দেশ

I.N.D.I.A. | বিজেপির বিরুদ্ধে একজোট বিরোধী 'ইন্ডিয়া'! গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ মমতা, রাহুল, খাড়গের!

I.N.D.I.A. | বিজেপির বিরুদ্ধে একজোট বিরোধী 'ইন্ডিয়া'! গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ মমতা, রাহুল, খাড়গের!
Key Highlights

২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একজোট ২৬টি বিরোধী দল। বেঙ্গালুরুতে বৈঠকের দ্বিতীয দিনে বিরোধী জোটের নামকরণ হয় 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ সংক্ষেপে 'ইন্ডিয়া'।

২০২৪ এর লোকসভা নির্বাচনে (2024 Lok Sabha Elections) বিজেপিকে পাল্টা দিতে প্রস্তুত 'ইন্ডিয়া'। তবে এই ইন্ডিয়া মানে ভারত নয়। এক্ষেত্রে ইন্ডিয়া মানে ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ (Indian National Developmental Inclusive Alliance), সংক্ষেপে ‘ইন্ডিয়া’ (I.N.D.I.A.)। লোকসভার আগে রণকৌশল তৈরি করে বিরোধী দলগুলিকে আটকাতে বেঙ্গালুরুতে (Bengaluru) একজোট হয়েছে ২৬টি বিজেপি বিরোধী রাজনৈতিক দল। এদিন বৈঠক শুরুর আগে সেই দলের নাম 'ইউপিএ'-র (UPA) বদলে রাখা হয় 'ইন্ডিয়া'।

বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াই করতে সরব গোটা দেশের বিরোধী দলগুলি। যার ফলে  একজোট হয়েছে তৃণমূল (TMC), কংগ্রেস-সহ একাধিক দল। এদিন অর্থাৎ মঙ্গলবার বেঙ্গালুরুতে ছিল এই বিরোধী রাজনৈতিকদলগুলির বৈঠকের দ্বিতীয় দিন। বৈঠকে হাজির ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal), অখিলেশ যাদব (Akhilesh Yadav),সোনিয়া গান্ধী (Sonia Gandhi), রাহুল গান্ধী (Rahul Gandhi), মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) সহ বিরোধী দলের তাবড়-তাবড় নেতারা।

এদিন বৈঠক শেষে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, বিজেপি ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে পারবে তো? এমনকি বিজেপি বিরোধী দলের জোট 'ইন্ডিয়া'র সঙ্গে লড়ে দেখানোর জন্যও বলেন তিনি।

ইন্ডিয়া-কে চ্যালেঞ্জ করতে পারবে বিজেপি? পারলে লড়ে দেখান। বিজেপি তুমি কি ভারতকে চ্যালেঞ্জ করতে পারবে? আমরা আমাদের মাতৃভূমিকে ভালবাসি। আমরা দেশপ্রেমিক।

মমতা বন্দ্যোপাধ্যায়

বৈঠক শেষে  রাহুল গান্ধীও বিরোধীদের একজোট হওয়ার বার্তা দেন। তিনি বলেন, বিজেপি দেশের সম্পদ হাতে গোনা কয়েক জনের হাতে তুলে দিচ্ছে। বিজেপির বিরুদ্ধে লড়াই আসলে দেশের মানুষের হয়ে, সংবিধানের পক্ষে লড়াই। এই লড়াই মোদি ভার্সেস ইন্ডিয়ার। অন্যদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, বিজেপি দেশকে আক্রমণ করেছে, তার বিরুদ্ধেই লড়াইয়ে নেমেছেন তারা। পাশপাশি উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) বক্তব্য, বার বার পরিবারবাদের কথা বলে বিরোধীদের আক্রমণ করেন মোদি।

প্রসঙ্গত, এদিন বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে নতুন জোটের নাম জানালেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এর আগে একাধিক নাম নিয়ে আলোচনা হয়। তবে তৃণমূল সুপ্রিমো চাননি জোটের নামে কোনও ‘ফ্রন্ট’ থাকুক। যার ফলে অবশেষে এই বিরোধী জোটের নামকরণ হয় ‘ইন্ডিয়া’ অর্থাৎ  ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’।


Aman Jaiswal | বাইক দুর্ঘটনা কাড়লো তাজা প্রাণ, বছর ২২শেই মৃত্যু হলো জনপ্রিয় অভিনেতা অমন জয়সওয়ালের
Saif Ali Khan Attack | ফার্স্ট লোকাল ধরে পালানোর চেষ্টা! পুলিশের হাতে ধরা পড়লো সইফের হামলাকারী! দাবি করেছিল ১ কোটি
WPL 2025 India | মার্চে শুরু হচ্ছে বিসিসিআই মহিলা প্রিমিয়ার লিগ , কোথায় কবে হবে খেলা?
Saif Ali Khan Attack | প্রকাশ্যে সইফ আলী খানের হামলাকারীর ছবি! পরিচারিকাকে বাঁচাতে গিয়েই আহত হন অভিনেতা?
Laurene Jobs in Mahakumbh | মহাকুম্ভ মেলায় পুণ্যস্নান সারবেন স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল! তাঁর আগে পেলেন হিন্দু নামও
Pakistan Cricket Team | ফলো অন করেও নতুন রেকর্ড পাকিস্তনের! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ইতিহাস গড়লেন মাসুদ-বাবর
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali