Bdelliod Rotifer: ২৪ হাজার বছর পর সাইবেরিয়ায় বরফের নীচে উদ্ধার এক অণুজীব !

Friday, January 20 2023, 8:06 am
highlightKey Highlights

সাইবেরিয়ায় ৩.৫ মিটার তলায় জীবন্ত অবস্থায় ডেলয়েট রোটিফারের সাথে নেমাটোড এবং রাউন্ডওয়ার্ম পাওয়া গেছে।


রাশিয়ার সুদূর উত্তরে ইয়াকুতিয়া নামে একটি জায়গায় গবেষণা করছিলেন রাশিয়ার বিজ্ঞানীরা। সাইবেরিয়ার বরফের পুরু আস্তরণের নীচে ১১ ফুট ভিতর থেকে তথা আালাজ়েয়া নদীর মাটি থেকে খোঁজ পাওয়া গিয়েছে ডেলয়েড রটিফার নামে এক অদ্ভুত প্রাণী ডেলয়েড রটিফারের সন্ধান পাওয়া যায়। গবেষণা অনুযায়ী, এই রটিফারের বয়স ২৩ হাজার ৯৬০ থেকে ২৪ হাজার ৪৮৫ বছরের মধ্যে।

Bdelloid rotifers are one of the strongest of all animals
Bdelloid rotifers are one of the strongest of all animals

গবেষকদের তথ্য অনুযায়ী, হিমাঙ্কের অনেক নীচের তাপমাত্রাতেও ডেলয়েড রটিফার বেঁচে থাকতে পারে। এটি একটি বহুকোষী প্রাণী; যার দেহের আকার কয়েক মাইক্রোমিটার হলেও দেহে মস্তিষ্ক, মুখমণ্ডল, পাকস্থলী, মাংসপেশি এমনকি জননতন্ত্রও উপস্থিত। এর একটি অন্যতম বৈশিষ্ট্য হল যে, তারা ভয়ঙ্কর পরিবেশেও বেঁচে থাকতে পারে।

Trending Updates
সাইবেরিয়ার বরফের পুরু আস্তরণের নীচে ১১ ফুট ভিতর থেকে ডেলয়েড রটিফারের সন্ধান পাওয়া যায়। 
সাইবেরিয়ার বরফের পুরু আস্তরণের নীচে ১১ ফুট ভিতর থেকে ডেলয়েড রটিফারের সন্ধান পাওয়া যায়। 

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই প্রাণীটিকে পরীক্ষা করার জন্য রাখা হয়েছিল। দেখা গিয়েছিল, বরফের মধ্যে ভয়ঙ্কর ঠান্ডায় ডেলয়েড রটিফার টানা দশ বছর বেঁচেছিল। প্রসঙ্গত, গবেষণায় বলা হয়েছে, মহাকাশেও পাঠানো হয়েছে ডিলয়েড রোটিফার। সেখানকার পরিবেশে এটি টিকে থাকতে পারে কিনা তা নিয়েও পরীক্ষা চালানো হচ্ছে। যাইহোক, এই অণুজীবের অনেক বৈশিষ্ট্য এখনও রহস্যের মধ্যে আবৃত।

ডেলয়েড রটিফার একটি বহুকোষী প্রাণী। 
ডেলয়েড রটিফার একটি বহুকোষী প্রাণী। 



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File