West Bengal Weather | বৃহস্পতিবার পর্যন্ত ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টি! সঙ্গে কালবৈশাখী ও শিলা বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়!

Monday, March 18 2024, 7:15 am
highlightKey Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দু'টি অক্ষরেখা রয়েছে। একটি ওড়িশা থেকে সিকিম পর্যন্ত। সেটি ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। যার ফলে বৃহস্পতিবার পর্যন্ত ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যে।


বসন্তের আবহে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) বদল।সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে সকাল সকাল বৃষ্টিতে ভিজলো তিলোত্তমা। ঝিড়ি ঝিড়ি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বয়। তবে এদিকে গরম কমার নাম নেই। এরই মধ্যে দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় সাত জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)।  আগামিকাল মঙ্গলবার বাড়বে বৃষ্টি ও ঝড়ের গতিবেগ। শিলাবৃষ্টি-সহ কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গের সাত জেলায়। দেখে নিন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে-

বৃহস্পতিবার পর্যন্ত ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতায়
বৃহস্পতিবার পর্যন্ত ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতায়

বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির সতর্কতা!

Trending Updates

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় একসঙ্গে দিনভর আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এক্ষেত্রে বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report)। তবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার মতো সোমবার কলকাতায় ঝড় উঠবে না। এদিন শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। এদিকে মঙ্গলবার এবং বুধবার কলকাতায় বৃষ্টির মাত্রা বাড়বে। ওই দু'দিন ঝড়ও উঠবে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার ঝড় উঠবে। ওই দু'দিনই কলকাতায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, ঝাড়খণ্ড থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হতে চলেছে। সেইসঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে পশ্চিমবঙ্গে। তার ফলে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। সেদিন মহানগরীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইবে। বিকেল-সন্ধ্যার দিকে কালবৈশাখী হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। তবে এতো বৃষ্টি-ঝড়ের মাঝে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। কিন্তু বুধবার থেকে একধাক্কায় পারদ পড়তে পারে কলকাতায়। বুধবার ও বৃহস্পতিবার মিলিয়ে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমে যেতে পারে।

দু'দিন কলকাতায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর
দু'দিন কলকাতায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর

 দক্ষিণবঙ্গে কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনা!

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে আগামী কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ বা ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বৃহষ্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। মেঘলা আকাশ ও বৃষ্টির প্রভাবে সামান্য কমেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। আরও একটু কমার সম্ভাবনা আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায়। বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ের বৃষ্টির অল্প সম্ভাবনা।

সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ওড়িশা সংলগ্ন উপকূল ও পশ্চিমের জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা ।বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বেশি পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি হাওয়া অফিস আরও জানিয়েছে,' শিলাবৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গের সাত জেলায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে বলে জানা গিয়েছে। হুগলি, হাওড়া ও কলকাতায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, নতুন করে রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে সোমবার। বুধবার আরওন একটি ঝঞ্ঝা তৈরির সম্ভাবনা। অক্ষরেখা রয়েছে বিদর্ভ থেকে কেরল পর্যন্ত। যার জেরে মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি ও ঝড়ের গতিবেগ। এদিকে শিলাবৃষ্টি-সহ কালবৈশাখীর সম্ভাবনা এবং বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। বুধবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দুই জেলাতেও।

 দক্ষিণবঙ্গে কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনা
 দক্ষিণবঙ্গে কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস!

পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বুধবার থেকে বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। সেক্ষেত্রে বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং-এর পার্বত্য এলাকায়। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত সেখানে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের আবহাওয়াও মূলত শুষ্কই থাকবে। এমনকী তাপমাত্রাও আপাতত বাড়ার পূর্বাভাস রয়েছে।। সর্বনিম্ন এবং সর্বোচ্চ, উভয় তাপমাত্রাই বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

 আপাতত ৩ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ, ছত্তীসগড় ও বিদর্ভে
 আপাতত ৩ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ, ছত্তীসগড় ও বিদর্ভে

উল্লেখ্য, আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বর্তমানে দু'টি অক্ষরেখা রয়েছে। একটি ওড়িশা থেকে সিকিম পর্যন্ত। সেটি ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। এছাড়া আরও একটি অক্ষরেখা পশ্চিমে মারাঠাওয়াড়া থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত। আজ সোমবার এবং আগামী পরশু নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। যার ফলে রাজ্যে বসন্তের আবহেই বৃষ্টি। এদিকে আপাতত ৩ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ, ছত্তীসগড় ও বিদর্ভে। ওড়িশা ঝারখন্ড সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রতিবেশী রাজ্য ওড়িশাতে। বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যেও আগামী কয়েকদিনের বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File