৩০ বছর পূর্ন করলো ক্যাকটাস, ব্যান্ডের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কী কী অভিনব অনুষ্ঠান আয়োজন করলেন সিধু
১৯৯৯ সালে প্রথম শ্রোতাদের কাছে আত্মপ্রকাশ করেছিল অ্যালবাম ‘ক্যাকটাস’। সেই থেকে এই ব্যন্ডের পথ চলা শুরু। দেখতে দেখতে পার হয়ে গেল ৩০ বছর।
“দেখতে দেখেত কেটে গেল ৩০ বছর। অনেক ওঠা-পড়া, বন্ধু ছেড়ে যাওয়া, ফিরে আসা সব মিলিয়ে আমরা আজকের ক্যাকটাস,” জানালেন ব্যান্ডের অন্যতম প্রধান সদস্য সঙ্গীত শিল্পী সিধু। তাঁদের ৩০ বছরের জন্মদিন উপলক্ষে নানা অনুষ্ঠান রয়েছে। আজ থেকে শুরু করে চলবে ২৭ তারিখ পর্যন্ত।
রক্তদান দিয়ে হল অনুষ্ঠানের শুভারম্ভ, ৩০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বিশেষত্ব এতে যোগদান করবেন ৩০ জন
আজ অর্থাৎ ২৪ অগাস্ট থেকে ২৬ অগাস্ট অবধি অনুষ্ঠিত হবে নানা অনুষ্ঠান। সিধুর নিজের পাড়ার ক্লাবে রক্তদান শিবির করে অনুষ্ঠানের কর্মসূচী শুরু করছেন। ৩০ জন ক্যাকটাসের ভক্তরা আজ সেখানে রক্তদান করেছেন বলে জানালেন শিল্পী। তাঁদের অনুষ্ঠান কর্মসূচীর একটি অভিনবত্বও রয়েছে। যা-ই হবে তাতে অংশ নেবেন ৩০ জন। বাংলার নানা প্রান্ত থেকে বেছে নেওয়া তিরিশটা নতুন প্রজন্মের ব্যান্ডের পারফরমেন্স। তাঁরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণাসেন অডিটোরিয়ামে পারফর্ম করবেন। এই ব্যান্ড শুধু কলকাতা বা পার্শ্ববর্তী এলাকা থেকেই আসছেন না, সুদূর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মালদার নতুন প্রজন্মের ব্যান্ড অংশ নিচ্ছেন। থাকবে তিরিশ জন এইচআইভি এইডস আক্রান্ত শিশুদের নিয়ে এক সচেতনতার বার্তাও।
২৭ অগস্ট হবে মুল অনুষ্ঠান। নজরুল মঞ্চে হবে ক্যাকটাসের পারফর্ম্যান্স। সেখানেও এই ৩০ জনের কনসেপ্ট বজায় থাকবে। ক্যাকটাসের সঙ্গে ৩০ জন বিশিষ্ট শিল্পীও অনুষ্ঠানকে আরও সুন্দর করে তুলবেন। থাকছেন উষা উত্থুপ, পন্ডিত তন্ময় বোস, অমিত দত্ত, রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, অনিন্দ্য বোস, জোজো মুখোপাধ্যায়, রূপম ইসলাম, অনুপম রায়, সোমলতা আচার্য্য, তিমির বিশ্বাস, সাকি, বুটি, বাম্পি, লক্ষীছাড়া, উজ্জয়িনী মুখোপাধ্যায় সহ আরো অনেকেই।
- Related topics -
- সেলিব্রিটি
- ক্যাকটাস
- সিদ্ধার্থ রায়
- প্রতিষ্ঠা দিবস