Covid-19 Scare : ফের ফিরে এল মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্ব !

Thursday, December 22 2022, 10:10 am
highlightKey Highlights

সংসদে টানা ১৫ দিন শীতকালীন অধিবেশন চলার পরে আজ সব মন্ত্রীর পরণে মাস্ক, তবে কি আবার চোখ রাঙাচ্ছে মারণ করোনা ভাইরাস?


কেটে গেছে ১৫দিন। ৭ই ডিসেম্বর, ২০২২ (বুধবার) শুরু হয়েছিল সংসদের চলতি শীতকালীন অধিবেশন। ভারত সরকারের পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৯০ শতাংশেরও বেশি জনগণ করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি পেতে ২টি টিকা নিলেও এখনও পর্যন্ত তৃতীয় টিকা বা বুস্টার নিয়েছেন মাত্র ২৭ শতাংশ। ফলবশত, অতিমারি বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য অনুয়ায্যি, আমরা এখনও  মাস্ক পরা নিয়ে শিথিলতার কোনও জায়গায় আসিনি।

PM Modi, MPs wear masks amid concerns of a rise in Covid-19 cases globally
PM Modi, MPs wear masks amid concerns of a rise in Covid-19 cases globally

প্রসঙ্গত উল্লেখ্য, চিনে নতুন করে করোনা সংক্রমণের স্ফীতির জেরে সংসদের শীতকালীন অধিবেশনে আবার ফিরে এসেছে ফেস মাস্ক। বৃহস্পতিবার অর্থাৎ আজ রাজ্যসভার অধ্যক্ষ তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়, লোকসভার স্পিকার ওম বিড়লার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বস্ত্রমন্ত্রী পীযূষ গয়াল-সহ অনেক মন্ত্রীকেই মাস্ক পরে সাংসদের শীতকালীন অধিবেশনে অংশ নিতে দেখা গিয়েছে। 

Covid-19 Protocol
Covid-19 Protocol

ঘটনাচক্রে, আজ থেকে ঠিক ২ দিন আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতকে চিঠি লিখে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) করোনাবিধি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। 

Rahul Gandhi's 'Bharat Jodo Yatra' To Reach Milestone Of 1000 Kilometres On Saturday
Rahul Gandhi's 'Bharat Jodo Yatra' To Reach Milestone Of 1000 Kilometres On Saturday




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File