বিক্ষিপ্ত বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, টানা বর্ষণের জেরে একাধিক এলাকা হয়ে উঠবে জলমগ্ন
ইয়াসের তাণ্ডবের চিহ্ন এখনও জ্বলজ্বল, ওড়িশায় ফের সৃষ্টি হচ্ছে প্রবল নিম্নচাপ, সর্তক প্রশাসন
জন্ম নিল ঘূর্ণিঝড় যশ, দিঘা থেকে ৬৩০ কিলোমিটার দূরেই তার অবস্থান
'ইয়াস'-এর প্রভাবে সোমবার বিকেল থেকে শুরু হবে বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া, জানাল মৌসম ভবন
বন্ধ মুম্বই বিমানবন্দর, আজ রাতেই গুজরাত উপকূলে ২০০ কিমি বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'তাউকতাই '
শৈত্যপ্রবাহের পরিস্থিতি দিল্লিতে,জানিয়ে দিল দিল্লির মৌসম ভবন।তাপমাত্রা নামল ৩ ডিগ্রির নীচে।
তামিলনাড়ুতে আবারো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা! বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি আশঙ্কা বাড়াচ্ছে।
অতি প্রবল ঘূর্ণিঝড় 'নিভার'! গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার।
১৭ বছরে সর্বনিম্ন তাপমাত্রা দিল্লিতে! পশ্চিম হিমালয় থেকে ঢুকছে কনকনে বাতাস।