বিনোদন

Aindrila Sharma: ঐন্দ্রিলার চিকিৎসায় সাড়া! শীঘ্রই ভেন্টিলেটর সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত

Aindrila Sharma: ঐন্দ্রিলার চিকিৎসায় সাড়া! শীঘ্রই ভেন্টিলেটর সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত
Key Highlights

এখন কেমন আছেন ঐন্দ্রিলা? লড়াকু অভিনেত্রীর সুস্থতা কামনা নেটিজেনদের .

১লা নভেম্বর মস্তিষ্কে স্ট্রোক হয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। ওইদিন আচমকাই তাঁর হাত অসাড় হয়ে গিয়েছিল। বমিও করছিলেন তিনি। এসেছিল ধুম জ্বর। নায়িকার স্বাস্থ্যের অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন্ধু সব্যসাচী চৌধুরীকে।

তড়িঘড়ি 'কাছের মানুষ'-কে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপরেই। হাওড়ার বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা জানান, ব্রেন স্ট্রোক হয়েছে ঐন্দ্রিলা। সেই থেকে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন 'জীবন জ্যোতি' খ্যাত অভিনেত্রী। চিকিৎসায় সাড়া দিচ্ছেন দু'বারের ক্যানসারজয়ী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সোমবারও ভেন্টিলেশনে রয়েছেন তিনি। 

হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে অভিনেত্রীর সংক্রমণ অনেকটাই কমেছে। বিষয়টিকে ভালো লক্ষণ হিসেবেই দেখছেন চিকিৎসকরা। এখন আর জ্বর আসছে না তাঁর। এদিনই শেষবার ৯৯ পর্যন্ত জ্বর এসেছিল তাঁর । এইসব বিষয়গুলিকে ইতিবাচক মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তাঁকে।

ঐন্দ্রিলা বাঁ-দিকের হাত নাড়াচ্ছেন। চিকিৎসকদের দাবি, তাঁর দেহের বাঁ-দিকে সাড় ফিরে এসেছে। ভেন্টিলেশনের সাপোর্টও কমানো হয়েছে। অভিনেত্রীর রক্তচাপ এবং অক্সিজেনের মাত্রা স্বাভাবিক। তবে স্নায়ুর অবস্থা একইরকম। ৫ই নভেম্বর ট্র্যাকিওস্টমি করা হয়েছে ঐন্দ্রিলা শর্মার। ধীরে ধীরে তিনি সেড়ে উঠছেন বলেই মনে করছেন চিকিৎসকরা। ৪ঠা নভেম্বর মেয়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে জানান নায়িকার মা শিখা শর্মা। 


Zoharan Mamdani | জেলবন্দি উমর খালিদের জন্য চিঠি লিখে পাঠালেন নিউ ইয়র্ক সিটির মেয়র জ়োহরান মামদানি!
Lionel Messi | শুরু হলো মেসিকান্ডে টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া, রেকর্ড হবে দর্শকদের বয়ান!
Nandini Chakraborty | রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন নন্দিনী চক্রবর্তী! নতুন দায়িত্বে বিদায়ী মনোজ পন্থ
Weather Update | বছরের শেষ দিনে থাবা বসাচ্ছে শীত, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Indian Railway | ১লা জানুয়ারি থেকে বদলাচ্ছে একাধিক লোকাল ট্রেনের সময়, বাড়ছে রুট!
Delhi | নিউ ইয়ারের আগেই ‘অপারেশন আঘাত’! রাজধানীতে গ্রেপ্তার ২৮৫, উদ্ধার বহু অস্ত্র ও মাদক
Rajganj BDO | ব্যবসায়ী অপহরণ খুনে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি বিধাননগর কমিশনারেটের!