দেশ

জ্যাকলিনের পর ৬ ঘণ্টা নোরাকে জেরা করল দিল্লি পুলিশ

জ্যাকলিনের পর ৬ ঘণ্টা নোরাকে জেরা করল দিল্লি পুলিশ
Key Highlights

পুলিশকে নোরা জানিয়েছে, সুকেশের সঙ্গে তাঁর কখনও দেখা হয়নি। পিঙ্কিকেও চেনেন না তিনি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে সুকেশের সঙ্গে যোগাযোগ হয়েছিল।

সুকেশ চন্দ্রশেখর তোলাবাজি মামলায় এবার অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের পর নায়িকা নোরা ফতেহিকে ছ’ঘণ্টা জেরা করল দিল্লি পুলিশের আর্থিক তছরুপ শাখা। সুকেশ চন্দ্রশেখর তোলাবাজির যে মামলায় জড়িত বলে অভিযোগ, সেই ঘটনাতেই বৃহস্পতিবার জেরা করা হল নোরাকে।

২০০ কোটি টাকা তোলাবাজির মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ঘটনায় মূল অভিযুক্ত সুকেশ। তদন্তে নেমে অভিনেত্রী জ্যাকলিনের বিরুদ্ধে অভিযোগ এনে চার্জশিট পেশ করেছে ইডি। ওই একই মামলায় নোরাকে এর আগে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। বৃহস্পতিবার তাঁকে জেরা করল দিল্লি পুলিশও। পুলিশ জানিয়েছে, জ্যাকলিনের সঙ্গে সরাসরি কোনও যোগ নেই নোরার। অন্যদিকে, বিশেষ কমিশনার রবীন্দ্র যাদব জানিয়েছেন, পিঙ্কি ইরানির সঙ্গে নোরাকেও জেরা করা হয়েছে। যদিও জ্যাকলিনের সঙ্গে নোরার কোনও যোগ নেই।

যদিও জেরায় নোরা দাবি করেছেন, সুকেশের সঙ্গে তাঁর কখনও দেখা হয়নি। পিঙ্কিকেও চেনেন না তিনি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে সুকেশের সঙ্গে যোগাযোগ হয়েছিল। এমনটাই বলছে দিল্লি পুলিশের একটি সূত্র। এর মধ্যেই নোরার বোনের স্বামী স্বীকার করেছে, তাঁকে ৬৫ লাখ টাকার বিএমডব্লিউ উপহার দিয়েছিলেন সুকেশ। তার সঙ্গে নোরার কী যোগ, তা-ও খুঁজে দেখছে দিল্লি পুলিশ।

প্রসঙ্গত, এই পিঙ্কিই কোটি টাকার বিনিময়ে সুকেশের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন জ্যাকলিনের বলে অভিযোগ। পুলিশের তরফে এ-ও জানানো হয়েছে, নোরাকে বেশ কিছু দামি উপহার দিয়েছিলেন সুকেশ। জ্যাকলিনকেও দামি উপহার দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।


Bangladesh | "হাসিনাকে ফেরানো হোক"- প্রধানমন্ত্রী মোদীকে "আনুষ্ঠানিক চিঠি" ইউনুস সরকারের
Ind vs SA | চোটের জন্যে নেই গিল-শ্রেয়স, ব্রাত্য সিরাজ-বুমরাহও! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলছেন কারা কারা?
Rafale Losses | ‘মাত্রাতিরিক্ত ভুল তথ্য’- ভারত-পাক সংঘর্ষ নিয়ে পাকিস্তানকে তুলোধোনা ফরাসি নৌসেনার
Weather Update | নিম্নচাপের জেরে নাজেহাল শীত, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Howrah | প্রবীণ নাগরিকদের জন্য ‘আশ্বাস’ স্কিম চালু হাওড়া গ্রামীণ পুলিশের, একটা কল করলেই পাবেন সাহায্য
Breaking News | ইথিওপিয়ার আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ঘুরিয়ে দেওয়া হলো ইন্ডিগোর ফ্লাইট!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo