আবহাওয়া

West Bengal Weather | স্বস্তির আভাস বঙ্গে! ৫০ থেকে ৬০ কিমি বেগের হাওয়ার সঙ্গে বৃষ্টি দক্ষিণবঙ্গে!

West Bengal Weather | স্বস্তির আভাস বঙ্গে!  ৫০ থেকে ৬০ কিমি বেগের হাওয়ার সঙ্গে বৃষ্টি দক্ষিণবঙ্গে!
Key Highlights

বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢোকায় তৈরি হয়েছে বৃষ্টির অনুকূল পরিস্থিতি। শনিবার থেকেই একাধিক জেলায় বৃষ্টি নামতে পারে। সোমবার থেকে হবে টানা বর্ষণ।

তাপপ্রবাহ এবং তীব্র গরম অবশেষে মিলবে স্বস্তি। বদল আসবে পশ্চিমবঙ্গ আবহাওয়ায় (west bengal weather)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার বিকেলের পর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা।  বঙ্গোপসাগর থেকে ইতিমধ্যেই ঢুকছে বহু কাঙ্ক্ষিত জলীয় বাষ্প। তার জেরেই দেখা যাচ্ছে বৃষ্টির আশা। শনিবার থেকেই বৃষ্টি হবে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (west bengal weather news)। শনিবার ও রবিবার কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আর সোমবার থেকে হবে একটানা বৃষ্টি।

কবে কোথায় বৃষ্টির পূর্বাভাস?

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (west bengal weather report) অনুযায়ী, শনিবার সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। এরপর সোম ও মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (west bengal weather news)। অন্যদিকে,শনি ও রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং- এ। ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

 রবিবার পর্যন্ত কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা  থাকলেও সোম থেকে বৃহস্পতি, সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (west bengal weather report) অনুযায়ী, সোমবার থেকে ৩-৪ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। এদিকে সোম-মঙ্গল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করছে আবহাওয়া দফতর। ঝোড়ো হাওয়ায় সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে।  সেই সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। তবে আবহাওয়াবিদরা বলছেন, আর্দ্রতা বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরমও বাড়বে।

শনিবার রাজ্যের মধ্যে রেকর্ড তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গের কলাইকুন্ডাতে। এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। আর উত্তরবঙ্গে রেকর্ড তাপমাত্রা ছিল রায়গঞ্জে,  ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণাবর্ত রয়েছে অসম ও উত্তরবঙ্গে। ছত্তিশগড় থেকে রায়েল সীমা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা তেলেঙ্গানার উপর দিয়ে গিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের স্পেল রবিবার পর্যন্ত। পশ্চিমের ৯ জেলায় তাপপ্রবাহ। বাকি জেলায় গরম ও অস্বস্তি বজায় থাকবে। তাপপ্রবাহের প্রভাব বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। বেলা বাড়লে জেলাগুলিতে রীতিমতো লু বইবার সম্ভাবনা। তবে হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢোকায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণেই পশ্চিমবঙ্গ আবহাওয়া (west bengal weather) বদল।  ধীরে ধীরে কমবে পশ্চিমা গরম বাতাসের দাপট। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার থেকে রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে ঝোড়ো হাওয়া।

রবিবার থেকেই তাপমাত্রার পরিবর্তন ঘটবে। কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও তীব্র গরমের অস্বস্তি থেকে রেহাই মিলবে। শনি ও রবিবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ। এই দুদিন ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রবিবার থেকেই ঝড়বৃষ্টি হওয়ার কথা। বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দুই দিনাজপুর এবং মালদহে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গল থেকে বৃষ্টি হতে পারে এই তিন জেলাতেও। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। 

প্রসঙ্গত, বৃহস্পতি ও শুক্রবার তাপপ্রবাহের কবল থেকে মুক্ত ছিল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গেও কমেছে গরমের দাপট। বিগত কয়েকদিন ধরে প্রচন্ড গরমে নাভিশ্বাস উঠেছিল রাজ্যবাসীর। রোজই নতুন নতুন রেকর্ড গড়ছিল পারদ। চাতকের মতো একটু বৃষ্টির অপেক্ষা করছিলেন সকলে। দীর্ঘ দহন জ্বালা কাটিয়ে অবশেষে মিলল সুখবর।