আবহাওয়া

West Bengal Weather | মঙ্গলবার থেকে ফের বাড়বে তাপমাত্রার পারদ! তবে দেরিতে বিদায় নেবে বর্ষা! পুজোতে কেমন থাকবে আবহাওয়া?

West Bengal Weather | মঙ্গলবার থেকে ফের বাড়বে তাপমাত্রার পারদ! তবে দেরিতে বিদায় নেবে বর্ষা! পুজোতে কেমন থাকবে আবহাওয়া?
Key Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া আপডেট অনুযায়ী, মঙ্গলবার থেকে কিছুটা কমতে চলেছে বৃষ্টির পূর্বাভাস। বাড়বে তাপমাত্রা, আদ্রতাজনিত অস্বস্তি। পুজোতে কেমন আবহাওয়া থাকবে তার আন্দাজ দিলেন আবহাওয়াবিদরা।

সপ্তাহের শুরুতেও থামেনি বর্ষণের দাপট। দক্ষিণে নিম্নচাপের জেরে এখনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে বলে খবর। এদিন, সপ্তাহের শুরুতে সোমবার, দক্ষিণবঙ্গের কোথাও কোথাও মেঘলা আকাশ আবার কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে।  তবে জলীয় বাষ্প থাকায় বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে। তবে আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাও থাকছে। পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী, আগামীকাল, মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে দক্ষিণবঙ্গে, বাড়বে তাপমাত্রাও। শুক্রবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এদিন কলকাতায় মূলত মেঘলা আকাশই থাকবে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরজুড়ে। যদিও পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী,  মঙ্গলবার থেকে বৃষ্টি অনেকটাই কমতে পারে। যার ফলে ক্রমশ বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৩ থেকে ৯৬ শতাংশ।

হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), হুগলি (Hooghly), হাওড়াতে (Howrah) বেশ কয়েক দফায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে। তবে গাঙ্গেও পশ্চিমবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে পূর্বাভাস। আগামিকাল এবং পরশু বৃষ্টি জারি থাকতে পারে কলকাতা ও আশেপাশের অঞ্চলে। এদিন কলকাতা সংলগ্ন দমদম এলাকাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে।

পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী, উত্তরবঙ্গের  পার্বত্য এলাকায় কিছুদিন বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। বুধবার থেকে হাওয়া বদল হবে। মালদা এবং দুই দিনাজপুরে আগামী ২৪ ঘন্টায় বছর বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে উত্তরবঙ্গের মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে এবং ফিরবে অস্বস্তি।

সব মিলিয়ে হাওয়া অফিস জানিয়েছে, দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হচ্ছে। সোমবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করবে পশ্চিম রাজস্থান থেকে। তবে উত্তরে আন্দামান সাগরে আগামী শুক্রবার তৈরি হবে ঘূর্ণাবর্ত। জানা গিয়েছে, এই ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে নিম্নচাপে পরিণত হবে। যা ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা সেদিকে নজর রাখছে আবহাওয়া দফতর। মৌসুমী অক্ষরেখা হুগলির উপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তরপ্রদেশ থেকে একটি অক্ষরেখা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বৃহস্পতিবার থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি বাড়বে। পরবর্তী দু-তিন দিনে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো হাওয়া সঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। বিহার, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্রিশগড়, ঝাড়খন্ড, ওড়িশাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভালো পরিমাণ বৃষ্টির পূর্বাভাস রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল এবং কেরল ও মাহেতে।

পশ্চিমবঙ্গ আবহাওয়া সম্পর্কে আরও পড়ুন : কয়েক বছরের মধ্যেই একের পর এক ঘূর্ণিঝড়ে ফুঁসবে গঙ্গা!

প্রসঙ্গত, চলতি বছর দেরিতে প্রবেশ করেছে বর্ষা। তারপর জুকায় অগাস্ট মাসে সেভাবে বৃষ্টিও হয়নি দক্ষিণবঙ্গে। তবে বর্তমানে যে হারে লাগাতার বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে তাতে যেমন দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতি কমেছে তেমনই বাঙালির মনে জেগেছে আশঙ্কা। বর্তমানের আবহাওয়া দেশে সবারই একটাই প্রশ্ন, পুজোতেও কি বৃষ্টি হবে?এই প্রসঙ্গে আবহাওয়াবিদরা পুজোর দিনগুলোর আবহাওয়ার পূর্বাভাস দিতে না পারলেও, বৃষ্টি যে কমবে, তা জানিয়ে দিয়েছেন। তবে এটাও স্পষ্ট যে এখনই মৌসুমী বায়ু সরছে না। বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশিই থাকবে। প্যাচপ্যাচে গরমের সঙ্গে স্যাঁতস্যাঁতে আবহাওয়া আরও কয়েকদিন থাকবে।