ্রশেখর তোলাবাজি মামলায় এবার অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের পর নায়িকা নোরা ফতেহিকে ছ’ঘণ্টা জেরা করল দিল্লি পুলিশের আর্থিক তছরুপ শাখা। সুকেশ চন্দ্রশেখর তোলাবাজির যে মামলায় জড়িত বলে অভিযোগ, সেই ঘটনাতেই বৃহস্পতিবার জেরা করা হল নোরাকে।

২০০ কোটি টাকা তোলাবাজির মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ঘটনায় মূল অভিযুক্ত সুকেশ। তদন্তে নেমে অভিনেত্রী জ্যাকলিনের বিরুদ্ধে অভিযোগ এনে চার্জশিট পেশ করেছে ইডি। ওই একই মামলায় নোরাকে এর আগে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। বৃহস্পতিবার তাঁকে জেরা করল দিল্লি পুলিশও। পুলিশ জানিয়েছে, জ্যাকলিনের সঙ্গে সরাসরি কোনও যোগ নেই নোরার। অন্যদিকে, বিশেষ কমিশনার রবীন্দ্র যাদব জানিয়েছেন, পিঙ্কি ইরানির সঙ্গে নোরাকেও জেরা করা হয়েছে। যদিও জ্যাকলিনের সঙ্গে নোরার কোনও যোগ নেই।

যদিও জেরায় নোরা দাবি করেছেন, সুকেশের সঙ্গে তাঁর কখনও দেখা হয়নি। পিঙ্কিকেও চেনেন না তিনি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে সুকেশের সঙ্গে যোগাযোগ হয়েছিল। এমনটাই বলছে দিল্লি পুলিশের একটি সূত্র। এর মধ্যেই নোরার বোনের স্বামী স্বীকার করেছে, তাঁকে ৬৫ লাখ টাকার বিএমডব্লিউ উপহার দিয়েছিলেন সুকেশ। তার সঙ্গে নোরার কী যোগ, তা-ও খুঁজে দেখছে দিল্লি পুলিশ।

প্রসঙ্গত, এই পিঙ্কিই কোটি টাকার বিনিময়ে সুকেশের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন জ্যাকলিনের বলে অভিযোগ। পুলিশের তরফে এ-ও জানানো হয়েছে, নোরাকে বেশ কিছু দামি উপহার দিয়েছিলেন সুকেশ। জ্যাকলিনকেও দামি উপহার দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।


Birbhum Shootout | বীরভূমে শুটআউট, তৃণমূল নেতাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, পলাতক দুষ্কৃতী
Muslims in India | আগামী ২৫ বছরে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
Ahmedabad plane crash | ইঞ্জিনের গাফিলতি প্রকাশ্যে আসতেই চুপ এয়ার ইন্ডিয়া, ‘তদন্ত এখনও চলছে...’, দাবি সংস্থার
Ahmedabad plane crash | ‘কেন ফুয়েল ‘কাটঅফ’ করলে?’- প্রকাশ্যে পাইলটদের শেষ কথোপকথন! কী ঘটেছিল সেদিন?
Saraswati Puja | বাঙালির প্রেমদিবসে পলাশের চাহিদা তুঙ্গে, ২ হাজার ছুঁলো ফুলের দাম !
Internationational Panic Day | হঠাৎ নিঃশ্বাসে সমস্যা, বুক ধড়ফড়ানি! প্যানিক অ্যাটাক হচ্ছে না তো? জানুন এই সময় কী করবেন, কীভাবে সুস্থ্য থাকবেন!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo