বাণিজ্য

UPI Adani Group | Google Pay,Paytm-কে টেক্কা দিতে UPI-র বাজারে আসছে আদানি গ্রূপ!

UPI Adani Group | Google Pay,Paytm-কে টেক্কা দিতে UPI-র বাজারে আসছে আদানি গ্রূপ!
Key Highlights

প্রতি মাসেই ইউপিআই-এর লেনদেন নয়া রেকর্ড গড়ছে। তবে এবার সবচেয়ে ব্যবহৃত UPI কোম্পানিগুলিকে টেক্কা দিতে বাজারে কোম্পানি আনছে আদানি গ্রুপ। ইউপিআই জগতে মেগা এন্ট্রি নিতে চলেছে আদানি গ্রুপ।

দেশের বেশিরভাগ মানুষই এখন UPI ব্যবহার করেন। ডিজিটাল যুগে ফোনপে (PhonePe), গুগল পে (Google Pay), পেটিএমের (Paytm) এখন রয়েছে সকলের ফোনে। প্রতি মাসেই ইউপিআই-এর লেনদেন নয়া রেকর্ড গড়ছে। তবে এবার সবচেয়ে ব্যবহৃত UPI কোম্পানিগুলিকে টেক্কা দিতে বাজারে কোম্পানি আনছে আদানি গ্রুপ। ইউপিআই জগতে মেগা এন্ট্রি নিতে চলেছে আদানি গ্রুপ।  জানা গিয়েছে,আদানি গ্রুপ এই বিষয়ে কোনো মুখ না খুললেও, এক রিপোর্ট প্রকাশ্যে আসার পর জানা গিয়েছে আদানি গ্রুপ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) এর লাইসেন্সের জন্য আবেদন করার চিন্তা ভাবনা করছে। 

UPI কোম্পানি খুলবে আদানি :

জানা গিয়েছে, গৌতম আদানি ই-কমার্স কোম্পানি (e commerce companies) এবং ফিনান্স সেক্টরে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে। আদানি গ্রুপ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) এর লাইসেন্সের জন্য আবেদন করার চিন্তা ভাবনা করছে বলে জানা গিয়েছে। এর দ্বারা আদানি কোম্পানির তালিকা (adani companies list) বৃদ্ধিও পাবে। একইসঙ্গে গোষ্ঠীটি কো-ব্র্যান্ডেড আদানি ক্রেডিট কার্ডের জন্য ব্যাঙ্কগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছে বলেও দাবি করা হয়েছে। যদিও গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে আদানি গ্রুপ। বিশেষজ্ঞরা মনে করছেন, রিপোর্টকে সত্যি বলে ধরা হলে, গুগল পে, পেটিএমের মতো কোম্পানি আদানি গ্রুপের সামনে কড়া টক্করের মুখে পড়তে পারে।

আদানি গ্রুপ ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স অর্থাৎ ONDC- এর মাধ্যমে অনলাইন শপিং অফার করার ক্ষেত্রে আলোচনা করছে। এই ONDC হল একটি সরকার সমর্থিত ই-কমার্স প্ল্যাটফর্ম। জানা গিয়েছে, এই প্ল্যাটফর্ম থেকে কেনাকাটা করতে, একটি পেমেন্ট অ্যাপ থাকা প্রয়োজন। আদানি গ্রুপের পরিকল্পনা সফল ভাবে রূপ পেলে, পরিষেবাগুলি গ্রাহকদের জন্য উপলব্ধ হবে গ্রাহক অ্যাপ আদানি ওয়ানের মাধ্যমে।

এই সেক্টরের সঙ্গে জড়িত ব্যক্তিরা জানাচ্ছেন, UPI এর জগতে এন্ট্রি নিলেও এই ময়দান আদানির জন্য সহজ হবে না। বরং তাদের নিজেদের গ্রাহক সংখ্যা বৃদ্ধির লড়াই করতে আছে। বর্তমানে গুগল পে, ফোনপে দেশের UPI মার্কেটের বড় অংশ দখল করে নিয়েছে। আবার অন্যদিকে, পেটিএম ও টাটার মতো কোম্পানি ONDC-এর মাধ্যমে মুদি এবং ফ্যাশনক্ষেত্রেও শিপিংয়ের সুবিধা দেয়। এক্ষেত্রে বিভিন্ন ক্রেডিট কার্ড কোম্পানিগুলো একটি নির্দিষ্ট ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব বা টাই-আপ হিসেবে একটি কার্ড লঞ্চ করে। এই কার্ডগুলো ওই নির্দিষ্ট ব্র্যান্ডের কেনাকাটায় অন্য কার্ডের তুলনায় বেশি পরিমাণে রিওয়ার্ডস পয়েন্ট, ক্যাশ ব্যাক অফার সহ নানা সুবিধা দেয়। এক্ষেত্রে আদানি কি করবে তাই দেখার। 


R G Kar | সেমিনার রুমে মেলেইনি 'তিলোত্তমা' ও সঞ্জয়ের পায়ের ছাপ? দু’টি সম্ভাবনা থাকতে পারে বলে অনুমান সিবিআইয়ের
R G Kar | 'চাপ দেওয়া হয়েছিল', পুলিশের টাকার দেওয়ার প্রস্তাব নিয়ে মুখ খুললেন আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবা
Supreme Court | আগামীকাল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি স্থগিত! কেবল রিপোর্ট জমা দেবে সিবিআই
Aparajita Bill | ধর্ষণ বিরোধী 'অপরাজিতা বিলে' সম্পূর্ণ সমর্থন বিজেপির, ‘ঐতিহাসিক দিন' বললেন মুখ্যমন্ত্রী
আরজি কর কান্ড-কলকাতা 'সিটি অব জয়' না 'সিটি অব ভয়'? প্রশ্ন জনতার । ফের সঞ্জয় রায়ের জেল হেফাজত!
ঢাকার নবাব  খাজা সলিমুল্লাহের জীবনী, Biography of  Khwaja Salimullah in Bengali
ড: সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জীবনী রচনা | Sarvepalli Radhakrishnan Biography, Quotes, Photos in Bengali