সেলিব্রিটি

ভেন্টিলেশনে জীবন-মরণ লড়াই করছে ঐন্দ্রিলা শর্মা, অভিনেত্রীর বদলে নয়া অভিনেত্রীকে নিয়েই শ্যুটিং শুরু গোয়ায়

ভেন্টিলেশনে জীবন-মরণ লড়াই করছে ঐন্দ্রিলা শর্মা, অভিনেত্রীর বদলে নয়া অভিনেত্রীকে নিয়েই শ্যুটিং শুরু গোয়ায়
Key Highlights

গোয়ায় একটি ওয়েব সিরিজের শ্যুটিংয়ে যাওয়ার কথা ছিল ঐন্দ্রিলার। শ্যুটিং ক্যানসেল করলে বড়সড় ক্ষতির হবে প্রযোজনা সংস্থার তাই অভিনেত্রীকে ছাড়াই শ্যুটিং শুরু হল

কেটে গিয়েছে প্রায় ৭২ ঘণ্টা, তবে এখনও জ্ঞান ফেরেনি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। এখনও আচ্ছন্ন অবস্থায় আছেন অভিনেত্রী। শুক্রবার হাসপাতাল সূত্রের খবর, তিনি এখনও ভেন্টিলেশনে রয়েছেন। তবে চিকিৎসকেরা ধীরে ধীরে ভেন্টিলেশন থেকে তাঁকে বের করে আনার চেষ্টা করছেন। আজ সেই উদ্দেশ্য নিয়েই ট্র্যাকিওস্টমি করা হয়েছে নায়িকার। ঐন্দ্রিলার অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন টলিউডের তারকারা থেকে শুরু করে তাঁর কাছের মানুষ সব্যসাচী চৌধুরী। শুক্রবার ঐন্দ্রিলাকে নিয়ে একটি পোস্ট করেছিলেন অভিনেতা।

গোয়ায় যে শ্যুটিংয়ে যাওয়ার কথা ছিল ঐন্দ্রিলার, অভিনেত্রীকে ছাড়াই সেই শ্যুটিং শুরু হয়েছে

পরিবার সূত্রে জানা যায় যে, একটি ওয়েব সিরিজের শ্যুটিংয়ে গোয়া যাওয়ার কথা ছিল ঐন্দ্রিলার। কিন্তু মঙ্গলবার হঠাৎই তাঁর ডান হাত অসাড় হয়ে যায়, সেখান থেকে দুই পা। বমি করতে শুরু করেন তিনি। সে সময় সঙ্গে ছিলেন ঐন্দ্রিলার মা। তিনি তড়িঘড়ি খবর দেন সব্যসাচীকে, তিনি এসে হাসপাতালে নিয়ে যান অভিনেত্রীকে। হাওড়ার এক বেসরকারি হাসপাতালে পৌঁছানো মাত্র মস্তিষ্কে অস্ত্রোপচার হয় তাঁর। ব্রেন স্ট্রোক হয়ে ব্রেনে রক্তক্ষরণ শুরু হয়েছিল তাঁর। এরপর থেকে ভেন্টিলেশনে রয়েছেন নায়িকা।

শুক্রবার সকালে সবস্যাচী লিখেছেন, 'ঐন্দ্রিলার বিষয়ে অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন। কিছু নিম্নমানের তথাকথিত মিডিয়ার ভুয়ো খবরে নিজেদের বিভ্রান্তি বাড়াবেন না অথবা ওর বাড়ির লোককে বিরক্ত করবেন না। আমি এখনও অবধি কোনও সংবাদমাধ্যমের সাথে যোগাযোগ করিনি, সাক্ষাৎকার দিইনি, দেবও না। শুধু জেনে রাখুন, মেয়েটা লড়ে যাচ্ছে, সাথে লড়ছে একটা গোটা হাসপাতাল। নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এর অন্যথা কিছু হবে না।'

গোয়ায় যে শুটিং হওয়ার কথা ছিল সেখানে অভিনেত্রী যাওয়ার আগেই অনেকে পৌঁছে গিয়েছিলেন সেখানে। শ্যুটিং ক্যানসেল করলে বড়সড় ক্ষতির মুখে পড়তেন প্রযোজনা সংস্থা, এছাড়াও বাকিদেরও সময় নেওয়া আছে, তাই সবদিক ভেবেই শ্যুট শুরু করেছেন তাঁরা। যদিও ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে যে, অনেকেই এই সিদ্ধান্তে অখুশি। শোনা যাচ্ছে ঐন্দ্রিলার বদলে অন্য অভিনেত্রীর সঙ্গেও কথা হয়ে গেছে প্রযোজনা সংস্থার। ঐন্দ্রিলা সুস্থ হয়ে সেটে ফিরুক এই প্রার্থনাই করছে টলিউডের তাঁর সহকর্মী থেকে শুরু করে ভক্তরা।



Sourav Ganguly | ৬ বছর পর CAB প্রেসিডেন্ট পদে ফিরলেন মহারাজ, ফের ক্রিকেট প্রশাসনে সৌরভ গঙ্গোপাধ্যায়
Ukraine | ৩৬১টি ড্রোন নিয়ে রাশিয়ার তৈল শোধনাগারে হামলা চালাল ইউক্রেন, পুড়ে ছাই ফ্যাক্টরি
Mimi Chakraborty | বেটিং কাণ্ডে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব ED-র! স্ক্যানারে রয়েছেন উর্বশীও
Earthquake In Assam | অসম-সহ গোটা উত্তরবঙ্গ কাঁপলো ভূমিকম্পে, মৃদু কম্পন অনুভূত হল কলকাতাতেও
Krishnanagar | খাবার পেয়েই মুখ খুললো দেশরাজ! কৃষ্ণনগরের ঈশিতা মল্লিক ‘খুনে’ ব্যবহৃত অস্ত্র উদ্ধার পুলিশের
Breaking News | খাবার পেয়েই মুখ খুললো দেশরাজ! কৃষ্ণনগরের ঈশিতা মল্লিক ‘খুনে’ ব্যবহৃত অস্ত্র উদ্ধার পুলিশের
Sir Mokshagundam Visvesvaraya | ভারতের সিভিল ইঞ্জিনিয়ারিং-র 'জনক' স্যার মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরায়! তাঁর জন্মবার্ষিকীতে এদিন পালন হয় ‘ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে'!