Darjeeling | গ্লেনারিজ-এর পর এবার বন্ধ হয়ে গেল দার্জিলিংয়ের রক গার্ডেন, মনখারাপ পর্যটকদের

Thursday, December 11 2025, 4:48 am
highlightKey Highlights

বুধবার বন্ধ হয়ে গেল দার্জিলিংয়ের জনপ্রিয় পর্যটনস্থল রক গার্ডেন।


অক্টোবরে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছিল পার্বত্য শহর দার্জিলিং। ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট। সেই সময়েই টাইগার হিল, রক গার্ডেন-সহ প্রায় সমস্ত জনপ্রিয় পর্যটনস্থল বন্ধ করে দেওয়া হয়েছিল। একে একে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলি খুলে গিয়েছে। তবে রাস্তাঘাটের অবস্থা এখনও শোচনীয়। প্রশাসন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, বুধবার থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত রক গার্ডেন বন্ধ থাকবে। এই সময়ে রাস্তা মেরামতির কাজ চলবে। উল্লেখ্য, মঙ্গলবার বন্ধ হয়েছে দার্জিলিংয়ের জনপ্রিয় নাইট ক্লাব গ্লেনারিজ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File