১৭ বছরে সর্বনিম্ন তাপমাত্রা দিল্লিতে! পশ্চিম হিমালয় থেকে ঢুকছে কনকনে বাতাস।

Sunday, November 22 2020, 1:21 pm
highlightKey Highlights

এক ধাক্কায় প্রায় ২ ডিগ্রি তাপমাত্রা নেমে যাওয়ায়, শৈত্যপ্রবাহের আশঙ্কা করছেন আবহবিদরা। আবহবিদরা শনিবারই সতর্কবার্তা দিয়েছিলেন যে ভাবে তাপমাত্রার পারদ নামছে দিল্লিতে, তাতে খুব শীঘ্রই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সেই আশঙ্কাকেই সত্যি করে রবিবার জাতীয় রাজধানীর তাপমাত্রা গত কালের তুলনায় প্রায় দু ডিগ্রি নেমেছে। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা গত ১৭ বছরে নভেম্বর মাসের শীতলতম দিন। গত তিন দিন ধরে টানা ১০ ডিগ্রির নীচে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File