M R Bangur Hospital | আধুনিক পদ্ধতিতে গলব্লাডার স্টোনের বিনামূল্যে অস্ত্রপচার করবে এম আর বাঙুর!

Sunday, July 2 2023, 2:39 pm
highlightKey Highlights

এম আর বাঙুরে বাংলার সেরা শল্য চিকিৎসকদের নিয়ে আয়োজিত হতে চলেছে ল্যাপরোস্কোপি গলব্লাডার অপারেশন ক্যাম্প। যেখানে বিনামূল্যে গলব্লাডার স্টোনের অস্ত্রোপচার করা হবে ল্যাপারোস্কপিক সার্জারি পদ্ধতিতে।


বিনামূল্যে অস্ত্রোপচার করতে এবার বাংলায় প্রথমবার একজোট হচ্ছেন একাধিক সরকারি ও বেসরকারি তাবড় তাবড় শল্য চিকিৎসকরা। আধুনিক যন্ত্রপাতি দিয়ে এক টাকা খরচ না করেই আপনিও এম আর বাঙুর হাসপাতালে (M R Bangur Hospital) করাতে পারেন চিকিৎসা। 

 এম আর বাঙুর হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচার করতে একজোট হচ্ছেন সরকারি ও বেসরকারি শল্য চিকিৎসকরা
 এম আর বাঙুর হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচার করতে একজোট হচ্ছেন সরকারি ও বেসরকারি শল্য চিকিৎসকরা

সূত্রের খবর, এম আর বাঙুর হাসপাতালের সার্জারি বিভাগ দ্বারা আয়োজন করা হয়েছে ল্যাপরোস্কোপি গলব্লাডার অপারেশন ক্যাম্পের (Laparoscopy Gallbladder Operation Camp)। যেখানে অস্ত্রোপচার করতে হাজির থাকবেন, ডা. বিশ্বরূপ বোস (Dr. Biswarup Bose), ডা.ওম তাঁতিয়া (Dr. Om Tantia), ডা. দীপ্তেন্দ্র সরকার (Dr. Diptendra Sarkar), ডা. তমোনাশ চৌধুরির (Dr. Tamonash Chowdhury) মতো খ্যাতনামা চিকিৎসকরা। জানা গিয়েছে, অ্যাসোসিয়েশন অফ মিনিমাল এক্সেস সার্জনস অফ ইন্ডিয়া (Association of Minimal Access Surgeons of India) এবং ওয়েস্টবেঙ্গল চ্যাপ্টার অফ অ্যাসোসিয়েশন অফ সার্জনস অফ ইন্ডিয়া (West Bengal Chapter of Association of Surgeons of India) যৌথভাবে কাজ করবে এম আর বাঙুর হাসপাতালের আয়োজিত এই ক্যাম্পে। এই ক্যাম্পে উন্নত প্রযুক্তির সঙ্গে  গলব্লাডারের অস্ত্রোপচার করা হবে।

Trending Updates
 এম আর বাঙুর হাসপাতালের সার্জারি বিভাগ দ্বারা আয়োজন করা হয়েছে ল্যাপরোস্কোপি গলব্লাডার অপারেশন ক্যাম্পের
 এম আর বাঙুর হাসপাতালের সার্জারি বিভাগ দ্বারা আয়োজন করা হয়েছে ল্যাপরোস্কোপি গলব্লাডার অপারেশন ক্যাম্পের

বর্তমানে নানা কারণে অনেকেরই গলব্লাডারে পাথর জমে অর্থাৎ তারা গলব্লাডার স্টোনে (Gall Bladder Stone) ভোগেন। বাজে খাদ্যাভাসের জন্যই হোক কিংবা হঠাৎ ওজন বেশি বাড়ার বা কোমর কারণে পিত্তথলির উপর চাপ পরেই হোক না কেন, এখন গোল ব্লাডারে পাথর জমার ঘটনা প্রায়শই দেখা যায়। এক্ষেত্রে দরিদ্র পরিবারের গলব্লাডার স্টোনে আক্রান্ত ব্যক্তি অনেক সময়ই খরচের জন্য অস্ত্রোপচার করাতে পারেন না। এই কারণেই এম আর বাঙুর হাসপাতালে চলতি মাসেই আয়োজন করা হচ্ছে বিনামূল্যে গলব্লাডার অপারেশন ক্যাম্প। কলকাতা (Kolkata) শহরে এই প্রথম বাংলার সেরা শল্য চিকিৎসকদের নিয়ে বিনামূল্যে গলব্লাডার অপারেশন ক্যাম্প আয়োজন করা হচ্

 ১১ই  এবং ১২ই  জুলাই এই ক্যাম্প বসবে এম আর বাঙুর হাসপাতালে 
১১ই এবং ১২ই জুলাই এই ক্যাম্প বসবে এম আর বাঙুর হাসপাতালে 

চলতি মাসে অর্থাৎ আগামী ১১ই  এবং ১২ই  জুলাই এই ক্যাম্প বসবে এম আর বাঙুর হাসপাতালে। গলব্লাডার স্টোন অস্ত্রোপচারে ব্যবহার করা হবে  আধুনিক পদ্ধতি ল্যাপারোস্কপিক সার্জারি (Laparoscopic Surgery)। এই পদ্ধতি দ্বারা একটা ছোট্ট ক্যামেরাকে নাভির পাশে ফুটো করে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর তিনটে ছোট ফুটো করে পেটের মধ্যে প্রবেশ করানো হয় সার্জিক্যাল সরঞ্জাম। এরপর সেই সরঞ্জাম কিছুক্ষণের মধ্যে গলব্লাডারকে লিভার থেকে ছিন্ন করে। এরপর পিত্তনালী ও রক্তনালীর সংযোগ কেটে দেওয়ার পর নাভির ফুটো দিয়ে এটাকে বের করে আনা হয়। 

 ল্যাপারোস্কপিক সার্জারি পদ্ধতিতে গলব্লাডার স্টোনের অস্ত্রোপচার করা হবে
 ল্যাপারোস্কপিক সার্জারি পদ্ধতিতে গলব্লাডার স্টোনের অস্ত্রোপচার করা হবে

হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্যাম্পে যারা অস্ত্রোপচার করাতে ইচ্ছুক তাঁদের অবশ্যই এম আর বাঙুর হাসপাতালে এসে নিজের নাম নথিভুক্ত করতে হবে। জানা গিয়েছে, আগামী ৪ঠা এবং ৮ই জুলাই হাসপাতালের সার্জারি বিভাগের ওপিডিতে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন গলব্লাডার স্টোনের রোগীরা। এই অস্ত্রোপচার ক্যাম্পে অপারেশন করাতে এবং নাম নথিভুক্ত করতে কোনও টাকা লাগবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File