Messi in Mumbai | মুম্বাইয়ে মেসির পাশে ‘মাস্টার ব্লাস্টার’-‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’, শচীনকে কী দিলেন LM10?

Sunday, December 14 2025, 4:11 pm
highlightKey Highlights

মেসি মাঠে আসার প্রায় আধঘণ্টা পর ‘মাস্টার ব্লাস্টার’ সচিনও হাজির হন এবং মেসি, লুইস সুয়ারেজ় ও রদ্রিগো দে পলের সঙ্গে কথা বলেন।


রবির সন্ধ্যায় জমজমাট মায়ানগরী মুম্বই। এদিন গোট ট্যুরের মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছন আর্জেন্তাইন সুপারস্টার। ওয়াংখেড়েতে অনুষ্ঠানের শুরুতেই নিজের হাতে দর্শকদের দিকে মেসির বল ছুড়ে দেন। আর এই আবহে শুরু হয় তাঁর সঙ্গে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রীর আলাপচারিতা। এর পর মেসির সঙ্গে দেখা হয় ক্রিকেটের মহারথী শচীন তেন্ডুলকরের। মেসি সহ সুয়ারেজ়, রদ্রিগো পলের সঙ্গেও কথা বলেন তিনি। মেসিকে তাঁর বিখ্যাত ওয়ানডে ক্রিকেটের ১০ নম্বর জার্সি উপহার দেন শচীন। বিনিময়ে তিনি উপহার পান একটি বিশ্বকাপ ফুটবল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File