জন্ম নিল ঘূর্ণিঝড় যশ, দিঘা থেকে ৬৩০ কিলোমিটার দূরেই তার অবস্থান
Monday, May 24 2021, 7:52 am
Key Highlightsমৌসম ভবন সূত্রে খবর, ঘূর্ণিঝড় যশ আজ রাতের মধ্যেই আরও শক্তিশালী হবে। ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে এই ঘূর্ণিঝড়। সর্বোচ্চ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার গতিবেগে পারাদ্বীপ ও সাগরদ্বীপের মাঝে স্থলভাগে ঢোকার সম্ভাবনা প্রবল। বর্তমানে উপকূলবর্তী এলাকায় সাইক্লোন মোকাবিলার প্রস্তুতি তুঙ্গে। পূর্ব মেদিনীপুরের তাজপুরে সমুদ্র তীরবর্তী এলাকায় গার্ডওয়াল তৈরির কাজ অসমাপ্ত হওয়ার কারণে ব্ল্যাক স্টোন ফেলে জলোচ্ছ্বাস আটকানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসন থেকে মৎস্যজীবীদের সমুদ্রের দিকে যেতে বারণ করা হয়েছে।