লাইফস্টাইল

Aadhar Card | বাড়িতে বসে আধার কার্ড আপডেট করুন বিনামূল্যে! ১৪ই সেপ্টেম্বরের মধ্যে করা যাবে বিনামূল্যে আপডেট!

Aadhar Card | বাড়িতে বসে আধার কার্ড আপডেট করুন বিনামূল্যে! ১৪ই সেপ্টেম্বরের মধ্যে করা যাবে বিনামূল্যে আপডেট!
highlightKey Highlights

বিনামূল্যে আধার কার্ড আপডেট করার মেয়াদ বৃদ্ধি করলো কর্তৃপক্ষ। ১৪ই সেপ্টেম্বরের মধ্যে করা যাবে বিনামূল্যে আপডেট।

বর্তমানে আধার কার্ড হলো প্রত্যেক ভারতবাসীর সবথেকে দরকারি নথি। আধার কার্ড থাকা বাধ্যতামূলক। এই নথি আবার সময় মতো আপডেটও করতে হয়। তবে অনেক সময়ই এই আপডেট করার জন্য গুনতে হয় টাকা। এবার এক্ষেত্রে বিশেষ সুবিধা ইউআইডিএআই (UIDAI)।

আগামী ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করার সুযোগ দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে আপনি কোনও রকম ফি ছাড়াই আধার আপডেট করতে পারবেন। উল্লেখ্য, যাদের ১০বছরেরও বেশি সময় ধরে আধার কার্ড আপডেট করা নেই তাদের অবিলম্বে আধার কার্ড আপডেট করার পরামর্শ দেওয়া হচ্ছে কর্তৃপক্ষ থেকে।

কীভাবে বিনামূল্যে আধার কার্ড আপডেট করবেন? | How to Update Aadhar Card?

আপনি যদি বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে চান তাহলে অনলাইনেই তা করতে পারবেন। অফলাইন আধার কেন্দ্রে গিয়ে আধার বিবরণ আপডেট করার জন্য ফি দিতে হবে।

  • বিনামূল্যে আধার আপডেট করা জন্য প্রথমে আধার ওয়েবসাইটে https://myaadhaar.uidai.gov.in/ এ যান।
  • এরপর লগইন করে নাম, লিঙ্গ, জন্ম তারিখ ও ঠিকানা বিকল্প নির্বাচন করুন।
  • এরপর আধার কার্ড আপডেটের বিকল্পটি নির্বাচন করুন।
  • পরবর্তী ধাপে ঠিকানা বা অন্যান্য তথ্য আপডেট করার বিকল্পটি নির্বাচন করুন।
  • এরপর স্ক্যান কপি আপলোড করে জনসংখ্যার তথ্য আপলোড করুন।

সিএসসি আপডেট : ইউআইডিএআই ওয়েবসাইট অনুসারে, আধার কার্ডের তথ্য ঠিক রাখতে বিনামূল্যে কার্ড আপডেট করার জন্য এই ওয়েবসাইটে https://myaadhaar.uidai.gov.in যেতে হবে। এছাড়া আধার কেন্দ্রে গিয়ে আপডেট করার ক্ষেত্রে ২৫টাকা দিতে হবে।

উল্লেখ্য,আপনি যখন আধার কার্ডে সফলভাবে ঠিকানা পরিবর্তন করার অনুরোধ জমা দেবেন, তখন আপনাকে একটি ইউআরএন নম্বর দেওয়া হবে। এটি আপনার স্ক্রিনে দেখতে পারবেন। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে এই নম্বর পাঠানো হবে। https://ssup.uidai.gov.in/checkSSUPStatus/checkupdatestatus - লিংকে গিয়ে আপনার আধার কার্ড আপডেটের স্থিতি ট্র্যাক করতে পারবেন।

উল্লেখ্য, এর আগে ১৪ ই জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সুবিধা চালু করা হয়েছিল যা ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।


Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Myanmar Update | ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, তছনছ জনজীবন, গৃহযুদ্ধে বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের
Kolkata Metro | ঈদের দিন বন্ধ থাকবে একগুচ্ছ মেট্রো, কোন রুটে কেমন থাকবে পরিষেবা? দেখে নিন একনজরে
Gold Rate | পয়লা বৈশাখের আগেই শিখর ছুঁই ছুঁই সোনার দাম! বেড়েছে রুপোলি ধাতুর দরও
Train Cancelled | হাওড়ার খড়গপুর ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন! ভোগান্তি যাত্রীদের
UPI | ব্যবহার করেন না UPI অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর? ১লা এপ্রিলের আগে সতর্ক হন! নাহলে বন্ধ হবে অ্যাকাউন্ট!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo