আবহাওয়া

Weather of West Bengal | চলতি সপ্তাহে ১৫ ডিগ্রির নিচে নামবে একাধিক জেলার তাপমাত্রা! ২০-র নিচে নামবে কলকাতার পারদ!

Weather of West Bengal | চলতি সপ্তাহে ১৫ ডিগ্রির নিচে নামবে একাধিক জেলার তাপমাত্রা! ২০-র নিচে নামবে কলকাতার পারদ!
Key Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, চলতি সপ্তাহের শেষে ১৫ ডিগ্রিতে নামবে বঙ্গের একাধিক জেলার তাপমাত্রা। কলকাতাতেও পড়বে ঠান্ডা।

শীতের জন্য অপেক্ষায় বঙ্গবাসী। হালকা শীত শীত অনুভব হলেও এখনও চালাতে হচ্ছে ফ্যান। রাতে এবং সকালের দিকে কিছুটা পরিবর্তন হচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal)। তবে বেলা গড়াতে ফের একই অবস্থা। তবে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, শুক্রবার থেকে আরও তাপমাত্রা কমতে চলেছে বঙ্গে। এদিকে হাওয়া অফিস জানিয়েছে,  বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরী হয়েছে।

পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal) বর্তমানে বেশ মনোরম। তবে নভেম্বর শেষ হতে চললেও সেভাবে শীত না পড়ায় কিছুটা নিফাস বঙ্গবাসী।  পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, চলতি সপ্তাহের শেষ থেকেই আরও কিছুটা তাপমাত্রা কমতে চলেছে বঙ্গে। তবে পাকাপাকি ভাবে শীত নয় এ সপ্তাহেও। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন আকাশ পরিস্কার থাকবে। রাতে এবং সকালের দিকে তাপমাত্রা কিছুটা কমবে।পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী,এই সপ্তাহের শেষে পশ্চিমের জেলায় তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে। আগামী চার পাঁচ দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বিভিন্ন জেলায়।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, চলতি সপ্তাহে কলকাতায় তাপমাত্রা ২০-এর নিচে নামবে। আগামিকাল কলকাতাতে ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। সকাল সন্ধ্যে শীতের আমেজ বাড়বে। সকাল সন্ধ্যা শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে সামান্য উষ্ণতা বাড়বে । তবে শুক্রবার থেকে পারদ আরও একটু নামবে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। শুক্র ও শনিবার অর্থাৎ উইকএন্ডে কুড়ি ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যেতে পারে বলে পূর্বাভাস।

উত্তরবঙ্গে ভালোই ঠান্ডা পড়েছে। উত্তরের কিছু জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে খবর। তবে শীতের আমেজ ক্রমশ বাড়বে। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। প্রসঙ্গত, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বৃহস্পতিবার। জানা গিয়েছে, এই মুহূর্তে বঙ্গোপসাগরে রয়েছে একটি অক্ষরেখা। পুবালী অক্ষরেখা রয়েছে শ্রীলঙ্কা থেকে অন্ধ্রপ্রদেশ এলাকা পর্যন্ত। দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ। মেঘ কেটে যাওয়ায় দিনের বেলায় কিছুটা উষ্ণতা থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় কলকাতা-সহ সংলগ্ন এলাকায় কিছুটা অস্বস্তিও থাকতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু এবং কেরলে। বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশ, কেরলের মাহে, তামিলনাড়ু, কর্ণাটক, পন্ডিচেরি ও করাইকালেও। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকার বেশ কিছু রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হবে। এ সপ্তাহের শেষের দিকে উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও থাকছে।

উল্লেখ্য, দিন কয়েক আগেই ঘূর্ণিঝড় মিধিলি থেকে রেহাই পেয়েছে বঙ্গ।পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় (Cyclone in West Bengal) এর কোনও প্রভাব পড়েনি। শুধুমাত্র বাংলাদেশ এই ঘূর্ণিঝড়ে প্রভাবিত হয়েছে। তবে এক বেসরকারি আবহাওয়া সংস্থা জানিয়েছে, দিন কয়েকের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই সময় বঙ্গোপসাগর ও আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরির প্রবণতা থাকে বলে জানিয়েছে ওই সংস্থা। তবে দিল্লির মৌসম ভবনের তরফে এখনও এই নিয়ে কিছু জানানো হয়নি। এদিকে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকেও পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় (Cyclone in West Bengal) এর আগমন সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি। এমনকি বঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই বললেই চলে।


CEOs in India | কারুর বেতন ৩০ কোটি তো কারুর ৮২কোটি! জানুন ভারতের সর্বোচ্চ বেতন প্রাপ্ত সিইও কারা!
Cyber Crime | পরিচিত ব্যক্তির কণ্ঠস্বরে ফোনে কেউ টাকা চাইছে? সাবধান! AI ভয়েস ক্লোনিং দ্বারা প্রতারিত হচ্ছেন বহু!
World Laughter Day | দীর্ঘায়ু পেতে হাসুন মন খুলে! জানুন হাসির স্বাস্থ্য উপকারিতা এবং হাসির বৈজ্ঞানিক কারণ কী?
আজকের সেরা খবর | ২০১৯ সালের তুলনায় কম! ২০২৪ এর লোকসভার চতুর্থ দফার ভোটে বাংলার আট আসনে ভোটদানের হার জানালো কমিশন!
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla