Mummy in Kolkata | পুজোর আগেই কলকাতার নতুন চমক! শহরে চালু হবে নয়া জাদুঘর! আসছে ২৬০০ বছরের মমি!

Thursday, July 6 2023, 5:23 am
highlightKey Highlights

রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায়ের উদ্যোগে কলকাতায় তৈরি হবে ‘স্টেট জুডিশিয়াল মিউজিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টার' নামক জাদুঘর।


শীতকাল আসতে  না আসতেই কলকাতা এমনকি শহরতলী এলাকার প্রায় সকলেই ছুটির দিনে ঘুরতে যান জাদুঘর বা মিউজিয়ামে (Museum)। এই সময় যেন জাদুঘর হয়ে ওঠে 'উইন্টার ডেস্টিনেশন' (Winter Destination)। ঠান্ডার মধ্যে গায়ে হালকা মিঠে রোদ লাগিয়ে চলে ঘোরা। নানারকমের ঐতিহাসিক আসবাব থেকে শুরু করে কত না কি রয়েছে এই জাদুঘরে। তবে অন্যান্য জিনিসের মধ্যে কলকাতার মিউজিয়ামে অন্যতম আকর্ষণ হলো মমি (Mummy)। এবার কলকাতাবাসীদের আগ্রহ আরও বাড়িয়ে তুলতে শহরে আসছে নতুন মমি!

কলকাতায় আসতে চলেছে  ২৬০০ বছরের মমি ‘তাকাবুতি’
কলকাতায় আসতে চলেছে ২৬০০ বছরের মমি ‘তাকাবুতি’

কলকাতার জাদুঘরে গেলে মিশর রহস্য হবে না, তা কি হয়? অনেকেই পুরো মিউজিয়াম ঘুরে দেখতে না পারলেও মমি দেখা সকলের কাছে যেন মাস্ট! এবার শহরবাসীর মমির প্রতি আগ্রহ বাড়তে চলেছে আরও। জানা গিয়েছে খুব শীঘ্রই কলকাতায় আসতে চলেছে নতুন মমি। যদিও এই মমি মিশরের নয়, আসছে ইজরায়েল (Israel) থেকে। প্রায় ২৬০০ বছর ধরে কফিনে শুয়ে থাকা এই মমি থাকবে কলকাতার নয়া মিউজিয়াম, ‘স্টেট জুডিশিয়াল মিউজিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টারে' (State Judicial Museum and Research Centre)।

Trending Updates
যদিও এই মমি মিশরের নয়, আসছে ইজরায়েল থেকে
যদিও এই মমি মিশরের নয়, আসছে ইজরায়েল থেকে

রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায়ের (State Administrator General and Official Trustee Biplab Roy) উদ্যোগে তৈরি হবে ‘স্টেট জুডিশিয়াল মিউজিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টার' অর্থাৎ কলকাতার নয়া জাদুঘর। তবে কোথায় তৈরি হবে এই মিউজিয়াম, সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে জানা গিয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচন শেষ হলেই কাজ শুরু হবে জাদুঘর তৈরীর।

বিপ্লব রায়ের উদ্যোগে কলকাতায় তৈরি হবে ‘স্টেট জুডিশিয়াল মিউজিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টার' 
বিপ্লব রায়ের উদ্যোগে কলকাতায় তৈরি হবে ‘স্টেট জুডিশিয়াল মিউজিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টার' 

মিউজিয়ামের জন্য আনা যাবতীয় জিনিসগুলি ধর্মতলার নিউ সেক্রেটারিয়েট ভবনে রাখা হয়েছে। সেখানে পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। পঞ্চায়েত ভোট শেষ হওয়ার পর কোথায় এই মিউজিয়াম তৈরি হবে, তা জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায়

জানা গিয়েছে, নকশা করা কফিনে যিনি শুয়ে আছেন তার বয়স প্রায় ২৬০০ বছর। শ্যামবর্ণ হলেও, মুখশ্রী এককথায় অতুলনীয়। তবে, কফিনের ঢাকনা খোলার পরও কেটে গিয়েছিল ১৮৫ বছর। সিটি স্ক্যান (CT Scan), এক্স-রে (X-Ray), রেডিও কার্বন ডেটিং (Carbon Dating), ডিএনএ (DNA) পরীক্ষার পর এই মমির রহস্য উন্মোচন নিয়ে বিস্ময় হয়ে যায় গোটা বিশ্ব। গবেষকরা জানান, কফিনে মমি হয়ে যিনি শুয়ে রয়েছেন তার মৃত্যু হয়েছে ২৫ বছর বয়সে। তবে স্বাভাবিক মৃত্যু নয়, খুন করা হয়েছিল এই তরুণীকে। এই তথ্য সামনে আসতেই রাতারাতি জনপ্রিয় হয়ে উঠলেন মিশরীয় সমাধিক্ষেত্রের ইউরোপীয় মমি ‘তাকাবুতি’ (Takabuti)। তার এমনই চর্চা শুরু হয় যে তাকে নিয়ে লেখা হয় গান, কবিতাও।

নতুন মিউজিয়ামে নতুন মমির পাশাপাশি থাকবে বিভিন্ন দেশের হাজার হাজার বছরের প্রাচীন সামগ্রীও
নতুন মিউজিয়ামে নতুন মমির পাশাপাশি থাকবে বিভিন্ন দেশের হাজার হাজার বছরের প্রাচীন সামগ্রীও

জানা গিয়েছে, শহরের নতুন ওই মিউজিয়ামে নতুন মমির পাশাপাশি থাকবে বিভিন্ন দেশের হাজার হাজার বছরের প্রাচীন সামগ্রীও। সব মিলিয়ে মোট ২৫টি বিভাগ খোলা হবে এই নতুন মিউজিয়ামে। মমি বাদেও এই জাদুঘরে থাকবে স্বাধীনতা সংগ্রাম ও বাংলার বিপ্লবীদের নিয়ে নানা তথ্য, মৌর্য যুগের নির্দশন, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান, মুঘল ও ব্রিটিশ যুগের বিভিন্ন যুদ্ধ সামগ্রীও। এছাড়া কলকাতা ও বাংলার অজানা ইতিহাস সংক্রান্ত বেশ কিছু নথিপত্র ও ফাইল ওই মিউজিয়ামে রাখা হবে। কর্তৃপক্ষ সূত্রে খবর , বাংলার বিপ্লবীদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্র, পিস্তল, রিভলভার, বন্দুকও সংরক্ষিত থাকবে নতুন মিউজিয়ামে। হাজার হাজার বছর আগে বাংলার নারীরা কী কী অলংকার ব্যবহার করতেন, ওই মিউজিয়ামে দেখতে পাওয়া যাবে তার নিদর্শনও। মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গাপুজোর আগেই সেখানকার বেশ কয়েকটি বিভাগ চালু করে দেওয়া হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File