দেশ

জ্যাকলিনের পর ৬ ঘণ্টা নোরাকে জেরা করল দিল্লি পুলিশ

জ্যাকলিনের পর ৬ ঘণ্টা নোরাকে জেরা করল দিল্লি পুলিশ
Key Highlights

পুলিশকে নোরা জানিয়েছে, সুকেশের সঙ্গে তাঁর কখনও দেখা হয়নি। পিঙ্কিকেও চেনেন না তিনি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে সুকেশের সঙ্গে যোগাযোগ হয়েছিল।

সুকেশ চন্দ্রশেখর তোলাবাজি মামলায় এবার অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের পর নায়িকা নোরা ফতেহিকে ছ’ঘণ্টা জেরা করল দিল্লি পুলিশের আর্থিক তছরুপ শাখা। সুকেশ চন্দ্রশেখর তোলাবাজির যে মামলায় জড়িত বলে অভিযোগ, সেই ঘটনাতেই বৃহস্পতিবার জেরা করা হল নোরাকে।

২০০ কোটি টাকা তোলাবাজির মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ঘটনায় মূল অভিযুক্ত সুকেশ। তদন্তে নেমে অভিনেত্রী জ্যাকলিনের বিরুদ্ধে অভিযোগ এনে চার্জশিট পেশ করেছে ইডি। ওই একই মামলায় নোরাকে এর আগে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। বৃহস্পতিবার তাঁকে জেরা করল দিল্লি পুলিশও। পুলিশ জানিয়েছে, জ্যাকলিনের সঙ্গে সরাসরি কোনও যোগ নেই নোরার। অন্যদিকে, বিশেষ কমিশনার রবীন্দ্র যাদব জানিয়েছেন, পিঙ্কি ইরানির সঙ্গে নোরাকেও জেরা করা হয়েছে। যদিও জ্যাকলিনের সঙ্গে নোরার কোনও যোগ নেই।

যদিও জেরায় নোরা দাবি করেছেন, সুকেশের সঙ্গে তাঁর কখনও দেখা হয়নি। পিঙ্কিকেও চেনেন না তিনি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে সুকেশের সঙ্গে যোগাযোগ হয়েছিল। এমনটাই বলছে দিল্লি পুলিশের একটি সূত্র। এর মধ্যেই নোরার বোনের স্বামী স্বীকার করেছে, তাঁকে ৬৫ লাখ টাকার বিএমডব্লিউ উপহার দিয়েছিলেন সুকেশ। তার সঙ্গে নোরার কী যোগ, তা-ও খুঁজে দেখছে দিল্লি পুলিশ।

প্রসঙ্গত, এই পিঙ্কিই কোটি টাকার বিনিময়ে সুকেশের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন জ্যাকলিনের বলে অভিযোগ। পুলিশের তরফে এ-ও জানানো হয়েছে, নোরাকে বেশ কিছু দামি উপহার দিয়েছিলেন সুকেশ। জ্যাকলিনকেও দামি উপহার দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।


RCB vs GT | শুরু হচ্ছে বিরাট-সিরাজ মহাদ্বৈরথ! একনজরে দুদলের সম্ভাব্য একাদশ
Train Ticket Cancel | এবার অনলাইনেও বাতিল করা যাবে টিকিট কাউন্টার থেকে কাটা ট্রেনের টিকিট!
Waqf Amendment Bill | লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল! এই ওয়াকফ বিল আসলে কী?
Siliguri Murder | বন্ধুদের সাথে বিরিয়ানি খেতে গিয়েছিল, শিলিগুড়ির জঙ্গলে মিললো নবম শ্রেণির ছাত্রীর মৃতদেহ !
Medical Students | হবু ডাক্তারদের মধ্যে বেড়েছে ড্রপ আউট-সুইসাইডের প্রবণতা! মারাত্মক তথ্য দিলো ন্যাশনাল মেডিক্যাল কমিশন
EPFO | লাভবান হবে ৭ কোটি মানুষ! ASACর মাধ্যমে এবার থেকে তোলা যাবে ৫ লক্ষ টাকা!
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!