বিজ্ঞান ও প্রযুক্তি

Minus Zero ZPod | এই গাড়িতে নেই স্টিয়ারিং হুইল! ভারতে এলো এআই চালিত বিশেষ গাড়ি!

Minus Zero ZPod | এই গাড়িতে নেই স্টিয়ারিং হুইল! ভারতে এলো এআই চালিত বিশেষ গাড়ি!
Key Highlights

বেঙ্গালুরুর একটি স্টার্টআপ কোম্পানি ভারতে আনল এআই চালিত গাড়ি। যা মানুষের ন্যূনতম কোনও কাজ ছাড়াই রাস্তায় চলবে আরামসে।

সময়ের সঙ্গে উন্নত হচ্ছে প্রযুক্তি। ধীরে ধীরে সবই হয়ে যাচ্ছে ডিজিটাল (Digital)। এক সময় পেট্রোল, ডিজেল চালিত গাড়িও ছিল স্বপ্ন। সেই স্বপ্ন সত্যি করে এখন ইলেকট্রনিক গাড়ি (Electric Car) থেকে শুরু করে কত রকমের গাড়ি বাজারে নিয়ে আসছে সব নামি দামি কোম্পানি। এবার সরু দৌড়েই আরও এক ধাপ এগিয়ে গেলো ভারত (India)। দেশে প্রথম স্বয়ং চালিত গাড়ি নিয়ে এলো বেঙ্গালুরুর (Bangalore) একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) বা এআই স্টার্টআপ (AI Start-Up) মাইনাস জিরো (Minus Zero)। এই গাড়ি নিয়ে রীতিমতো উৎসাহিত ক্রেতা থেকে শুরু করে নির্মাতারা। কারণ এই বিশেষ গাড়িতে নেই স্টিয়ারিং হুইলই (Steering Wheel)!

বিশ্বের অন্যান্য স্বয়ংক্রিয় গাড়ির মতো মাইনাস জিরোর এই বিশেষ গাড়ি জেডপড (ZPod) গাড়িটি দেখতে অনেকটা টোস্টারের (Toaster) মতো। ২০২১ সালে বেঙ্গালুরুতে গগনদ্বীপ রেহাল (Gagandeep Rehal) এবং গুরসিমরান কালরা (Gursimran Kalra) দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এআই সংস্থাটি। জানা গিয়েছে, ক্যামেরা সেন্সরের (Camera Sensor) সাহায্যে এই গাড়িটি রাস্তায় যে কোনও পরিস্থিতি ও আবহাওয়াতে নিজের থেকেই চলতে সক্ষম। এছাড়াও এর স্টিয়ারিং হুইলের অনুপস্থিতি এর আরেক বৈশিষ্ট্য।

মাইনাস জিরো সংস্থার তরফ থেকে জানানো হয়, এই গাড়িতে ব্যবহার করা ক্যামেরার রেজুলেশন (Camera Resolution) এতটাই উচ্চমানের, যে যার ফলে এটি রাস্তার ট্রাফিক জ্যাম (Traffic Jam) সহ বিভিন্ন ড্রাইভিং কন্ডিশন (Driving Condition) অর্থাৎ গাড়ি চলাচলের সমস্যা ও রাস্তা বুঝে চলাচল করতে পারে। জানা গিয়েছে জেডপডের ক্যামেরা পারিপার্শিক রিয়েল টাইম (Real Time) ছবি তুলে গাড়িতে উপস্থিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-কে পাঠায়। এরপর এআই সেগুলো পুঙ্খানুপুঙ্খ বিচার করে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে সামনে আসা বিভিন্ন বাধা অতিক্রমের মাধ্যমে সুরক্ষিতভাবে রাস্তায় চলাচলে সাহায্য করবে।

বিশ্বের বিভিন্ন স্বয়ংক্রিয় গাড়িতে দামি সেন্সর থাকলেও, ভারতের একটি স্টার্টআপ কোম্পানির তৈরি এআই চালিত এই বিশেষ গাড়ি ক্যামেরা টেকনোলজি (Camera Technology) নির্ভর। যার ফলে এটি অন্যান্য গাড়িগুলির থেকে আলাদা।

এখানেই চমক শেষ নয়, মাইনাস জিরো জানিয়েছে যে এই গাড়ি পঞ্চম পর্যায়ের অটোনোমাস (Autonomous) প্রযুক্তিতে আপগ্রেড (Upgrade) করা যেতে পারে। যা একটি স্বয়ং চালিত গাড়ির ক্ষেত্রে সর্বাধুনিক বলে বিবেচিত। এই গাড়ি চালাতে মানুষের কোন রকম নূন্যতম সাহায্যও দরকার পড়বে না।

মাইনাস জিরো জানিয়েছে, জেডপড এই মুহূর্তে বড় অবসান অঞ্চল বা কোনও ক্যাম্পাসে চলার জন্য উপযুক্ত। বর্তমানে নানান পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এই গাড়ি নিয়ে। তবে তাদের লক্ষ্য, দুবছরের মধ্যেই সাধারণ মানুষের জন্য বাজারে এই গাড়ি প্রকাশ করা।