North East Express | করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি উস্কে দিলো বিহারের রেল দুর্ঘটনা! লাইনচ্যুত ২১ টি বগি! বাড়ছে মৃত্যু সংখ্যা!

Thursday, October 12 2023, 5:56 am
highlightKey Highlights

বুধবার রাতে বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয় নর্থ ইস্ট এক্সপ্রেস। লাইনচ্যুত ট্রেনের ২১টি বগি।


২রা জুন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় শোকস্তব্ধ হয়ে গিয়েছিলো গোটা দেশ। দুর্ঘটনার পর দেখা গিয়েছিল রেললাইন জুড়ে এলোমেলো ভাবে ছড়িয়ে পড়ে আছে একাধিক কামরা। গতকাল রাতে অর্থাৎ ১১ অক্টোবর রাতেও একই ভয়াবহ দৃশ্য এবং ঘটনার সাক্ষী থাকলো বিহারের রঘুনাথপুর। বুধবার ১২৫০৬ দিল্লি-কামাখ্যা নর্থ-ইস্ট এক্সপ্রেস (12506 Delhi-Kamakhya North-East Express) বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। গতকাল রাতেই একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিলো। তবে আজ, ১২ই অক্টোবর সকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪। দুর্ঘটনায় আহত হয়েছেন ৭০জন।

বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয় নর্থ-ইস্ট এক্সপ্রেস
বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয় নর্থ-ইস্ট এক্সপ্রেস

বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে আনন্দ বিহার থেকে ছেড়েছিল নর্থ ইস্ট এক্সপ্রেস (North East Express)। কামাখ্যা পৌঁছনোর কথা ছিল ৩৩ ঘণ্টায়। স্থানীয় একজন জানান, স্বাভাবিক গতিতেই যাচ্ছিল ট্রেনটি। তবে রাতে হঠাৎই বিকট শব্দে ছেয়ে যায় গোটা এলাকা। সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। সূত্রের খবর, স্থানীয়রা এসেই দেখেন ধোঁয়া বেরোচ্ছে ট্রেন থেকে, লাইনচ্যুত হয়ে গিয়েছে নর্থ ইস্ট এক্সপ্রেস (North East Express) এর একাধিক বগি। প্রাথমিকভাবে ৪-৫টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে অনুমান করলেও, পরে পূর্ব-মধ্য রেলওয়ের (East-Central Railways) তরফে জানানো হয় যে ট্রেনের ২১টি কামরাই লাইনচ্যুত হয়েছে।

রাতে হঠাৎই বিকট শব্দে ছেয়ে যায় গোটা এলাকা
রাতে হঠাৎই বিকট শব্দে ছেয়ে যায় গোটা এলাকা

দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। গুরুতর আহতদের পাঠানো হয় পটনার এইমস (AIIMS)-এ। এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, এখনও উদ্ধারকাজ চলছে। জানা গিয়েছে, রেল লাইনের একাধিক জায়গা ভাঙা রয়েছে। পরিস্থিতির উপর নজর রাখতে খোলা হয়েছে ওয়ার রুম, জানিয়েছেন এক রেল আধিকারিক। ঘটনাস্থল থেকে বাকি যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে ৬টি বাসের। পাশাপাশি একটি রেকও খালি করে দেওয়া হয়। অন্যদিকে, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Bihar Deputy Chief Minister Tejashwi Yadav) একটি বিবৃতি জারি করে বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগগুলিকে যতটা সম্ভব দ্রুত সম্ভাব্য ত্রাণ নিশ্চিত করতে পদক্ষেপ করতে বলা হয়েছে। ইতিমধেই যাত্রীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে রেল। 

হেল্পলাইন নম্বরগুলি হল-

  • ৯৭৭১৪৪৯৯৭১ (পটনা),
  • ৮৯০৫৬৯৭৪৯৩ (দানাপুর),
  •  ৮৩০৬১৮২৫৪২ (আরা),
  • ৭৭৫৯০৭০০০৪ (কমার্শিয়াল)
দুর্ঘটনার নেপথ্যে নাশকতার কারসাজির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রেল বোর্ড
দুর্ঘটনার নেপথ্যে নাশকতার কারসাজির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রেল বোর্ড

প্রসঙ্গত, নর্থ ইস্ট এক্সপ্রেস (North East Express) দুর্ঘটনার নেপথ্যে নাশকতার কারসাজির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রেল বোর্ড। বক্সারে রেল দুর্ঘটনায় বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। বাতিল হয়েছে কাশি-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস (১৫১২৫), পটনা-কাশী জনশতাব্দী এক্সপ্রেস (১৫১২৬)। ২১টি ট্রেনের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। 

  • রুট বদল হয়েছে যেসব ট্রেনের-
  • পুনে-দানাপুর এসএফ এক্সপ্রেস (১২১৪৯)
  • পাটলিপুত্র এসএফ এক্সপ্রেস (১২১৪১)
  • ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস (১২৪২৪)
  • বিক্রমশীলা এক্সপ্রেস (১২৩৬৮)
  • কামাখ্যা এক্সপ্রেস (১৫৬২৪৩)
  • গুয়াহাটি এক্সপ্রেস (১৫৬৩৩)
  • রাজেন্দ্র নগর টার্মিনাল তেজস রাজধানী এক্সপ্রেস (১২৩১০)
  • ভাগলপুর গরীব রথ এক্সপ্রেস (২২৪০৬)
  • Anvt Rdp Express (২২৪৮৮)
  • BJU-ADI এক্সপ্রেস (১৯৪৮৪)
  • ডিব্রুগড়-নতুন দিল্লি স্টেশন রাজধানী এক্সপ্রেস (১২৪২৩)
  • GHY-নিউ দিল্লি স্টেশন এক্সপ্রেস (২২৪৪৯)
  • DNR-পুনে এক্সপ্রেস (১২১৫০)
  • PNBE LTT এক্সপ্রেস (১২৩০১০
  • APDJ-DLI সিকিম মহানন্দা এক্সপ্রেস (১৫৪৮৩)
  • PNBE-BDTS SUF এক্সপ্রেস (২২৯৭২)



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File