বিনোদন

Kolkata International Film Festival | বলি-টলি তারকাদের হাতে উদ্বোধন কিফ ২০২৩! সলমন-অনিল-সোনাক্ষীর সঙ্গে নাচে পা মেলালেন 'দিদি'! আজ কোথায় চলছে কোন সিনেমা?

Kolkata International Film Festival | বলি-টলি তারকাদের হাতে উদ্বোধন কিফ ২০২৩! সলমন-অনিল-সোনাক্ষীর সঙ্গে নাচে পা মেলালেন 'দিদি'! আজ কোথায় চলছে কোন সিনেমা?
Key Highlights

২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হলো নেতাজি ইনডোর স্টেডিয়ামে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলমন খান, অনিল কাপুর-সহ আরও অনেকে। তারকাদের নিয়ে চাঁদের হাঁটে মুগ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল অর্থাৎ ৫ই ডিসেম্বর শুভ সূচনা হলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival) বা কিফ ২০২৩ (KIFF 2023)। নেতাজি ইনডোর স্টেডিয়াম (Netaji Indoor Stadium) এ এদিন সন্ধ্যায় বসেছিল তারকাদের চাঁদের হাট। বলিউড তথা ভারতের 'ভাইজান' সলমন খানের  হাত ধরে শুভ সূচনা হল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এদিকে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল (Kolkata Film Festival) উপলক্ষ্যে সেজে উঠেছে নন্দন।

 মঙ্গলবার নেতাজি ইনডোর স্টেডিয়াম (Netaji Indoor Stadium) এ বলিউডের একঝাঁক তারকা হাজির হন 'দিদি' তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) ডাকে। বিশেষ অতিথির তালিকায় ছিলেন সলমন খান, শত্রঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, অনিল কাপুর, মহেশ ভাট, তিগমাংশু ধুলিয়া,পালেভ লুঙ্গিন, অ্যাঞ্জেলা, লরেন্স কার্ডিস প্রমুখেরা। ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival) এর উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের পাশাপাশি ছিলেন টলিউডের তারকারাও। ছিলেন দেব, মিমি, নুসরত,প্রসেনজিৎ,ঋতুপর্ণাও। উপস্থিত ছিলেন রাজ্যের বর্তমান ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। এদিন রাজ্য সঙ্গীত 'বাংলার মাটি বাংলার জল গান' গেয়ে শুরু হয় অনুষ্ঠান। বলিউড তারকাদের পাশাপাশি এদিন টলিগঞ্জের বর্ষীয়ান তারকা সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়দের সম্বর্ধনা জানানো হয় মঞ্চে। এদিন অল-ব্ল্যাক লুকে মঞ্চে দেখা যায় সলমন খানকে। গোলাপি রঙের শরারায় ঝলমল করলেন সোনাক্ষী।  কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে সলমন পা রাখতেই অনুরাগীদের চিলচিৎকার। হিন্দির টানে, আধো আধো বাংলায় সলমন শুধু বললেন ”কলকাতা আমি তোমাকে ভালোবাসি।”

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল ভাবনা ও কথায় ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই টাইটেল সং বা থিম সং গেয়েছেন অরিজিৎ সিং। এই গানটি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল (Kolkata Film Festival) উদ্বোধনী মঞ্চে চালু হওয়ার পরই আচমকা সঞ্চালক জুন মালিয়া সলমন, অনিলদের এই গানে নাচার অনুরোধ করেন। জুনের এই অনুরোধ ফেলতে পারেননি সলমন। হাত ধরে প্রিয় দিদিকেও টেনে নেন। তার পরই অনিল কাপুর, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহারাও ছন্দ মেলান নাচের তালে। মাঝে আবার ‘দাবাং’ সিনেমার মতো বেল্ট ধরেও নাচলেন ভাইজান। উল্লেখ্য, এবারের উদ্বোধনী অনুষ্ঠানের থালি গার্ল ছিলেন কৌশানি মুখোপাধ্যায়। সঞ্চালনার দায়িত্বে জুন মালিয়া ও চূর্ণী গঙ্গোপাধ্যায়।

সম্প্রতি দীপাবলির উৎসবের মরশুমে মুক্তি পেয়েছে সলমনের ‘টাইগার থ্রি’ (Tiger 3)। বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। সেই টাইগারের আদবকায়দাতেই সিনে উৎসবের মঞ্চে আগমণ সলমনের। সলমন এদিন মঞ্চে বলেন, বাংলা বলিউডকে অনেক কিছু দিয়েছে, পরিচালক, গায়ক, অভিনেতা, অভিনেত্রী। এর জন্য বাংলাকে ধন্যবাদ। সলমনের মুখে এমন কথা শুনে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি সোজা বলিউডের ভাইজানকে আমন্ত্রণ জানান, এই বাংলায় এসে ছবির শুটিং করতে। মুখ্যমন্ত্রীর এমন আমন্ত্রণে মিষ্টি হেসে সলমন বাংলায় এসে ছবি করার ইচ্ছাপ্রকাশও করেন। অন্যদিকে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে ‘নায়ক’ সম্মান জানালেন ‘মহানায়ক’কে। মঙ্গলবাসরীয় বিকেলে উত্তমকুমার সম্পর্কে আপ্লুত হলেন অনিল কাপুর। পাশাপাশি সত্যজিৎ রায় এবং কলকাতার মানুষদের সাংস্কৃতিক মননশীলতা নিয়ে উচ্ছ্বসিত দেখাল তাঁকে। মনে করিয়ে দিলেন, এই কলকাতা থেকেই শুরু হয়েছিল রুপোলি পর্দায় তাঁর যাত্রা।

কলকাতা আমার কাছে কেবল শহরমাত্র নয়। একটা আবেগময় অভিজ্ঞতা। একটা যাত্রা। এবং স্মৃতির এক ভাণ্ডার। যা আমার কেরিয়ার, আমার সিনেমার প্রতি ভালোবাসাকে তৈরি করতে সাহায্য করেছে।

অভিনেতা অনিল কাপুর

বিনোদন জগতে বাঙালির সাফল্যের কথা বলতে গিয়ে অনিল (Anil Kapoor) আরও উল্লেখ করেন মৃণাল সেন, তরুণ মজুমদার, বিমল রায়, ঋতুপর্ণ ঘোষ, অশোক কুমার, কিশোর কুমার, ঋষিকেশ মুখার্জি, অপর্ণা সেন, শর্মিলা ঠাকুর, মিঠুন চক্রবর্তী, রাখি গুলজার, সুচিত্রা সেন, সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায় প্রমুখদের নাম। সবশেষে তাঁর মুখে শোনা গেল মহানায়ক উত্তমকুমারের (Uttam Kumar) নাম। 'মহানায়ক' উত্তম কুমারকে মহান মানুষ বলে সম্মান জানান অনিল কাপুর। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2023) উদ্বোধনী মঞ্চে বলিউড তারকাদের সামনে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ঢালাও প্রশংসা করলেন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর  সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কীভাবে বাংলা সারা দেশকে একের পর এক প্রতিভা দিয়ে গিয়েছে সলমনের সামনেই সেকথা বললেন ‘দাদা’।

উল্লেখ্য, ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার মোট ৩৯টি দেশের ২১৯টি ছবি প্রদর্শিত হবে শহরের ২৩টি প্রেক্ষাগৃহে এ কথা আগেই রবীন্দ্র সদন (Rabindra Sadan) এ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছিল। সেই মতো বুধবার, ৬ই ডিসেবম্বর থেকে শহরের ২৩টি প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে পাবেন দর্শকরা। দেখে নিন এদিন কোন কোন সিনেমায় নজর রাখতে পারেন?

বুধবার থেকে নন্দন ১ প্রেক্ষাগৃহে সকাল ৯টায় দেখতে পাবেন মৃণাল সেনের ‘আকালের সন্ধানে’। এখানেই আবার সকাল সাড়ে ১১টা থেকে দেখতে পাবেন জার্মানির সংলাপহীন ছবি ‘গন্ডোলা’। ছবির পরিচালক ভেইত হেলমার। দুপুর ২টয় থাকছে ফোকাস কান্ট্রি স্পেনের ছবি। লিজ লোবাতো পরিচালিত ‘তিয়ারা দে ন্যুত্রাস মাদ্রেস’ (ল্যান্ড অফ আওয়ার মাদার্স)। এদিকে সকাল ১১টা থেকে নন্দন ২ প্রেক্ষাগৃহে চলবে জিগর মদনলাল নাগড়ার ‘আ বয় হু ড্রিমট অফ ইলেক্ট্রিসিটি’। এই হলেই বিকেল ৪টে থেকে দেখা যাবে অশোক বিশ্বনাথনের ‘হেমন্তের অপরাহ্ন’।  নন্দন ৩ প্রেক্ষাগৃহে দুপুর ২টয় তিনটি তথ্যচিত্র দেখতে পাবেন। ‘স্কিলড ওয়ার্ক ভার্সেস আনস্কিলড ওয়ার্ক’ ও ‘মানবজমিন’-এর পাশাপাশি চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর উপর তৈরি একটি তথ্যচিত্রও থাকছে এই তালিকায়। জাপানি ছবি দেখতে হলে দুপুর দেড়টা নাগাদ চলে যেতে পারেন রবীন্দ্র সদন (Rabindra Sadan) এ। সেখানে হিরোকাজু কোরিডা পরিচালিত ‘কায়বুৎসু’ (দানব) দেখতে পাবেন। জাতীয় পুরস্কারজয়ী ‘কালকক্ষ’র পরিচালক জুটি রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতির ‘মনপতঙ্গ’ এখানেই দেখতে পাবেন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। এছাড়া নজরুল তীর্থ ১-র হলে সকাল ১১টা থেকে থাকছে ইজরায়েলের ছবি ‘ইয়ালদিন শেল আফ এহাদ’ (চিলড্রেন অফ নোবডি) আর রাধা স্টুডিওতে বিকেল ৪টে থেকে দেখা যাবে অভিষেক বচ্চনের ‘ঘুমর’।

এবারের উৎসবের ফোকাস কান্ট্রি- স্পেন। পাশাপাশি স্পেশ্যাল ফোকাস কান্ট্রি- অস্ট্রেলিয়া। উৎসবে শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে মৃণাল সেন, দেব আনন্দকে। 'সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা' দেবেন লরেন্স কার্দিশ। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এইবারই 'বেঙ্গলি প্যানোরামা' বিভাগের ছবি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। এবারও কিফের চেয়ারম্যান পদে রয়েছেন রাজ চক্রবর্তী।


Cyclone Remal | মে-মাসের শেষে বঙ্গে ঘূর্ণিঝড়ের আতঙ্ক! আমফান-আয়লার থেকেও কি বেশি তান্ডব চালাবে সাইক্লোন রেমাল?
Mrinal Sen | তাঁর ছবিতে বার বার ফুটে উঠেছে নিম্নবিত্ত-মধ্যবিত্ত শ্রেণির সংগ্রাম! বাংলা চলচিত্র জগতে নতুন ধারার প্রবর্তন করেন কিংবদন্তি মৃণাল সেন!
আজকের সেরা খবর | ২০১৯ সালের তুলনায় কম! ২০২৪ এর লোকসভার চতুর্থ দফার ভোটে বাংলার আট আসনে ভোটদানের হার জানালো কমিশন!
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download