Sealdah Train Cancel | সপ্তাহান্তে রেলপথে ভোগান্তি! রেলট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য বাতিল ৪২টি লোকাল ট্রেন!
রেলট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন শনিবার ও রবিবার শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় বাতিল হয়েছে ২১জোড়া লোকাল ট্রেন। শিয়ালদহ ডিভিশন লোকাল ট্রেনে চালু হবে প্রথম শ্রেণির কামরা।
সপ্তাহান্তে ভোগান্তির শিকার রেল যাত্রীরা। আগামী দুদিন বাটিল হয়েছে শিয়ালদহ (Sealdah)মেন ও বনগাঁ শাখায় বেশ কিছু ট্রেন। এদিনই বিবৃতি জারি করে রেলের তরফে জানানো হয়েছে, দমদমের কাছে রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্যই একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, প্রায় ১২ ঘণ্টা থাকবে পাওয়ার ব্লক।
শনি-রবিবার এলেই হাওড়া শাখায় লোকাল ট্রেন বাতিল যেন রোজকার রুটিনে পরিণত হয়ে গিয়েছে। বিগত কয়েক সপ্তাহ ধরে হাওড়া-বর্ধমান কর্ড, মেন শাখায় একাধিকবার লোকাল বাতিলের কারণে চরমে উঠেছে যাত্রী দুর্ভোগ। এবার একই ছবি দেখা যেতে চলেছে শিয়ালদহ রেলস্টেশন (Sealdah Railway Station) এর ক্ষেত্রেও। রেল সূত্রে খবর, আগামী ২৫সে ও ২৬সে নভেম্বর অর্থাৎ আগামীকাল শনিবার ও পরশু রবিবার শিয়ালদহ স্টেশন (Sealdah Station) মেন ও বনগাঁ শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।
কখন থেকে কখন বাতিল ট্রেন?
বিজ্ঞপ্তি জারি করে রেলের তরফ থেকে জানানো হয়েছে, শনিবার অর্থাৎ ২৫সে নভেম্বর রাত ১১টা ৩৫ থেকে রবিবার অর্থাৎ ২৬সে নভেম্বর সকাল ৭টা ৩৫ মিনিট পর্যন্ত ট্রেন বাতিল থাকবে। জানা গিয়েছে এই সময়ের মধ্যে শিয়ালদহ রেলস্টেশন (Sealdah Railway Station) মেন ও বনগাঁ শাখায় যে সমস্ত ট্রেন চলে, তার মধ্যে থেকেই কয়েকটি বাতিল থাকবে একাধিক ট্রেন। দিনের অন্য সময়ে ভিড়ের মাঝে যাত্রীদের যাতে তেমন অসুবিধা না হয়, সেই দিক মাথায় রেখে এই সময়ে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোন কোন ট্রেন বাতিল?
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদহ (Sealdah) মেন ও বনগাঁ শাখায় মোট ২১ জোড়া, অর্থাৎ ৪২টি ট্রেন বাতিল থাকবে শনি ও রবিবার। একনজরে দেখে নিন এই দুদিন শিয়ালদহ স্টেশন (Sealdah Station) মেন ও বনগাঁ শাখায় বাতিল ট্রেনের তালিকা (List of Cancelled Trains)।
- শিয়ালদহ-ডানকুনি শাখায় আপ ৩২২৪৯, ৩২২১১, ৩২২১৩, ৩২২১৭, ৩২২১৯ ও ডাউন ৩২২৫২, ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০ ট্রেন বাতিল।
- শিয়ালদহ-বনগাঁ শাখায় ৩৩৮১৩ আপ ও ৩৩৮১৪ ডাউন ট্রেন বাতিল।
- শিয়ালদহ-হাবড়া শাখায় ৩৩৬৫১, ৩৩৬৫৩ আপ ও ৩৩৬৫২, ৪৪৬৫৪ ডাউন ট্রেন বাতিল।
- শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ৩৩৫১১ আপ ও ৩৩৫১২ ডাউন ট্রেন বাতিল।
- শিয়ালদহ-দত্তপুকুর শাখায় ৩৩৬১৩ আপ ও ৩৩৬১২, ৩৩৬১৬ ডাউন ট্রেন বাতিল।
- শিয়ালদহ-কল্যাণী সীমান্ত ৩১৩১১, ৩১৩১৩ আপ ও ৩১৩১৪, ৩১৩১৬ ডাউন ট্রেন বাতিল।
- শিয়ালদহ-শান্তিপুর শাখায় ৩১৫১৩ আপ ও ৩১৪১৪ ডাউন ট্রেন বাতিল।
- শিয়ালদহ-গেদে শাখায় ৩১৯১১ আপ ও ৩১৯১৪ ডাউন ট্রেন বাতিল।
- শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় ৩১৮১৫ আপ ও ৩১৮১৬ ডাউন ট্রেন বাতিল।
- শিয়ালদহ-বারাকপুর শাখায় ৩১২১৩ আপ ও ৩১২১৪ ডাউন ট্রেন বাতিল।
- শিয়ালদহ-নৈহাটি শাখায় ৩১৪৭১ আপ ও ৩১৪১৮, ৩১৪২২ ডাউন ট্রেন বাতিল।
- শিয়ালদহ-রানাঘাট শাখায় ৩১৬১১, ৩১৬১৫ আপ ও ৩১৬১২, ৩১৬১৪ ডাউন ট্রেন বাতিল।
পাশাপাশি বজবজ-নৈহাটি লোকালের আপ ট্রেনটি নৈহাটির বদলে শিয়ালদহ পর্যন্ত যাবে। অন্যদিকে, ডাউন ট্রেনটি বজবজের পরিবর্তে শিয়ালদহ পর্যন্ত চলবে। এই বাতিল ট্রেনের তালিকা (List of Cancelled Trains)র মধ্যে না থাকলেও বদল হয়েছে বেশ কিছু ট্রেনের সময়সূচি। রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ থেকে দূরপাল্লার ট্রেনগুলিরও সময়সূচি বদল করা হয়েছে। ২৬সে নভেম্বর, রবিবার ১৩১৭৩ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকাল ৬টা ৫০ এর বদলে ৭টা ৩৫ মিনিটে ছাড়বে। ১৩১১৩ হাজারদুয়ারি এক্সপ্রেস কলকাতা থেকে ৬টা ৫০এর বদলে ছাড়বে সকাল ৮টা ২০ তে।
উল্লেখ্য, যাত্রী পরিষেবা আরও উন্নতির লক্ষ্যের জন্য পর পর কাজ করে চলেছে রেল মন্ত্রক। সুরক্ষার স্বার্থে নিয়মিত চলছে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ। জানা গিয়েছে সেই কারণেই সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় বাতিল ৪২টি লোকাল ট্রেন। এই সময়ে যাত্রীদের সমস্যার জন্য ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করা হয়েছে রেলের তরফ থেকে। প্রসঙ্গত রেখে যাত্রী পরিষেবা উন্নতি করার জন্য নানা রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে রেলের তরফ থেকে। যার মধ্যে অন্যতম হলো লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কামরা। রেলের তরফ থেকে জানানো হয়েছে, মুম্বইয়ের ট্রেনের আদলে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কামরা চালু করার পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ। সূত্রের খবর অনুযায়ী, ৩১০০১ এবং ৩১০০২ রুটের শিয়ালদহ-রানাঘাট লোকাল, ৩১২৩০ এবং ৩১২৩১ রুটের শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল এবং ৩১৪২৩ ও ৩১৪৩২ রুটের শিয়ালদহ-নৈহাটি লোকালে প্রথম শ্রেণির কামরা যোগ করা হবে। কিছুটা বাড়তি ভাড়ায় যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়ার ব্যবস্থা করতেই এই নতুন প্রচেষ্টা। এক্ষেত্রে শিয়ালদহ থেকে প্রথম শ্রেণির কামরায় ভাড়া হতে পারে ১১০ টাকা। সাধারণ কামরায় মাসিক টিকিটের ক্ষেত্রে যেখানে ভাড়া পড়ে ৩৫৫ টাকা, সেখানে প্রথম শ্রেণিতে ওই ভাড়া হতে পারে মাসিক ১২৭০ টাকা।