West Bengal Weather News | ঘূর্ণাবর্তের জেরে পুজোতে আবহাওয়ায় বদল! বৃষ্টির পূর্বাভাস বেশ কয়েক জেলায়!

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও নবমী থেকে পরিবর্তন হবে পশ্চিমবঙ্গের আবহাওয়া। দেখুন পুজোর পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর।


শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দুর্গোৎসব। শনিবার, ১৪ই অক্টোবর, মহালয়ার দিন থেকেই প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েছেন অসংখ্য জনগণ। আজ, দ্বিতীয়াতে, কর্মব্যস্ত দিনের বিকেল থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় হবে বলেই আশা পুজো কমিটিগুলির। বর্তমানে পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal) রোদ ঝলমলে। যার ফলে আবহাওয়া সংক্রান্ত কোনও রকম দুশ্চিন্তা ছাড়াই প্যান্ডেল হপিং বা পুজো মার্কেটিং করছেন সকলে। তবে নতুন করে পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal) নিয়ে চিন্তা ঘনাচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর অনুযায়ী, সোমবার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গরমও বাড়বে না
পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর অনুযায়ী, সোমবার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গরমও বাড়বে না

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, দ্বিতীয়ায় উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (East Midnapore), হাওড়া (Howrah), কলকাতা (Kolkata), হুগলি (Hooghly), পুরুলিয়া (Purulia), ঝাড়গ্রাম (Jhargram), পশ্চিম মেদিনীপুর (West Midnapore), বাঁকুড়া (Bankura), পশ্চিম বর্ধমান (West Burdwan), পূর্ব বর্ধমান (East Burdwan), বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad) এবং নদিয়ার (Nadia) কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, সোমবার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গরমও বাড়বে না। আবার গরম কমবেও না। আপাতত যেমন গরম আছে, সেরকমই থাকবে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

 আলিপুর আবহাওয়া দফতরের পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, সোমবার উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায়, দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar) এবং কোচবিহার (Cooch Behar) এ একেবারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুর (North Dinajpur), দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) ও মালদায় (Malda) বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে, শহর কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি থাকতে পারে বলে জানানো হয়েছে।

কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে
কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে

প্রসঙ্গত, ইতিমধ্যেই আরবসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যা ক্রমশ শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্তের কারণেই পুজো মাটি হওয়ার আশঙ্কা করছেন অনেকে। তবে পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, পুজোয় রাজ্যের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরে পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি হচ্ছে। তবে সোমবারের পর তাও ক্রমশ কমতে শুরু করবে। এছাড়াও ঘূর্ণাবর্তের প্রভাব কত তা রাজ্যে  পড়তে পারে, তা সিস্টেমের গঠন সম্পূর্ণ হলে জানাবে মৌসম ভবন। যদিও এ রাজ্যে কোনও প্রভাব পড়ার আশঙ্কা নেই বলেই পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)।

 নবমী-দশমীতে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর 
 নবমী-দশমীতে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর 

পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal) বলছে, ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। পশ্চিমাঞ্চল-সহ কোনও কোনও জেলায় এই সপ্তাহান্তে ভোরের দিকে উত্তুরে হাওয়ার প্রভাবও অনুভূত হবে। অত্যন্ত মনোরম আবহাওয়াতেই পুজো কাটবে বলে অনুমান আবহাওয়াবিদদের। তবে নবমী-দশমীতে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে পুজোর এই দুদিন। উপকূলের জেলায় দু -এক পশলা হালকা বা মাঝারি বৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে তৃতীয়া পর্যন্ত জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকবে
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে তৃতীয়া পর্যন্ত জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকবে

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে তৃতীয়া পর্যন্ত জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকবে। ধীরে ধীরে জলীয় বাষ্প  কমবে। আবহাওয়া ক্রমশ শুষ্ক হবে। উল্লেখ্য, পশ্চিমাঞ্চলের কিছু জেলায় চতুর্থী থেকে ভোরের দিকে সামান্য শিরশিরানি অনুভব করা যাচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File