আন্তর্জাতিক

Trump-Putin | 'আগামী দিনে ক্রেমলিন যেন আর যুদ্ধ না বাড়ায়', পুতিনকে ফোন করে বার্তা হবু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

Trump-Putin | 'আগামী দিনে ক্রেমলিন যেন আর যুদ্ধ না বাড়ায়', পুতিনকে ফোন করে বার্তা হবু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের
Key Highlights

ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হওয়ার পরই পুতিনকে ফোন করে যুদ্ধ না বাড়ানোর আবেদন জানিয়েছেন।

প্রায় দু বছর ধরে চলেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তবে সেই যুদ্ধ থামাতে ভ্লাদিমির পুতিনকে বার্তা দিলেন সদ্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। জানা গিয়েছে, ফ্লোরিডায় নিজের বিলাসবহুল বাংলো থেকেই রিপাবলিকান নেতা ফোন করেন রুশ প্রেসিডেন্টকে। তাঁকে বলেন, ক্রেমলিন যেন আগামী দিনে যুদ্ধের ঝাঁজ না বাড়ায়। ওই ফোনালাপেই ট্রাম্প পুতিনকে মনে করিয়ে দেন, ইউরোপেও মার্কিন সেনাবাহিনি যথেষ্ট সক্রিয়। তবে দুই রাষ্ট্রনেতার এই আলোচনার খবর সরকারিভাবে প্রকাশ করা হয়নি।