UP Rape: ‘দাদুর কীর্তি’ - ১৫ বছরের নাতনিকে ধর্ষণ,‘ঘুষ’১০ টাকা !
 Key Highlights
Key Highlightsউত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় এক দাদু তার ১৫ বছরের নাতনিকে ধর্ষণ করেছে। নাবালিকাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠিয়েছে সংশ্লিট থানা।
ফের একবার শিরোনামে যোগীরাজ্য। এবার এক ৬০ বছরের দাদুর লালসার শিকার হল তার ১৫ বছরের নাতনি। মেয়েকে ধর্ষণের ঘটনায় শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন পুত্রবধূ। তাঁর অভিযোগ অনুযায়ী, কাঠ কাটার আছিলায় মাঠে নিয়ে গিয়ে নাবালিকা নাতনিকে ধর্ষণ করেছে ঐ দাদু। এমনকি অভিযুক্ত মুখ বন্ধ রাখতে নাতনিকে ১০ টাকা ‘ঘুষ’ও দেন।

উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় এই ঘটনাটি বুধবার সন্ধেবেলায় ঘটেছে। সেদিন নাবালিকা ও তার মা মাঠে ছাগল চড়াচ্ছিলেন; সেখানে হঠাৎই উপস্থিত হন ৬০ বছর বয়সী ঐ বৃদ্ধ। তিনি পুত্রবধূকে বাড়িতে পাঠিয়ে দেন এবং নাতনিকে কাঠ কাটার জন্য কুঠার নিয়ে নির্জন জায়গায় আসতে বলেন। নাতনি কুঠার হাতে দাদুর কাছে পৌঁছালে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
.webp)
দাদুর এই নিন্দনীয় কর্মকান্ড গ্রামের এক বাসিন্দার চোখে পড়ে যায়। তিনি তৎক্ষণাৎ বাকিদের খবর দিলে বৃদ্ধকে হাতেনাতে ধরা হয়। গ্রামবাসীরা বৃদ্ধকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এরপর নির্যাতিতা নাবালিকাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
-  Related topics - 
- উত্তরপ্রদেশ
- ধর্ষণ
- নাবালিকা বিবাহ
- ক্রাইম








 
 