ভ্যাকসিনের প্রথম ডোজ় নেওয়ার দশ দিনের মধ্যেই কোভিড আক্রান্ত হলেন অভিনেতা সোনু সুদ

Monday, April 19 2021, 7:15 am
ভ্যাকসিনের প্রথম ডোজ় নেওয়ার দশ দিনের মধ্যেই কোভিড আক্রান্ত হলেন অভিনেতা সোনু সুদ
highlightKey Highlights

শনিবারই কোভিডে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন সোনু সুদ। কাজের সূত্রে বিভিন্ন লোকের সঙ্গে সাক্ষাৎ এড়াতে না পেরেই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এ কথাও স্বীকার করে নিয়েছেন অভিনেতা। গত বছর থেকেই কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম মুখ হয়ে উঠেছেন বলিউডের এই অভিনেতা। করোনার দ্বিতীয় ঢেউ মহারাষ্ট্র ছেয়ে ফেলার পরেও সোনু ভ্যাকসিনেশন নিয়ে কাজ করে যাচ্ছিলেন। এ ক্ষেত্রে তাঁকে পঞ্জাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও করা হয়। নিজে ভ্যাকসিনের প্রথম ডোজ় নেওয়ার দশ দিনের মধ্যেই আক্রান্ত হলেন সোনু। আপাতত আইসোলেশনে আছেন তিনি। তবে কাজ বন্ধ রাখবেন না, সেটাও জানিয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File