মৃত্যুর পরেও ধর্ষণ বিতর্কে জড়িয়ে পড়লেন মারাদোনা

Friday, November 26 2021, 4:23 am
highlightKey Highlights

Diego Maradona| মৃত্যুবার্ষিকীতে মারাদোনার বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ


আজ ২৫ শে নভেম্বর, ২০২১; ঠিক এক বছর আগে আজকের দিনেই বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার  জনপ্রিয় ফুটবলার দিয়েগো মারাদোনা হার্ট এট্যাকের কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে এক তরুণী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। 

৩৭ বছর বয়সী ম্যাভিস আলভারেজ নামের এক যুবতীর অভিযোগ, ২১ বছর আগে হাভানায় তাঁকে ধর্ষণ করেছিলেন প্রখ্যাত ফুটবলার মারাদোনা। তিনি সর্বসমক্ষে জানান এবং এই অভিযোগ করেন যে মাত্র ষোল বছর বয়সে ধর্ষিতা হওয়ায় তাঁর ছোটবেলা নষ্ট হয়ে যায়।

ফুটবল পুত্র মারাদোনা 
ফুটবল পুত্র মারাদোনা 

সম্প্রতি বুয়েনস আইরেসে সাংবাদমাধ্যমের সামনে এই যুবতী জানান, মারাদোনা ৪০ বছর বয়সে মাদকের নেশা ছাড়ানোর জন্য হাভানাতে একটি ক্লিনিকে থাকতেন এবং সেখানেই তাকে ধর্ষণ করা হয়।

‘আমার মুখ বেঁধে ধর্ষণ করে মারাদোনা। পাশের ঘরে আমার মা ছিল। আমার ছোটবেলাটা নষ্ট করে দিয়েছিল ও। সেই সময়ের কথা ভাবলে আজও আমি আঁতকে উঠি।

ম্যাভিস আলভারেজ




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File