Republic Day of India | স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের দিন ভিন্ন পদ্ধতিতে পতাকা উত্তোলন করা হয়! জেনে নিন কারণ!

Thursday, January 25 2024, 9:29 am
highlightKey Highlights

২৬সে জানুয়ারি পালিত হতে চলেছে ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। জানুন স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের দিন কেন ভিন্ন পদ্ধতিতে পতাকা উত্তোলন করা হয়।


আর দুদিন পরেই ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস (75th Republic Day of India)। ভারতের জন্য এই দিবস অতীব গুরুত্বপূর্ণ। প্রজাতন্ত্র দিবস ছাড়া আরেক গুরুত্বপূর্ণ দিন হলো ১৫ই আগস্ট, স্বাধীনতা দিবস। এই দুই দিন গোটা ভারত জুড়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়, সকালে নানান জায়গায় পতাকা উত্তোলন করা হয়। তবে আপনি কি জানেন এই দুই অতীব গুরুত্বপূর্ণ দিনে পতাকা উত্তোলনের পদ্ধতিতে কিছু তফাৎ রয়েছে?

স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের দিন  ভিন্ন পদ্ধতিতে পতাকা উত্তোলন করা হয়
স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের দিন  ভিন্ন পদ্ধতিতে পতাকা উত্তোলন করা হয়

স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন পদ্ধতি :

Trending Updates

১৯৪৭ সালের ১৫ ই অগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করে স্বাধীনতা অর্জন করে। সেই দিন ব্রিটিশ ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতের তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল। সেইদিন থেকেই স্বাধীনতা দিবসের দিন একইভাবে পতাকা উত্তোলন করা হয়ে থাকে। স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলনের পদ্ধতিকে উত্তোলন বলা হয়। এক্ষেত্রে পতাকা দণ্ডের নিচ থেকে উপরে তোলা হয়। স্বাধীনতা দিবসের দিন নিচ থেকে উপর পর্যন্ত পতাকা তোলা হয়, কিন্তু মাটি স্পর্শ করে না। এটাকে ইংরেজিতে বলা হয় Hoist, অর্থাৎ উত্তোলন।

প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন পদ্ধতি :

১৯৫০ সালের ২৬সে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়। সেই দিন থেকে ভারত একটি প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। প্রত্যেক বছর দেশকে এবং দেশের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে এই দিবস গোটা দেশে পালন করা হয়। এদিন সকালে পতাকা উত্তোলন করে দেশের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো হয়। ২৬সে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন পতাকা উত্তোলনের পদ্ধতিকে  বলা হয় উন্মোচন। এক্ষেত্রে পতাকা দণ্ডের উপরে আগে থেকেই বাঁধা থাকে এবং শুধুমাত্র পতাকাটি ভাঁজ করা থাকে। আসলে ২৬সে জানুয়ারি ১৯৫০ সাল থেকেই পতাকাটি দণ্ডের উপরে বাঁধা থাকে। প্রজাতন্ত্র দিবসের দিন পতাকাটির বাঁধন খুলে দেওয়া হয়। এককথায় বলতে গেলে, প্রজাতন্ত্র দিবসের দিন পতাকা উপরেই বাঁধা থাকে, কিন্তু ভাঁজ করা অবস্থায়। শুধু সেখান থেকে খোলা হয় পতাকাটি। নামানো হয় না। বলা যেতে পারে দেশের পতাকাকে 'মুক্ত' করে দেওয়া হয় খোলা আকাশে।এই অনুষ্ঠানটিকে ইংরেজিতে বলা হয় unfurl, অর্থাৎ উন্মোচন।

প্রজাতন্ত্র দিবসের দিন পতাকার বাঁধন খুলে দেওয়া হয়
প্রজাতন্ত্র দিবসের দিন পতাকার বাঁধন খুলে দেওয়া হয়

এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের দিন পতাকা উত্তোলনের পদ্ধতি ভিন্ন কেন? আসলে ১৫ই আগস্ট ভারত ব্রিটিশদের থেকে মুক্ত হয়েছিল। ফলে এদিন ব্রিটিশ ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতের তিরঙ্গা উত্তোলন করা হয়। সেই থেকেই এই নিয়ম চলে আসছে। অর্থাৎ পতাকা 'উত্তোলন' হয়ে থাকছে। অন্যদিকে ১৯৫০ সালের ২৬ সে জানুয়ারি আমাদের সংবিধান গ্রহণ করা হয়েছিল। আর যেহেতু ভারত ততদিনে স্বাধীন হয়ে গেছিল তাই তখন ভারতের তিরঙ্গা উপরেই উড়ছে। ফলে নতুন করে আর পতাকা উত্তোলন করা হয় না। কেবল ভাঁজ করা থাকে, সেটার ফাঁস টেনে খুলে দেওয়া হয় ২৬সে জানুয়ারি। অর্থাৎ খোলা আকাশে উন্মুক্ত বা 'উন্মোচন'  করা হয়।

২০২৪ সালের ২৬সে জানুয়ারি স্বাধীন ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করা হবে
২০২৪ সালের ২৬সে জানুয়ারি স্বাধীন ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করা হবে

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৬সে জানুয়ারি স্বাধীন ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস  (75th Republic Day of India) পালন করা হবে। প্রত্যেক বছরের মতোই আসন্ন প্রজাতন্ত্র দিবস কত তম তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয় অনেকের মধ্যে। যেহেতু ২৬ সে জানুয়ারি ১৯৫০ সালে দেশের সংবিধান কার্যকর হয়েছিল, ফলে সেইদিন ছিল প্রথম প্রজাতন্ত্র দিবস। এদিকে দিবসের অর্থ হল সেই দিন মানে, সেই দিনটি যেটি সেই উৎসব বা অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত। প্রতি বছর এই দিনটি পালিত হয়। অন্যদিকে, বার্ষিকীকে এক বছর পূর্ণ হওয়ার কথা বলা হয়। অর্থাৎ, যখন একটি ঘটনা বা দিনের এক বছর পূর্ণ হয়, তখন এটি একটি বার্ষিকী। তার মানে এই ২০২৪ সালে পালিত হবে ভারতের প্রজাতন্ত্রের ৭৪তম বার্ষিকী এবং দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File