আবহাওয়া

West Bengal Weather | বিশ্বকর্মা পুজোয় আকাশে সেভাবে উড়লো না ঘুড়ি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস! গণেশ চতুর্থীতেও বর্ষণে ভিজবে দক্ষিণবঙ্গ!

West Bengal Weather | বিশ্বকর্মা পুজোয় আকাশে সেভাবে উড়লো না ঘুড়ি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস! গণেশ চতুর্থীতেও বর্ষণে ভিজবে দক্ষিণবঙ্গ!
Key Highlights

পশ্চিমবঙ্গর আবহাওয়া-র আপডেট অনুযায়ী, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে বঙ্গোপসাগরের উপর নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি নয়া সপ্তাহের শুরু থেকেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের বাড়বে বৃষ্টি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নতুন সপ্তাহের শুরুতেই বৃষ্টির ভ্রূকুটি। আজ, বিশ্বকর্মা পুজোর দিন সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা বা আংশিক মেঘলা। পশ্চিমবঙ্গর আবহাওয়া (West Bengal Weather) এর আপডেট অনুযায়ী, চলতি সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গ বং উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার ফলে বিশ্বকর্মা পুজোর দিন সেভাবে আকাশে দেখা যাচ্ছে না ঘুড়ি।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) সূত্রে খবর, এদিন এই আবহে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা সহ বিভিন্ন অঞ্চল বৃষ্টিতে ভিজতে পারে। পশ্চিমবঙ্গর আবহাওয়া (West Bengal Weather) অনুযায়ী, এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি বৃষ্টির সতর্কতা। জানা গিয়েছে, ওড়িশা (Odisha) এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে বঙ্গোপসাগরের উপর নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবেই বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলি।

মাঝে গত দিন দুয়েক বৃষ্টি হয়নি কলকাতা এবং দক্ষিণের জেলাগুলিতে। তবে পশ্চিমবঙ্গর আবহাওয়া (West Bengal Weather) আপডেট বলছে, ফের বৃষ্টির সম্ভাবনা বাড়তে চলেছে বঙ্গে। বিশ্বকর্মা পুজো অর্থাৎ আজ বাদেও ২০২৩ এর গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi 2023) দিন অর্থাৎ আগামীকালও ভালো রকম বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), হুগলি (Hooghly), হাওড়াতে (Howrah) বেশ কয়েক দফায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে কলকাতা ও আশেপাশের জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামিকাল এবং পরশু বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে কলকাতা ও আশেপাশের অঞ্চলে।

পশ্চিমবঙ্গর আবহাওয়া সম্পর্কে আরও পড়ুন : কয়েক বছরের মধ্যেই একের পর এক ঘূর্ণিঝড়ে ফুঁসবে গঙ্গা!

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে বজ্রপাত সহ বৃষ্টি নামতে পারে বসিরহাট (Basirhat), সল্টলেক (Salt Lake), কলকাতা (Kolkata), দমদম (Dum Dum), বালী (Bali), হাওড়া (Howrah), আমতা (Amata), বাগনান (Bagnan), উলুবেড়িয়া (Uluberia), ডায়মন্ডহারবার (Diamond Harbor), ক্যানিং (Canning), সাগরদ্বীপে (Sagardwip)। তাছাড়াও ভিজতে পারে দুর্গাপুর (Durgapur), বর্ধমান (Burdwan), কাটোয়া (Katwa)। এদিন মূলত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর (East Medinipur), পশ্চিম মেদিনীপুর (West Medinipur), ঝাড়গ্রাম (Jhargram), পশ্চিম বর্ধমান (West Burdwan), বীরভূম (Birbhum) ও মুর্শিদাবাদে (Murshidabad)। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  বৃহস্পতিবার আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেই জানা গিয়েছে।

অন্যদিকে, আজ সোমবার উত্তরবঙ্গ জুড়ে হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত সেখানে ভারী বৃষ্টির সে ভাবে পূর্বাভাস নেই। ২০২৩ এর গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi 2023) দিন অর্থাৎ মঙ্গলবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে পশ্চিমবঙ্গর আবহাওয়া (West Bengal Weather)  আপডেট অনুযায়ী, বুধবার বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। জলপাইগুড়ি (Jalpaiguri) ও কালিম্পং-এ (Kalimpong) ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেদিন। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং (Darjeeling), কোচবিহার (Cooch Behar) ও উত্তর দিনাজপুরে (North Dinajpur) ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে (Alipurduar) ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে কারণে এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আপাতত আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের ৩ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

এদিকে আগামী কয়েকদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ধাপে ধাপে কিছুটা কমবে। আগামী কয়েকদিন গাঙ্গেও পশ্চিমবঙ্গের পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। কলকাতায় ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে সর্বোচ্চ পারদ। এদিকে এই ক'দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।