রাজ্যসুখবর! রাজ্যে রং কারখানা স্থাপন করতে চলেছে আদিত্য বিড়লা গোষ্ঠী, রয়েছে বৃহৎ কর্মসংস্থানের সম্ভাবনা
গত ৪ঠা অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আদিত্য বিড়লা গোষ্ঠী একটি লিখিত প্রস্তাব দিয়ে জানিয়েছেন, তারা পশ্চিমবঙ্গে একটি রং কারখানা স্থাপন করতে চায়। এই প্রস্তাবের প্রেক্ষিতে শিল্প গোষ্ঠীর কার্যনির্বাহী সভাপতি সুনীল বজাজ ও মুখ্য প্রধান পরিচালন আধিকারিক অজিত কুমার নবান্নে মুখ্যসচিবের সাথে বৈঠক করেছেন। সূত্রের খবর, আনুমানিক ১০০০ কোটি বিনিয়োগে খড়্গপুর বিদ্যাসাগর শিল্পতালুরে ৮০ একর জমির ওপর আদিত্য বিড়লা গোষ্ঠী রং কারখানা স্থাপন করতে চলেছে। সেখানে সরাসরি কর্মসংস্থান হবে ৬০০ লোকের; পরোক্ষেভাবে আরও দেড় হাজার মানুষ চাকরি পাবেন।