Naushad Siddiqui : অবশেষে জামিন, ৪০ দিনের মাথায় মুক্তি নওশাদের

Thursday, March 2 2023, 11:46 am
highlightKey Highlights

৪০ দিন পর সিদ্দিকীর জামিন দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।


বিধায়ক নওশাদ সিদ্দিকির জামিনের আবেদনের ভিত্তিতে কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে গতকাল শুনানি চলছিল এবং তখনই বিচারপতির প্রশ্নবাণে বিদ্ধ হয় রাজ্য।

অবশেষে ৪০ দিন জেল হেফাজতে থাকার পর বৃহস্পতিবার সেই বিচারপতিই আইএসএফ বিধায়কের জামিন মঞ্জুর করলেন। এদিন আদালত রাজ্য জানিয়েছে, “পুলিশকে সরাসরি মারতে বলেছেন নওশাদ সিদ্দিকি বা সরাসরি শারীরিক নিগ্রহের ঘটনায় যুক্ত তিনি, এই মর্মে এখনও কোনও ভিডিও ফুটেজ আমরা পাইনি।”

এই মর্মে রাজ্যের আবেদন অনুযায়ী আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে জামিন পেলেও নিউ মার্কেট থানা এলাকায় যাতে আগামী ১৫ দিন নওশাদকে ঢুকতে না দেওয়া হয়। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কেস ডায়রি থেকে এখনও পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি। আদালতের নির্দেশ, নওশাদকে তদন্তে সহযোগিতার জন্য যদি তদন্তকারী আধিকারিককে ডাকলে যেতে হবে তাঁকে। এদিন মোট ৬৫ জন মামলাকারীর মধ্যে ৬৪ জনের জামিনের আবেদন মঞ্জুর করল আদালত। কোনও শর্ত ছাড়াই জামিনের আবেদন মঞ্জুর করে আদালত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File