টানটান উত্তেজনার টেস্ট, সেঞ্চুরিয়ানে একদিনে মোট ১৮ উইকেট পড়ল

Thursday, December 30 2021, 2:28 pm
highlightKey Highlights

২০০৭ সালের ১৮ নভেম্বর টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরিয়ানে একদিনে সর্বোচ্চ উইকেট পড়েছিল, এবার সেই রেকর্ড ভেঙে একদিনে মোট ১৮ উইকেট পড়ল সেঞ্চুরিয়ানে।


গত মঙ্গলবার অর্থাৎ প্রথম টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরিয়ানে মোট ১৮ উইকেট পড়ল। এখনও পর্যন্ত যা সর্বোচ্চ। এর আগে সেঞ্চুরিয়ানে কোনও টেস্টে একদিনে এত উইকেট পড়েনি। গত মঙ্গববার ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুই দল মিলেই এই নয়া নজির গড়লো।

টেস্ট ম্যাচে ঐতিহাসিক জয় ভারতের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে ইতিহাস রচনা করতে মরিয়া বিরাট কোহলির ভারত। বৃষ্টি বা অন্য কোনও বাধা যেন এখন কোহলি ব্রিগেডের কাছে এখন তুচ্ছ। সব বাধা টপকে এখন সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট জিততে মরিয়া ভারত। এরই মাঝে মঙ্গলবার অর্থাৎ প্রথম টেস্টের তৃতীয় দিন মোট ১৮ উইকেট পড়ল সেঞ্চুরিয়ানে। এখনও পর্যন্ত যা সর্বোচ্চ।

Trending Updates
মহম্মদ শামি এ দিন একাই ৫ উইকেট নিয়েছেন
মহম্মদ শামি এ দিন একাই ৫ উইকেট নিয়েছেন

তৃতীয় দিনের পুরো কৃতিত্ব বোলারদের

সেঞ্চুরিয়ানে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। প্রথম দিন ৩ উইকেটে ২৭২ রান করেছিল ভারত। দ্বিতীয় দিন বৃষ্টির জন্য খেলা ভেস্তে যায়। তৃতীয় দিন ভারত ৩২৭ রান করে অল আউট হয়ে যায়। ভারতের মোট ৭ উইকেট পড়ে এ দিন। এর পর দক্ষিণ আফ্রিকা আবার মাত্র ১৯৭ রানে অল আউট হয়ে যায়। এর পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করতে নামলে মায়াঙ্ক আগরওয়ালের উইকেট হারায় তারা। তৃতীয় দিনের শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৬ রান। এ দিন সেঞ্চুরিয়ানে মোট ১৮ উইকেট পড়েছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File