International Museum Day | চুল থেকে শুরু করে জাদুঘর রয়েছে শৌচালয়েরও! বিশ্ব জাদুঘর দিবসের দিন জানুন অদ্ভুত মিউজিয়াম সম্পর্কে!

Thursday, May 18 2023, 9:43 am
highlightKey Highlights

বিশ্বজুড়ে ১৮ই মে পালন করা হয় আন্তর্জাতিক জাদুঘর দিবস। বিশ্বে রয়েছে ১০০ হাজারেরও বেশি মিউজিয়াম, যার মধ্যে রয়েছে অদ্ভুত অদ্ভুত জাদুঘর।


জাদুঘর বা মিউজিয়াম (Museum) হল সাংস্কৃতিক বিনিময়, সংস্কৃতির সমৃদ্ধি এবং উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এর দ্বারা তৈরী হয় জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা এবং শান্তি। জাদুঘরের এই সকল বিষয়কে তুলে ধরে আজ অর্থাৎ ১৮ই মে বিশ্ব জুড়ে পালন করা হয় 'আন্তর্জাতিক জাদুঘর দিবস' বা 'আন্তর্জাতিক মিউজিয়াম দিবস' (International Museum Day)। এই বিশেষ দিনটি আন্তর্জাতিক জাদুঘর সম্প্রদায়ের জন্য একটি অনন্য মুহূর্ত উপস্থাপন করে। আন্তর্জাতিক জাদুঘর দিবসের দিন বিশ্বব্যাপী জাদুঘরে বিভিন্ন অনুষ্ঠান এবং ক্রিয়াকলাপ পরিকল্পনা করা হয় যা অনেক ক্ষেত্রে চলে পুরো সপ্তাহ জুড়ে।

১৮ই মে বিশ্ব জুড়ে পালন করা হয় 'আন্তর্জাতিক জাদুঘর দিবস'
১৮ই মে বিশ্ব জুড়ে পালন করা হয় 'আন্তর্জাতিক জাদুঘর দিবস'

আন্তর্জাতিক জাদুঘর দিবসের ইতিহাস | History of International Museum Day :

Trending Updates

প্রতি বছর বিশ্বজুড়ে জাদুঘরগুলির ভূমিকা প্রচারের জন্য আন্তর্জাতিকভাবে জাদুঘরগুলিকে আইএমডি (IMD)-র আয়োজিত আন্তর্জাতিক জাদুঘর দিবস পালনে অংশগ্রহণ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। যেখানে তারা বার্ষিক থিম সম্পর্কিত ইভেন্ট এবং কার্যক্রমে অংশ নেয়। ১৯৯২ সালে প্রথম আন্তর্জাতিক জাদুঘর দিবস পালনের জন্য একটি বার্ষিক প্রতিপাদ্য বা থিম (Theme) গৃহীত হয়েছিল। পরে ১৯৯৭ সালে আইকম (ICOM) থেকে দিবস সম্পর্কিত একটি পোস্টের তৈরী করা হয় এবং সেই বছরই বিশ্বের ২৮টি দেশ দ্বারা আন্তর্জাতিক জাদুঘর দিবস অভিযোজিত হয়েছিল।

এরপর ২০০৯ সালে আইএমডি-র আয়োজিত আন্তর্জাতিক জাদুঘর দিবস পালনে অংশ নেয় ৯০টি দেশের ২০ হাজারেরও বেশি জাদুঘর। পরবর্তী যশোরে অর্থাৎ ২০১০ সালে ৯৮টি দেশ, ২০১১ সালে ১০০টি দেশ, ২০১২ সালে ১২৯টি দেশের ৩০ হাজারেরও বেশি জাদুঘর এবং ২০১৪ সালে ১৪০ টি দেশের ৩৫ হাজারেরও বেশি জাদুঘর অংশ নেয় আইএমডি-র আন্তর্জাতিক জাদুঘর দিবস পালনে। উল্লেখ্যভাবে গত বছর অর্থাৎ ২০২২ সালে বিশ্বের ১৫৮টি দেশের প্রায় ৩৭ হাজারেরও বেশি জাদুঘরে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করা হয়।

২০২২ সালে বিশ্বের ৩৭ হাজারেরও বেশি জাদুঘরে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করা হয়
২০২২ সালে বিশ্বের ৩৭ হাজারেরও বেশি জাদুঘরে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করা হয়

আন্তর্জাতিক জাদুঘর দিবসের তাৎপর্য | Significance of International Museum Day :

আন্তর্জাতিক জাদুঘর দিবসটি সম্মিলিত ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের জন্য একটি মূল্যবান প্রতিষ্ঠান হিসাবে জাদুঘরের গুরুত্ব তুলে ধরে। এই দিন জাদুঘরের সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক তাৎপর্যকে গুরুত্ব দিয়ে এই সকল বিষয়ে আলোকপাত করা হয়।

ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে-র দিন বিশ্বব্যাপী জাদুঘরগুলিতে নানারকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা চলে প্রায় সপ্তাহ ধরে। এই দিন, দিবসের থিম অনুযায়ীও প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।  

ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের জন্য পালন করা হয় আন্তর্জাতিক জাদুঘর দিবস
ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের জন্য পালন করা হয় আন্তর্জাতিক জাদুঘর দিবস

আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০২৩ এর প্ৰতিপাদ্য বা থিম | Theme of International Museum Day 2023 :

চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের আন্তর্জাতিক জাদুঘর দিবসের প্রতিপাদ্য বা থিম  হচ্ছে ‘জাদুঘর, স্থায়িত্ব ও সুস্থতা’ (Museums, Sustainability and Wellbeing)। পাশাপাশি ২০২৩ এর আন্তর্জাতিক জাদুঘর দিবস বেশ কিছুবিষয়ের ওপর বেশি গুরুত্ব দেবে যা হল-

১. বৈশ্বিক স্বাস্থ্য এবং সুস্থতা | Global Health and Wellness :

এর লক্ষ্য হল স্বাস্থ্যকর জীবন নিশ্চিত করা এবং সেই সঙ্গে সকল বয়সীদের জন্য সুস্থতা ও মঙ্গল প্রচার করা। বিশেষ করে মানসিক স্বাস্থ্য এবং সামাজিক বিচ্ছিন্নতা সম্পর্কিত বিষয় প্রচার করা।

জাদুঘর, স্থায়িত্ব ও সুস্থতা ২০২৩ সালের আন্তর্জাতিক জাদুঘর দিবসের  থিম
জাদুঘর, স্থায়িত্ব ও সুস্থতা ২০২৩ সালের আন্তর্জাতিক জাদুঘর দিবসের  থিম

২. জলবায়ুর ওপর গুরুত্ব দেওয়া | Emphasis on Climate :

লক্ষ্য হল জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাবগুলি মোকাবিলা করার জন্য জরুরী পদক্ষেপ নেওয়া, গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি লক্ষ্য ২০২৩ সালের আন্তর্জাতিক জাদুঘর দিবসের
গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি লক্ষ্য ২০২৩ সালের আন্তর্জাতিক জাদুঘর দিবসের

৩. স্থলজ প্রাণীর ওপর গুরুত্ব দেওয়া | Emphasis on Terrestrial Animals : 

 লক্ষ্য হল স্থলজ বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্যের ক্ষতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং স্থলজ প্রাণী রক্ষা করা।

২০২৩ সালের আন্তর্জাতিক জাদুঘর দিবসের লক্ষ্য স্থলজ বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্যের ক্ষতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা
২০২৩ সালের আন্তর্জাতিক জাদুঘর দিবসের লক্ষ্য স্থলজ বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্যের ক্ষতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা

ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম (International Council of Museums) এর কথা অনুযায়ী, সামাজিক বিচ্ছিন্নতা মোকাবিলা করা, মানসিক স্বাস্থ্যের উন্নতি থেকে শুরু করে জলবায়ু কাজকে সমর্থন করা এবং অন্তর্ভুক্তি বাড়ানো, এমন একাধিক দিক কে গুরুত্ব দেয় জাদুঘর। এছাড়াও জাদুঘরগুলি সমাজে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকারী।

আন্তর্জাতিক জাদুঘর দিবসে নানারকমের ইভেন্ট, সেমিনার আয়োজন করা হয়
আন্তর্জাতিক জাদুঘর দিবসে নানারকমের ইভেন্ট, সেমিনার আয়োজন করা হয়

বিশ্বের ৫টি অদ্ভুত জাদুঘর | 5 Strangest Museums In The World :

সমাজে জাদুঘরের মূল্য অপরিসীম। ঐতিহ্য সংরক্ষণ, শিক্ষার সুযোগ এবং আন্তঃ-সাংস্কৃতিক মিলনের জন্য জাদুঘরের গুরুত্ব সাধারণ মানুষদের মধ্যে প্রচার করতে প্রতি বছর ১৮ই মে পালন করা হয় আন্তর্জাতিক জাদুঘর দিবস। দর্শকদের আকর্ষিত করতে বিশ্বব্যাপী জাদুঘরগুলিতে নানারকমের ইভেন্ট, সেমিনার (Seminars), প্রদর্শনের আয়োজন করা হয়।

বিশ্বে বর্তমানে ১০৪ হাজারেরও বেশি  মিউজিয়াম রয়েছে
বিশ্বে বর্তমানে ১০৪ হাজারেরও বেশি  মিউজিয়াম রয়েছে

ইউনেস্কো-র (UNESCO) একটি রিপোর্ট অনুযায়ী, গোটা বিশ্বে বর্তমানে ১০৪ হাজারেরও বেশি জাদুঘর বা মিউজিয়াম রয়েছে। ভারতেই (India) রয়েছে প্রায় হাজারটি জাদুঘর, যার মধ্যে বিশ্বখ্যাত দিল্লি জাতীয় জাদুঘর (Delhi National Museum), ভারতীয় জাদুঘর কলকাতা (Indian Museum Kolkata), সরকারি জাদুঘর চেন্নাই ( Government Museum Chennai), ছত্রপতি শিবাজি বাস্তু যাদুঘর মুম্বাই (Chhatrapati Shivaji Vastu Museum Mumbai), শঙ্করের আন্তর্জাতিক পুতুল যাদুঘর দিল্লি (Shankar's International Doll Museum Delhi), সালার জং মিউজিয়াম হায়দ্রাবাদ (Salar Jung Museum Hyderabad), দিল্লি জাতীয় রেল জাদুঘর (Delhi National Railway Museum), ক্যালিকো মিউজিয়াম আহমেদাবাদ (Calico Museum Ahmedabad), ডাঃ ভাউ দাজি লাড মিউজিয়াম মুম্বাই (Dr. Bhau Daji Lad Museum Mumbai), ত্রিভান্দ্রাম নেপিয়ার মিউজিয়াম (Trivandrum Napier Museum)।

ভারতে  রয়েছে প্রায় হাজারটি জাদুঘর
ভারতে রয়েছে প্রায় হাজারটি জাদুঘর

সাধারণ জাদুঘর বা মিউজিয়ামগুলিতে ঐতিহ্য, সাংস্কৃতিক, জীব, জলবায়ু সম্পর্কিত বস্তু, সামগ্রী, আসবাব, জীবাশ্ম, ছবি ইত্যাদির প্রদর্শণ করা হয়। তবে বিশ্ব জুড়ে এমন বেশ কিছু জাদুঘর আছে যেখানে গেলে আপনি হয়ে যাবেন অবাক! কোথাও রয়েছে চুলের মিউজিয়াম, আবার কোথাও প্রদর্শন করা হয় কেবল বিশ্বের সব থেকে খারাপ শিল্প। এই তালিকার মধ্যে আবার রয়েছে ভারতও। চলুন আন্তর্জাতিক জাদুঘর দিবসের দিন দেখে নেওয়া যাক বিশ্বের ৫টি অদ্ভুত মিউজিয়াম।

বিশ্ব জুড়ে রয়েছে বহু অদ্ভুত জাদুঘর
বিশ্ব জুড়ে রয়েছে বহু অদ্ভুত জাদুঘর

১. ফ্রান্সে ভ্যাম্পায়ার এবং কিংবদন্তি প্রাণীর যাদুঘর | Museum of Vampires and Legendary Creatures in France :

আপনি যদি বিশ্বাস করেন ভ্যাম্পায়ার (Vampires) এবং কিংবদন্তি প্রাণী (Legendary Creatures) সত্যিই বিরাজমান অথবা আপনার এই বিষয়ে ন্যাক রয়েছে, তাহলে ফ্রান্সে ঘুরতে গেলে একবার ঢু মেরে আসতে পারেন ফ্রান্সের ভ্যাম্পায়ার এবং কিংবদন্তি প্রাণীর জাদুঘরে। প্যারিসের জোন ওয়ানের (Zone One,Paris) বাইরের প্রান্তে অবস্থিত এই জাদুঘরে রয়েছে ভ্যাম্পায়ার ও কিংবদন্তি প্রাণী সম্পর্কিত অসংখ্য বই, ছবি, পোস্টার ইত্যাদি।  জাদুঘরের কিছুটা ভেতরে গেলে খুঁজে পাবেন বিড়ালের মমি (Mummy)। এছাড়াও ভ্যাম্পায়ার সিনেমা প্রেমীদের জন্যও রয়েছে বিশাল বড় আকর্ষণ। এখানে রয়েছে হলিউড ভ্যাম্পায়ার সিনেমায় (Hollywood Vampire Movies) অভিনয় করা সকল অভিনেতার অটোগ্রাফ (Autographs)।

ফ্রান্সে রয়েছে ভ্যাম্পায়ার এবং কিংবদন্তি প্রাণীর যাদুঘর
ফ্রান্সে রয়েছে ভ্যাম্পায়ার এবং কিংবদন্তি প্রাণীর যাদুঘর

২. ক্রোয়েশিয়ায় ভাঙা সম্পর্কের যাদুঘর | Museum of Broken Relationships in Croatia:

আপনার কি সম্প্রতি সম্পর্কে বিচ্ছেদ হয়েছে? রাগে দুঃখে প্রেমিক বা প্রেমিকার দেওয়া উপহার রাখতে চাইছেন না আবার ফেলতেও চাইছেন না? তাহলে এই মিউজিয়াম আপনার উপকার করার সঙ্গে আপনার মন ভালো করতেও সক্ষম। ক্রোয়েশিয়ার জাগ্রেবে (Zagreb, Croatia) অবস্থিত এই মিউজিয়াম বেশ আবেগপূর্ণ। এই জাদুঘরে রয়েছে ব্যর্থ প্রেমের সম্পর্কে একে অপরকে দেওয়া উপহার বা তাদের ফেলে আসা বস্তু। খুবই অদ্ভুত হলেও এই জাদুঘর ২০১১ সালে পেয়েছে ইউরোপের (Europe) সবচেয়ে উদ্ভাবনী জাদুঘরের (Most Innovative Museum) জন্য কেনেথ হাডসন পুরস্কার (Kenneth Hudson Award)।

ক্রোয়েশিয়ার জাদুঘরে রয়েছে বিচ্ছেদ সম্পর্কের প্রেমিক প্রেমিকার দেওয়া উপহার
ক্রোয়েশিয়ার জাদুঘরে রয়েছে বিচ্ছেদ সম্পর্কের প্রেমিক প্রেমিকার দেওয়া উপহার

৩. তুরস্কের অ্যাভানোস হেয়ার মিউজিয়াম | Avanos Hair Museum in Turkey:

তুরস্কের আভানোসের মৃৎশিল্প কেন্দ্র বা গেস্ট হাউসের তৈরি এই জাদুঘরে রয়েছে হাজার রকমের অসংখ্য চুল, যা সবই দান করা মহিলাদের। লম্বা চুল, ছোট চুল, কালো চুল, পাকা চুল, সোনালী রঙের চুল, স্ট্রেট চুল, কোঁকড়ানো চুল, বিশ্বের সব রকমের-সব ধরণের চুল দেখতে পাবেন এই মিউজিয়ামে। তবে খুব অবাক লাগলেও এই জাদুঘরের পিছনে রয়েছে এক প্রেমের গল্প। স্থনীয়দের মধ্যে প্রচলিত রয়েছে যে,  সেখানকার স্থানীয় কুমোর (Potter) চেজ গালিপ (Chez Galip), তার এক বন্ধুকে বিদায় জানানোর সময় তার স্মৃতি হিসেবে চেয়েছিলেন। সেই স্মৃতি চিহ্ন হিসেবে তার বন্ধু তাকে নিজের চুলের একটি টুকরো কেটে দেন, যা চেজ গালিপ তার দোকানে সাজিয়ে রাখেন। এরপর পর্যটকরা এই কাহিনী শুনে স্মৃতি অটুট রাখার জন্য নিজের চুলের একটি টুকরো কেটে রাখা শুরু করেন। আর আশ্চর্যজনকভাবে মহিলা পর্যটকরাই নিজের চুল দান করেন। এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে এখানে জমা হয় প্রায় ১৬ হাজার রকমের চুল। এর ফলে এই মিউজিয়াম পায় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের (Guinness Book of World Records) খেতাবও।

তুরস্কের আভানোসের চুলের মিউজিয়াম পায় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব
তুরস্কের আভানোসের চুলের মিউজিয়াম পায় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব

৪. ভারতের সুলভ ইন্টারন্যাশনাল মিউজিয়াম অফ টয়লেট | India's Sulabh International Museum of Toilets:

সুলভ ইন্টারন্যাশনাল (Sulabh International) দ্বারা পরিচালিত দিল্লির সুলভ ইন্টারন্যাশনাল মিউজিয়াম অফ টয়লেট স্যানিটেশন (Toilet Sanitation) এবং টয়লেটের (Toilet) বিশ্ব ইতিহাসের জন্য নিবেদিত। এই জাদুঘরে শৌচাগারের ইতিহাস এবং বিবর্তনের ওপর ভিত্তি করে তৈরী। ১৯৯২ সালে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন সামাজিক কর্মী (Social Activist), সুলভ স্যানিটেশন অ্যান্ড সোশ্যাল রিফর্ম মুভমেন্টের প্রতিষ্ঠাতা (Sulabh Sanitation and Social Reform Movement) ড. বিন্দেশ্বর পাঠক (Dr. Bindeshwar Pathak)।  ২০০৯ সালে স্টকহোম ওয়াটার প্রাইজ সহ জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারও পায় ভারতের সুলভ ইন্টারন্যাশনাল মিউজিয়াম অফ টয়লেট।

ভারতে রয়েছে শৌচালয় সম্পর্কিত জাদুঘর
ভারতে রয়েছে শৌচালয় সম্পর্কিত জাদুঘর

৫. জার্মানিতে রুটি সংস্কৃতির যাদুঘর | Museum of Bread Culture in Germany:

জার্মানির সাউথ লোয়ার স্যাক্সনির এবার্গোটজেনে (Abergötzen, South Lower Saxony, Germany) অবস্থিত এই জাদুঘরটি ইউরোপে রুটি ও রুটি সম্পর্কিত বিষয়গুলির ঐতিহাসিক বিকাশের জন্য নিবেদিত। জাদুঘরটি ইউরোপে শস্য চাষের ইতিহাস, শস্য প্রক্রিয়াকরণ, মিলিং, রুটি বেকিং, শিল্পে রুটি এবং অন্যান্য বিষয়গুলি প্রদর্শনের মাধ্যমে তুলে ধরে। এছাড়াও এখানে রয়েছে একটি উইন্ডমিল (Windmill), একটি ওয়াটারমিল (Watermill), রুটি ওয়াগন (Bread Wagons), খামারের যন্ত্রপাতি (Farm Implements), নথি, এবং রুটি তৈরির জন্য সরঞ্জামও।

জার্মানির রুটির জাদুঘর আলোকপাত করে রুটির ইতিহাস ও বিবর্তনের ওপর
জার্মানির রুটির জাদুঘর আলোকপাত করে রুটির ইতিহাস ও বিবর্তনের ওপর

এই অদ্ভুত মিউজিয়ামগুলি বাদেও মার্কিন যুক্তরাষ্ট্রে খারাপ শিল্পের জাদুঘর (Museum of Bad Art in USA), যুক্তরাজ্যে জাদুবিদ্যা এবং জাদুবিদ্যার যাদুঘর (Museum of Witchcraft and Wizardry in UK), ইতালির পুরগেটরিতে পবিত্র আত্মার যাদুঘর (Museum of the Holy Spirit in Purgatory, Italy), নেদারল্যান্ডে নির্যাতনের উপকরণের যাদুঘর (Museum of Torture Instruments in the Netherlands) ইত্যাদিও বিশ্বের অদ্ভুত জাদুঘরের তালিকার অন্তর্ভুক্ত।




Contents ( Show )

পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File