২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে! সোমবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী

Thursday, April 28 2022, 2:00 pm
highlightKey Highlights

২৫শে এপ্রিল থেকে ১লা মে অবধি চলবে এবারের চলচ্চিত্র উৎসব। সোমবার নজরুল মঞ্চ থেকে KIFF ২০২২-র আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


এ বারের উৎসব সর্বাথেই সত্যজিৎময়! শুরুতেই গুপি বাঘার সাজে মঞ্চে হাজির হয়ে অনুষ্ঠানের সুর বেঁধে দিলেন সাহেব চট্টোপাধ্যায় ও বিশ্বনাথ বসু। এবারের বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিন্হা।

নাচে-গানে জমজমাট ২৭-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

গত ২৫শে এপ্রিল, সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তবে এবারের অনুষ্ঠানের নিয়মে আনা হয়েছে একাধিক রদবদল। প্রথা ভেঙে নেতাজি ইন্ডোরে নয় বরং,ছিমছাম ভাবে নজরুল মঞ্চেই ২৭-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়ে গেল। এটি এমনই একটা উৎসব যার জন্য গোটা একটা বছর অপেক্ষা করে থাকে সিনেমাপ্রেমীরা। 

Trending Updates

চলতি বছরের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে এবার বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন লাল মাটির সোঁধা গন্ধের সঙ্গে মিশে গিয়েছিল সায়ন্তিকার নাচ। এছাড়া অদিতি মুন্সির সুরেলা কন্ঠে কৃষ্ণনাম জপ করলেন কৌশানি। নাচের তালে শুভশ্রী বললেন, এই পৃথিবীর একই মাটি, একই আকাশ-বাতাস। ছৌ নৃত্য থেকে বাউল গান সবটাই ফুটে উঠল দেবলীনা কুমার, মনামী, দিতিপ্রিয়ার পারফরম্যান্সে। গোটা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও বিধায়ক অভিনেত্রী জুন মালিয়া। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File