R G Kar | আরজিকরে হামলার ঘটনায় সাসপেন্ড ৩ পুলিশ আধিকারিক! 'তিলোত্তমা'র বিচারের দাবিতে প্রতিবাদ মিছিলে 'অফিস পাড়া'
আর জি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ। গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার রুম থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয় এক মহিলা চিকিৎসকের দেহ।একে একে প্রকাশ্যে আসতে থাকে এই হাসপাতালের নানা দুর্নীতির কথা। এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন চিকিৎসক, অভিনেতা, সেলিব্রিটি থেকে শুরু করে আম জনতা। শহর তিলোত্তমার বুকে চিকিৎসক 'তিলোত্তমা'র বিচারের জন্য রোজই নানান জায়গায় জায়গায় প্রতিবাদ মিছিলে পা মেলাচ্ছেন অজস্র মানুষ। আজ, প্রতিবাদে পথে নামলো 'অফিস পাড়া' তথা সল্টলেক সেক্টর ফাইভ!
Body-
আর জি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ। গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার রুম থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয় এক মহিলা চিকিৎসকের দেহ।একে একে প্রকাশ্যে আসতে থাকে এই হাসপাতালের নানা দুর্নীতির কথা। এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন চিকিৎসক, অভিনেতা, সেলিব্রিটি থেকে শুরু করে আম জনতা। শহর তিলোত্তমার বুকে চিকিৎসক 'তিলোত্তমা'র বিচারের জন্য রোজই নানান জায়গায় জায়গায় প্রতিবাদ মিছিলে পা মেলাচ্ছেন অজস্র মানুষ। আজ, মঙ্গলবার প্রতিবাদে পথে নামলো 'অফিস পাড়া' তথা সল্টলেক সেক্টর ফাইভ!২০ আগস্ট, মঙ্গলবার পথে নামলেন সেক্টর ফাইভের অফিস পাড়ার বিভিন্ন অফিসের কর্মীরা। অনেকের হাতেই দেখা গেল we want justice, justice for RG Kar লেখা পোস্টার। সকলেরই এক স্লোগান 'অফিস পাড়া দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক'!
অন্যদিকে, বুধবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে কলকাতা জুড়ে ‘রাত দখল’ কর্মসূচির রাতে বেশ কিছু বহিরাগত আরজি কর হাসপাতালে ঢুকে তাণ্ডব চালায়। বেশ কয়েকজন পুলিশ কর্মীও আহত হন। লক্ষ লক্ষ টাকার সরকারি সম্পত্তি নষ্ট হয়। এবার এই ঘটনায় কাজে গাফিলতির জন্য তিন পুলিশ কর্তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হল। দু'জন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ও একজন পুলিশ ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর।
কলকাতা পুলিশ সূত্রে খবর, গত ১৪ অগস্ট রাতে ওই তিন অফিসার আরজি কর হাসপাতাল ও সংলগ্ন এলাকার দায়িত্বে ছিলেন। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের নর্থ ডিভিশনের দুই অ্যাসিস্ট্যান্ট কমিশনার রমেশ রায় চৌধুরী ও সাকিবউদ্দিন সর্দার এবং কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর রাজেশ মিনজকে সাসপেন্ড করা হয়েছে।সেদিনের হামলার ঘটনা পুলিশ আগে থেকে আন্দাজ করতে পারেনি বলে আগেই জানিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কলকাতা হাইকোর্ট পুলিশের 'ইন্টেলিজেন্স ব্যর্থ' হওয়ার বিষয়ে ভর্ৎসনা করে। এরপর আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। সেখানে পুলিশ কেন এই হামলা রুখতে ব্যর্থ হল, তা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন তোলা হয়। এরপরই তিন পুলিশ কর্তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়।
- Related topics -
- আর জি কর কান্ড
- শহর কলকাতা
- সল্টলেক
- ক্রাইম